বাংলাদেশ জাতীয়তাবাদী দল - বিএনপি ঘোষিত, নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যাযে় রাখার দাবিতে, অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে এবং রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলাসহ,বিভিন্ন জনদাবীতে ১৮'ফ্রেব্রুয়ারী ২০২৫ইং - পাবনা এডওয়ার্ড মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
উক্ত সমাবেশে জেলা বিএনপি'র আহবায়কের সভাপতিিত্বে ও জেলা বিএনপি'র সদস্য সচিবের সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি'র জাতীয় স্থায়ী কমিটির সদস্য,ইকবাল হাসান মাহমুদ টুকু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পাবনা সদর-০৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারি, প্রখ্যাত শ্রমিক নেতা, অ্যাডঃ শামসুর রহমান শিমুল বিশ্বাস। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি'র সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) শাহিন শওকত। সহ-সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগী) ওবায়দুর রহমান চন্দন সহ জেলা বিএনপি ও সকল সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে শিমুল বিশ্বাস বলেন,যাদের আত্বত্যাগের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে, স্বৈরাচার মুক্ত হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি।বাংলাদেশেকে মুক্ত করার জন্য ৭১এ স্বাধীনতার ঘোষণা দেন, স্বাধীনতার ঘোষক,বাংলার রাখাল রাজা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এই পিছিয়ে পরা জনপদকে উন্নত বাংলাদেশের মর্যাদা এনে দিয়েছে শহীদ জিয়া। সেই শহীদ জিয়া'র দল বিএনপি'র সাথেই বাংলাদেশের মানুষ, বিএনপি যতবার আন্দোলনের ডাক দিয়েছে, মানুষ রাজপথে নেমেছে জাতীয় ঐক্য গড়ে তুলে বাংলাদেশকে দুঃশাসন থেকে রক্ষা করেছে বিএনপি।
প্রধান অতিথির বক্তব্যে, ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, হাসিনা দেশে এনে বিচার করতে হবে,হাসিনাকে ফাঁসির কাষ্ঠে ঝুলার জন্য হলেও আসতে হবে। এছাড়াও বর্তমান অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বলেন,সংস্কার চাই,তার জন্যই জনগণের নির্বাচিত পার্লামেন্ট চায়। সর্বশেষ উপস্থিত সকল নেতাকর্মীদের ধন্যবাদ জ্ঞাপন করেন।
এছাড়াও পাবনা জেলা বিএনপি'র সমাবেশের সদ্যকারামুক্ত শেখ হাসিনার ট্রেন বহরে গুলি করা মামলায়, ফাঁসির দন্ড প্রাপ্ত নেতৃবৃন্দ (সবাই মামলা থেকে খালাশ) নয়জনকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন।