নাগরপুর দপ্তিয়র ইউনিয়ন গ্রাম আদালতের মতবিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল করতে দপ্তিয়র ইউনিয়নের অংশীজনদের অংশগ্রহনে কমিউনিটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকাল দশটায় নাগরপুর উপজেলার দপ্তিয়র ইউনিয়ন পরিষদ হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন নাগরপুর উপজেলা কঅর্ডিনেটর মো: ওয়াদুদ খান।সভায় জানানো হয়, গ্রাম আদালত আইন, ২০০৬ অনুযায়ী অনধিক তিন লাখ টাকা মূল্যমানের ফৌজদারী ও দেওয়ানী বিরোধ নিষ্পত্তি করতে সকল ইউনিয়ন পর্যায়ে গ্রাম আদালত কাজ করছে। গ্রাম আদালতে আইনজীবী নিয়োগ করতে হয় না, মাত্র ১০ থেকে ২০ টাকা ফি প্রদান করে গ্রাম আদালতের মাধ্যমে অল্প সময়ে, অল্প খরচে সঠিক বিচার পাওয়া সম্ভব। এই আদালতের সুফল পেতে প্রচারণার মাধ্যমে আদালতকে আরো সক্রিয় করতে সবাইকে ভূমিকা রাখতে হবে।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দপ্তিয়র ইউনিয়নের চেয়ারম্যান এম.ফিরোজ সিদ্দিক ।গ্রাম আদালত নাগরপুর উপজেলার কো-অর্ডিনেটর মোঃ ওয়াদুদ খান জানান, গ্রাম আদালতের কার্যক্রম গতিশীল করতে উপজেলার ১২ টি ইউনিয়নে বিভিন্ন পেশাজীবী মানুষের অংশগ্রহনে কমিউনিটি মতবিনিময় সভা আয়োজন করা হচ্ছে।
উক্ত সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের, সচিব মোঃ আরিফুর রহমান,হিসাব সহকারী মোঃ ফিরোজ আকন্দ ও প্যানেল চেয়ারম্যান মোঃ তারা মিয়া এবং ইউপি সদস্যবৃন্দ, সরকারি কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। তারা গ্রাম আদালতের কার্যক্রমকে আরও জনমুখী করতে বিভিন্ন পরামর্শ প্রদান করেন।