ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব ব্রাহ্মণপাড়ার (ইউস্যাব) উদ্যোগে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ মার্চ) ব্রাহ্মণপাড়া উপজেলা অডিটরিয়ামে এ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়৷ এ সময় প্রায় দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষার্থী মো. আব্দুল কাইয়ুম খান চৌধুরীর সঞ্চালনায় প্রোগ্রাম শুরু হয়। প্রোগ্রামে অতিথি হিসেবে বক্তব্য রাখেন ২৭ তম বিসিএসের পুলিশ ক্যাডার ও অদিতি লিমিটেড এর সিইও ও ব্যবস্থাপনা পরিচালক মো: আব্দুল লতিফ ।
এতে আরো বক্তব্য রাখেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মো. ওয়ালী উল্লাহ,দেবিদ্বার-ব্রাহ্মণপাড়ার সার্কেল অফিসার মোহাম্মদ শাহিন,মুসপানা গ্রুপের সিইও আতাউর রহমান সরকার রোজেল, এনবিআর এর কর্মকর্তা গোলাম কিবরিয়া, লোম ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবু বকর সিদ্দিক, বাখরাবাদ গ্যাস ফিল্ড কো. লি. এর ব্যাবস্থাপক গোলাম হায়দার চৌধুরী, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রভাষক কামাল হোসেন প্রমুখ।