রাজবাড়ীর কালুখালী উপজেলার মাঝবাড়ী ইউনিয়নের খামারবাড়ি এলাকায় ২ শিশুকে বলাৎকারের অভিযোগে মো. স্বাধীন সরদার (১৪) নামে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২ জুলাই) বেলা ১১টায় বলাৎকারের শিকার এক শিশুর মা বাদী হয়ে কালুখালী থানায় একটি মামলা দায়ের করেন। পরে অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার স্বাধীন সরদার রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের ডাওকি গ্রামের মৃত হাসাই সরদারের ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, গত ৩০ জুন আনুমানিক বিকেল ৪টার দিকে শিশু সামিউল সরদার (৪) ও অপর শিশু মুছা শেখ (৫) বসতবাড়ির পাশে রাস্তার ওপর খেলা করছিল। সেই সুযোগে স্বাধীন সরদার বিকেল আনুমানিক ৫টার দিকে সামিউল ও মুছাকে সুকৌশলে বিভিন্ন প্রলোভন দেখিয়ে অপহরণ করে কালুখালীর খামারবাড়ি এলাকার দোপপাড়া শিয়াল মারা মাঠের মধ্যে বলাৎকার করে। এই ঘটনায় শিশু সামিুুউল গতকাল ২ জুলাই সকালে অসুস্থ হয়ে পড়ে। পরে সামিউলের মা পূর্ণিমা বেগম ছেলে জিজ্ঞাসাবাদ করলে সে বিস্তারিত ঘটনা তার মাকে জানায়। পূর্ণিমা বেগম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুর রহমান বলেন, বুধবার বেলা ১১টায় নির্যাতিত শিশুর মা থানায় এসে মামলা দায়ের করে। পরে অভিযুক্ত আসামি মো. স্বাধীন সরদারকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
আমার বার্তা/জেএইচ