পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিক (এপ্রিল থেকে জুন, ২০২৫) ও অর্ধবার্ষিক প্রান্তিক (জানুয়ারি থেকে জুন, ২০২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
বুধবার (১৬ জুলাই) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে মঙ্গলবার (১৪ জুলাই) আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেডের শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে (০.২৮) টাকা। আগের হিসাববছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ছিল (০.২১) টাকা। সে হিসেবে আলোচ্য প্রান্তিকে এ কোম্পানির শেয়ারপ্রতি লোকসান বেড়েছে ০.০৭ টাকা ৩৩.৩৩ শতাংশ।
চলতি হিসাববছরের অর্ধবার্ষিক প্রান্তিকে আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেডের শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে (০.৪২) টাকা। আগের হিসাববছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ছিল (০.৪২) টাকা। সে হিসেবে আলোচ্য প্রান্তিকে এ কোম্পানির শেয়ারপ্রতি লোকসান অপরিবর্তীত আছে।
২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেডের ঋণাত্মক শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে (২১.২১) টাকা।
আমার বার্তা/এল/এমই