২০২৪-২৫ অর্থবছরের শেষ দিনে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩১ দশমিক ৬৮ বিলিয়ন ডলারে।
মঙ্গলবার (১ জুলাই) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, গত ৩০ জুন পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩১৬৮৩ দশমিক ৯৭ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) গৃহীত হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী এই রিজার্ভের পরিমাণ ২৬৬৬৩ দশমিক ৬৬ মিলিয়ন ডলার।
এর আগের দিন অর্থাৎ ২৯ জুন পর্যন্ত গ্রস রিজার্ভ ছিল ৩১৩১৩ দশমিক ৭৫ মিলিয়ন ডলার এবং বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ছিল ২৬৩২৫ দশমিক ৫৬ মিলিয়ন ডলার। অর্থাৎ এক দিনের ব্যবধানে উভয় পদ্ধতিতে রিজার্ভে বেড়েছে প্রায় ৩৭০ মিলিয়ন ডলার।
উল্লেখ্য, নিট রিজার্ভ গণনা করা হয় আইএমএফের বিপিএম-৬ পরিমাপ অনুসারে। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বিয়োগ করলে নিট বা প্রকৃত রিজার্ভের পরিমাণ পাওয়া যায়।
রিজার্ভের এই ইতিবাচক প্রবণতা বৈদেশিক লেনদেন ও অর্থনৈতিক স্থিতিশীলতার ক্ষেত্রে স্বস্তির বার্তা দিচ্ছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। তবে দীর্ঘমেয়াদে এ ধারা বজায় রাখতে রপ্তানি ও রেমিট্যান্স বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করা হচ্ছে।
আমার বার্তা/জেএইচ