টাঙ্গাইলের ধনবাড়ী নাথের পাড়া এলাকায় টাইলস মিস্ত্রি রফিকুল হত্যা মামলার সাড়ে ৩ বছর পর রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই) সদস্যরা। এ ঘটনায় তার ভগ্নিপতি মকবুলকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল পিবিআইয়ের পুলিশ সুপার মোহাম্মদ সালাহ্উদ্দিন তালুকদার তার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি জানান, ২০২২ সালের ২ ফেব্রুয়ারি ধনবাড়ীর নাথেরপাড়া গ্রামে জনৈক মামুন মিয়ার জমিতে টাইলস মিস্ত্রি রফিকুল ইসলামের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। পরদিন রফিকুল ইসলামের মা ছাহেরা বেওয়া বাদী হয়ে ধনবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন। কিন্তু পুলিশ মামলার মূলরহস্য উদঘাটনে ব্যর্থ হলে পুলিশ হেডকোয়ার্টার্সে মাধ্যমে ওই বছরের ২৫ জুলাই পিবিআই ওপর মামলার তদন্তভার অর্পিত হয়।
আমার বার্তা/এল/এমই