ই-পেপার বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১

প্রস্তাবিত বাজেট টেকসই জ্বালানি চাহিদা মেটাতে ব্যর্থ হয়েছে: সিপিডি

অনলাইন ডেস্ক:
২৩ জুন ২০২৪, ১৬:০৬

আগামী ২০২৪-২৫ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে বিদ্যুৎ ও জ্বালানি খাতের বরাদ্দ টেকসই জ্বালানি এবং জ্বালানি রূপান্তরের চাহিদা মেটাতে ব্যর্থ হয়েছে বলে মনে করে অলাভজনক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।

বিদ্যুৎ উৎপাদনে জীবাশ্ম জ্বালানি নির্ভরতা কমানো, কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র থেকে বের হয়ে আসা, বিদ্যুতের ক্যাপাসিটি চার্জ ব্যয় কমানো এবং নবায়নযোগ্য জ্বালানিতে প্রণোদনা বাড়ানো সংক্রান্ত সরকারের অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার লক্ষ্য এবং আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নের নির্দেশনাও নেই প্রস্তাবিত বাজেটে বলে দাবি করেছেন সংস্থাটির গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম।

জ্বালানি খাতের রূপান্তর ও টেকসই জ্বালানি খাত নিশ্চিত করতে গ্যাস ও বিদ্যুতের উৎপাদন, সঞ্চালন ও বিতরণে যৌক্তিক প্রাধিকার পুনঃনির্ধারণ করে বাজেটের বরাদ্দে বড় ধরনের পরিবর্তন আনা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

রোববার (২৩ জুন) সিপিডির পক্ষ থেকে আয়োজন করা ‘জাতীয় বাজেট ২০২৪-২৫ এ বিদ্যুৎ ও শক্তি সেক্টর: চ্যালেঞ্জ এবং প্রস্তাবিত ব্যবস্থা’ শীর্ষক এক ডায়ালগে মূল প্রবন্ধ উপস্থাপনের সময় এ সব কথা বলেন গোলাম মোয়াজ্জেম।

অনুষ্ঠানে এফবিসিসিআইয়ের সাবেক প্রেসিডেন্ট ও সংসদ সদস্য একে আজাদ, পাওয়ার সেলের মহাপরিচালক (ডিজি) মোহাম্মদ হোসাইন, বুয়েটের অধ্যাপক ও জ্বালানি বিশেষজ্ঞ ড. ম তামিম, বাংলাদেশ পাওয়ার ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের রেক্টর মোহাম্মদ আলাউদ্দিন, ভোক্তা অধিকার সংগঠন ক্যাবের জ্বালানি উপদেষ্টা ড. শামসুল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনারারি অধ্যাপক ও জ্বালানি বিশেষজ্ঞ বদরুল ইমামসহ অনেকেই বক্তব্য রাখেন।

মূল প্রবন্ধ উপস্থাপনের সময় গোলাম মোয়াজ্জেম বলেন, বাংলাদেশে এই মুহূর্তে চলমান ম্যাক্রো ইকোনমিক চ্যালেঞ্জের প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে বিদ্যুৎ ও জ্বালানি খাত। এই খাতের চ্যাালেঞ্জগুলো পুরো অর্থনীতির স্থিতিশীলতাকে হুমকিতে ফেলেছে।

তিনি বলেন, লোডশেডিং কমানো, বিদ্যুতের দাম নিয়ন্ত্রণে রাখা, এ খাতে ভর্তুকি কমানো ও জ্বালানির জন্য আমদানি নির্ভরতা কমাতে অভ্যন্তরীণ গ্যাস আহরণের বিকল্প না থাকলেও জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উন্নয়ন ব্যয় প্রস্তাবিত বাজেটে কমানো হয়েছে। এই বরাদ্দ দিয়ে ২০২৫ সালের মধ্যে ৪৬ গ্যাস কূপ অনুসন্ধানের প্রতিশ্রুতি পূরণ সম্ভব হবে না বলেও তিনি মন্তব্য করেন।

গ্রাহক পর্যায়ে দাম বাড়িয়ে বিদ্যুতের ভর্তুকি কমানোর উদ্যোগটিকে অযোৗক্তিক আখ্যা দিয়েছেন গোলাম মেয়াজ্জেম। তিনি বলেন, বিদ্যুতে ভর্তুকি কমাতে হবে। তবে সেটা দাম বাড়িযে নয়, বরং উৎপাদনে দক্ষতা নিশ্চিতের মাধ্যমে।

তিনি বলেন, ক্যাপাসিটি চার্জ কমাতে নো ইলেক্ট্রিসিটি নো পে সিস্টেমে যেতে হবে। জীবাশ্ম জ্বালানি নির্ভর বিদ্যুৎ কেন্দ্রগুলো বাতিল না করা, বাড়তি দামে বিদ্যুৎ কেনা ও দেনা পরিশোধে চড়া সুদে ঋণ নেওয়া অব্যাহত থাকলে এ খাতে ভর্তুকি কমবে না বলেও তিনি মন্তব্য করেন।

আমাদের ইমার্জেন্সি পাওয়ার সাপ্লাই অ্যাক্ট রয়েছে। এর কারণে প্রতিযোগিতামূলক বিডিং না হওয়ায় বাজারমূল্যে বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না। শুধু জীবাশ্ম জ্বালানি নির্ভর বিদ্যুতে না বরং নবায়নযোগ্য শক্তির বিদ্যুৎ কেন্দ্রেও এমনটা হচ্ছে, মন্তব্য করে তিনি বলেন, বেশি দামে বিদ্যুৎ কেনার কারণে দাম বাড়িয়েও এ খাতে ভর্তুকি কমছে না।

আগামীতে নতুন বিদ্যুৎ কেন্দ্র বিশেষ করে জীবাশ্ম জ্বালানি নির্ভর বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে আর বিনিয়োগে দর সুযোগ নেই দাবি করে মূল প্রবন্ধে বলা হয়েছে, পিক আওয়ারে সর্বোচ্চ ১৬ হাজার ৪৭৭ মেগাওয়াট চাহিদার বিপরীতে দেশে বিদ্যুতের উৎপাদন ক্ষমতা ৩০ হাজার ৭৩৮ মেগাওয়াটে উন্নীত হয়েছে। ১৪ হাজার ২৬১ মেগাওয়াটের এই বাড়তি উৎপাদন ক্ষমতার বড় অংশ ২০৩০ সালেও অব্যহার্য থাকবে।

বাড়তি উৎপাদন ক্ষমতার মধ্যেও সঞ্চালন ও বিতরণ ব্যবস্থাপনার দুর্বলতা আর জ্বালানি সংকটের কারণে চাহিদার চেয়ে উৎপাদনে প্রতিদিন হাজার মেগাওয়াট পর্যন্ত ঘাটতি থাকছে। এর ফলে ময়মনসিংহ, খুলনা ও কুমিল্লা বিভাগে প্রায়শই লোডশেডিং হচ্ছে।

এ অবস্থায় অভ্যন্তরীণ গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে গুরুত্ব বাড়ানোর পাশাপাশি বিদ্যুৎ উৎপাদনে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধির তাগিদ দিয়েছে সিপিডি।

এ বিষয়ে মোয়াজ্জেম বলেন, নবায়নযোগ্য জ্বালানিতে বরাবরের মতই অবহেলার প্রবণতা রয়েছে। নবায়নযোগ্য জ্বালানি খাত বৈষম্যমূলক রাজস্ব কাঠামোর মোকাবিলা করছে দাবি করে তিনি বলেন, এ খাতে বিনিয়োগকারীদের অন্তত জীবাশ্ম জ্বালানি নির্ভর বিদ্যুৎ কেন্দ্রের সমান সুযোগ দিতে হবে, এবং তা পর্যায়ক্রমে বাড়াতে হবে।

বাজেটে নবায়নযোগ্য বিদ্যুৎ কেন্দ্রের জন্য ট্যাক্স হলিডে পাঁচ বছর থেকে বাড়িয়ে ১০ বছরে উন্নীত করা, ছোট আকারের সৌরভিত্তিক প্রকল্পগুলোতে শতভাগ শুল্ক মওকুফ এবং সৌর বিদ্যুৎ-সম্পর্কিত উপকরণে ক্রমবর্ধমান করের হার কমানোর সুপারিশ করেন তিনি।

আমার বার্তা/এমই

ঋণের শর্ত পর্যালোচনায় ঢাকায় আসছে আইএমএফ প্রতিনিধি দল

চলমান ৪৭০ কোটি মার্কিন ডলারের ঋণ কর্মসূচির আওতায় আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে বাংলাদেশ

বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ ২৫.৪৪ বিলিয়ন ডলার

মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসবকে কেন্দ্র পরিবার-পরিজনের জন্য বেশি বেশি অর্থ পাঠাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। ফলে চলতি

মানুষের জন্য কাজ করতে পারাটা সৌভাগ্যের: অধ্যাপক কামরুন নাহার

হামদর্দ বাংলাদেশ সিনিয়র পরিচালক (উন্নয়ন ও পরিকল্পনা) অধ্যাপক কামরুন নাহার হারুন বলেন, মানুষের জন্য কাজ

২৫ বিলিয়ন ডলার ফেরানোর মিশনে বাংলাদেশ ব্যাংক গভর্নর

আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরের শাসনামলে বাংলাদেশ থেকে পাচার হয়েছে বিপুল অর্থ। এসব অর্থ দেশে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের পরে বদহজম বা ডায়রিয়া : কি করবেন, কি করবেন না

অন্তর্বর্তী সরকারের আমলেই গুমের সঙ্গে জড়িতদের বিচার হবে

দেশে মানবিক আইন প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত লড়াই চলবে: ডা. শফিকুর

সবাই মিলে ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে: খালেদা জিয়া

আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে দাঁড়াতে দেব না: মাহফুজ আলম

কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতের খুঁটির সঙ্গে বাসের ধাক্কায় নিহত ৩

চীন সফর বর্তমান সরকারের একটি বড় সাফল্য: মির্জা ফখরুল

সেভেন সিস্টার্স নিয়ে ড. ইউনূসের মন্তব্যে ভারতীয় রাজনীতিবিদদের প্রতিক্রিয়া

ঈদের পরে যে বিষয় গুলোতে সচেতন থাকতে হবে

বাংলাদেশ নিয়ে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন মিসলিডিং: প্রেস উইং

প্রধান উপদেষ্টার সঙ্গে ইনসানিয়াত বিপ্লব মহাসচিবের শুভেচ্ছা বিনিময়

মাদারীপুরে তিনটি মোটরসাইকেলের সংঘর্ষে ৪ যুবক নিহত

বিদেশিদের জন্য ডিজিটাল অ্যারাইভাল কার্ড বাধ্যতামূলক থাইল্যান্ডে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এয়ারপোর্টগামী মাইক্রোবাসে ছিনতাই: চাপাতি ফারুক গ্রেপ্তার

ভৈরবে রেললাইনের সিগন্যাল কেবল চুরির সময় গ্রেপ্তার ২

৮ জেলায় বইছে তাপপ্রবাহ, আগামী সপ্তাহে বাড়তে পারে বৃষ্টি

ফেসবুকে ভুয়া আইডির বিরুদ্ধে ভোক্তা অধিকারের পরিচালকের জিডি

মালয়েশিয়ায় গ্যাস পাইপলাইনে ভয়াবহ অগ্নিকাণ্ড, আহত শতাধিক

অনাগত সন্তানের মুখ দেখা হলো না কনস্টেবল রনির

যুক্তরাষ্ট্রের নতুন শুল্কে ভারতের যেসব খাতে সবচেয়ে বেশি ক্ষতি