সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদে ড্রেন থেকে অজ্ঞাতপরিচয়ে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সিরাজগঞ্জে ড্রেন থেকে অজ্ঞাতপরিচয় যুবকের মরদেহ উদ্ধার।
সোমবার (১৪ জুলাই) সকালে যমুনা সেতুর পশ্চিমপাড়ে সয়দাবাদ রেলওয়ে স্টেশনের দক্ষিণপাশে মহাসড়ক সংলগ্ন এলাকার একটি ড্রেন থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তার বয়স আনুমানিক ৩৫ বছর বলে পুলিশ ধারণা করলেও তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানাতে পারেনি।
সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) শফিউল আলম জানান, সোমবার সকালে যমুনা সেতুর পশ্চিমপাড়ে অবস্থিত সয়দাবাদ রেলওয়ে স্টেশনের দক্ষিণপাশে মহাসড়ক সংলগ্ন খোলা ড্রেনের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ এম মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। তার মাথা ও পায়ে আঘাতের চিহ্ন আছে। তাকে কেউ হত্যা করে মরদেহ ফেলে রেখেছে, নাকি মহাসড়কে দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।
আমার বার্তা/এল/এমই