ই-পেপার রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১০ কার্তিক ১৪৩২

৬ মাসে রাজস্ব ঘাটতি ৫৮ হাজার কোটি টাকা

আমার বার্তা অনলাইন:
২৩ জানুয়ারি ২০২৫, ১৫:৪৮

চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ৬ মাসে (জুলাই-ডিসেম্বর) রাজস্ব আদায় হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৪১৯ কোটি টাকা। যা লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ৫৮ হাজার কোটি টাকা কম।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) হালনাগাদ পরিসংখ্যানে এমন তথ্য জানা গেছে।

সংস্থাটির পরিসংখ্যান বলছে, চলতি অর্থবছরের জুলাই থেকে ডিসেম্বর এই ছয় মাসে, রাজস্ব আদায় হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৪১৯ কোটি টাকা। যা লক্ষ্যমাত্রার চেয়ে ৫৭ হাজার ৭২৪ কোটি টাকা কম। অর্থাৎ বছর ব্যবধানে কমেছে শূন্য দশমিক ৯৯ শতাংশ।

এদিকে, লক্ষ্যমাত্রার তুলনায় রাজস্ব আদায়ে এই ঘাটতির জন্য বিশেষজ্ঞরা বিগত সরকারের আমলে নেওয়া অস্বাভাবিক বড় রাজস্ব লক্ষ্যমাত্রাকে দায়ী করেছেন।

তাদের ভাষ্য, জুলাই-আগস্টে দেশব্যাপী রাজনৈতিক অস্থিরতা ও পরবর্তী মাসগুলোতে অর্থনীতিতে প্রত্যাশিত গতি না ফেরাসহ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কার্যক্রমে ধীরগতিও এর পেছনে দায়ী।

এ বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মজিদ গণমাধ্যমকে বলেন, গত সরকারের সময়ে বাস্তবতা বিবেচনা না করেই বড় রাজস্বের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল। যার কারণে এখন প্রায় ৫৮ হাজার কোটি টাকার গ্যাপ দেখা যাচ্ছে।

তিনি আরও বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান এবং পরবর্তীতে অর্থনীতিতে একটা প্রভাব পড়েছে। একদিকে ব্যবসায়ে গতি কম, অন্যদিকে মাঠ পর্যায়ের আদায়কারী অফিসগুলোর মধ্যেও একটা গা-ছাড়া ভাব রয়েছে। এটিও রাজস্ব আদায়ে প্রত্যাশিত গতি না আসার অন্যতম কারণ।

এনবিআরের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, চলতি অর্থবছরে রাজস্ব লক্ষ্যমাত্রা অস্বাভাবিক হারে বাড়ানো হয়েছে। ফলে আদায়ে প্রভাব পড়ছে। এ ছাড়া সঙ্গে যোগ হয়েছে রাজনৈতিক অস্থিতিশীলতা। আবার বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, ডলারের মূল্য বৃদ্ধি, বড় প্রকল্পগুলোতে অর্থ ছাড় কমে যাওয়াসহ বেশ কয়েকটি কারণে আদায় কমে গেছে।

এনবিআর কর্মকর্তারা আরও জানান, চলতি অর্থবছর আইভাস থেকে রাজস্ব আদায়ের হিসাব নেওয়া হচ্ছে। ফলে মাঠ পর্যায়ের কোনো অফিসে বাড়তি কোনো রাজস্ব দেখানোর সুযোগ নেই।

ব্যবসা-বাণিজ্যে মন্থরতা রয়েছে উল্লেখ করে এনবিআরের ভ্যাট শাখার সাবেক সদস্য আলী আহমেদ বলেন, সরকারের উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন কাটছাঁট হয়েছে। আবার অনিশ্চয়তার কারণে বিনিয়োগেও গতি নেই। এসব কারণে ভ্যাট আদায় কম হচ্ছে।

এ অবস্থায় রাজস্ব আদায়ের গতি বিশ্লেষণ করে দেখা গেছে, গত ডিসেম্বরে আয়কর আদায় বেড়েছে প্রায় ১৫ শতাংশ এবং আমদানি কর প্রায় ১০ শতাংশ। কিন্তু আলোচ্য সময়ে ভ্যাট আদায় আগের অর্থবছরের একই সময়ের তুলনায় কমেছে প্রায় ৬ শতাংশ।

তবে অর্থনীতিবিদরা বলছেন, আগামী মাসগুলোতে উন্নয়ন সহযোগীদের অর্থছাড় বাড়তে পারে। এতে অর্থনীতির গতি বাড়বে।

প্রসঙ্গত, দেশ পরিচালনায় খরচ মেটাতে চলতি অর্থবছরে ৪ লাখ ৮০ হাজার কোটি টাকা রাজস্ব আদায়ের পরিকল্পনা সাজিয়েছে অর্থ মন্ত্রণালয়। তবে আন্দোলন, সংঘাত ও ক্ষমতার পালাবদলের কারণে তৈরি হওয়া অস্থিরতার মাঝেই মূল্যস্ফীতির লাগাম টানতে সংকোচনমূলক মুদ্রানীতি বাস্তবায়ন করছে সরকার। এ কারণে লক্ষ্যমাত্রা অনুযায়ী আয় করতে পারছে না জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

আমার বার্তা/এমই

কার্গো ভিলেজে আগুনের কারণ অনুসন্ধানে ঢাকায় তুরস্কের বিশেষজ্ঞ দল

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে ঢাকায় এসেছে তুরস্কের আট সদস্যের বিশেষজ্ঞ

অবশেষে বেনাপোল-পেট্রাপোলে আমদানি-রপ্তানি স্বাভাবিক

অবশেষে স্বাভাবিক হয়েছে বেনাপোল-পেট্রাপোলে আমদানি-রপ্তানি বাণিজ্য। এখন থেকে সকাল ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত কাঁচা

ইলিশের আড়তে এখন পাঙাশের রাজত্ব

নিষেধাজ্ঞা শেষে আবারও ইলিশ শিকারে নেমেছে জেলেরা। এতে করে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদী

পাচারকৃত টাকা উদ্ধার ও ফারইস্ট লাইফের সাবেক চেয়ারম্যানের শাস্তির দাবিতে মানববন্ধন

ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্সের সাড়ে চার হাজার কোটি টাকা উদ্ধার ও সাবেক চেয়ারম্যান মো. নজরুল
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু চার

মা ইলিশ রক্ষায় ২২ দিনে গ্রেপ্তার ৩১৭৩

জাবিতে নিহত রাচির নামে সড়কের নামকরণ

কলকাতার প্রধান কোচ হিসেবে নিয়োগ পাচ্ছেন অভিষেক নায়ার

বিসিক শিল্প নগরিতে গ্যাসের লিকেজ থেকে আগুন, দগ্ধ ৬

আমিরাতে ৪০ লাখ টাকার সোনা জিতলেন প্রবাসী বাংলাদেশি

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের স্বতন্ত্র বেতন কাঠামোর দাবিতে স্মারকলিপি প্রদান

তিন দফা দাবিতে ঢাবির রেজিস্ট্রার ভবন ঘেরাও

কার্গো ভিলেজে আগুনের কারণ অনুসন্ধানে ঢাকায় তুরস্কের বিশেষজ্ঞ দল

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ধর্ষণের শিকার শিশু উদ্ধার

মানসম্মত ও টেকসই রাস্তা নির্মাণে কোনো কারচুপি সহ্য করা হবে না: চসিক মেয়র

ফিলিস্তিনি সংস্থার কাছে ক্ষমতা হস্তান্তরের ব্যাপারে আপত্তি নেই গাজার

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের অক্টোবর মাসের বিল নিয়ে জরুরি নির্দেশনা জারি

বিএমইউর নতুন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইরতেকা রহমান

নারী ওয়ানডে বিশ্বকাপ: বৃষ্টি শেষে শুরু হলো খেলা

অবশেষে বেনাপোল-পেট্রাপোলে আমদানি-রপ্তানি স্বাভাবিক

ফলাফল বিপর্যয় ও শিক্ষার্থীর সংখ্যা কমে যাওয়ায় কলেজ মাঠে সবজি চাষের উদ্যোগ

রাজধানীর সড়কে ২৮৫ কেজি গাঁজা সহ আটক রুবি

ইলিশের আড়তে এখন পাঙাশের রাজত্ব

স্কুলছাত্রীকে এসিড নিক্ষেপের মামলায় দুই যুবকের যাবজ্জীবন