মাগুরাতে অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে আর্মি ক্যাম্পের ১৪ বীরের একটি চৌকস দলের বিশেষ অভিযানে মাগুরা জেলার, শালিখা থানার অন্তর্গত ধনেশ্বরগাতী ইউনিয়ন এর তিলখড়ি এলাকার ইব্রাহিম কাজির পুত্র একনলা বন্দুক বুলেট ১৪ টি ধারালো অস্ত্র ও চারটি ঢালসহ সন্ত্রাসী আল আমিন কাজী (৩৬) নামে একজন কে আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ইং ভোর ৪ টা ১৫ ঘটিকায় বিএ-৭৩৩২ লেফটেন্যান্ট কর্ণেল আনন্দ মোস্তফা মিশু, পিএসসি, অধিনায়ক ১৪ বীর এর নেতৃত্বে মাগুরা আর্মি ক্যাম্প, ১৪ বীর কর্তৃক উক্ত এলাকায় অস্ত্র অভিযান পরিচালনা করা হয়।এসময়ে অপারেশন ডেভিল হান্ট অভিযানে বিএ-১০০৩৩ মেজর সাফিন আল সাইফ পলক অংশগ্রহন করে।
উক্ত অপারেশন ডেভিল হান্ট অভিযানে একটি একনলা বন্দুক, এক রাউন্ড বন্দুকের তাজা বুলেট, একটি হকিস্টিক, ১৪ টি ধারালো অস্ত্র, দশটি স্টাম্প এবং চারটি ঢালসহ তিলখড়ি গ্রামের ইব্রাহিম কাজীর ছেলে আলামিন কাজী (৩৬) কে নিজ বাড়ী থেকে আটক করা হয়। উক্ত আসামি আলামিন কাজী কে জিজ্ঞাসাবাদ শেষে অস্ত্র আইনে মামলা দায়ের করে হয়েছে।