পুঁজিবাজারে তালিকাভুক্ত শেফার্ড ইন্ডাস্ট্রিজ পিএলসির পর্ষদ কোম্পানির পূর্বাঞ্চলের ১০ কাঠা জমি বিক্রি করে সাউথইস্ট ব্যাংকের ঋণ পরিশোধ করার সিদ্ধান্ত নিয়েছে। বস্ত্র খাতের এই কোম্পানিটি বুধবার (১৭ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে এ তথ্য জানিয়েছে।
তথ্য অনুযায়ী, মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় জমি বিক্রির এই সিদ্ধান্ত হয়েছে। রাজউক পূর্বাঞ্চল নিউ সিটি প্রজেক্টের ১০ কাঠা ৮ ছটাক ৪৬ স্কয়ার ফিটের এই জমি কিনতে কোম্পানির মোট ব্যয় হয়েছিল ৩ কোটি ২৯ লাখ টাকা। এখন কোম্পানিটি এই জমি ৭ কোটি টাকার বিক্রি করবে। এতে তাদের মুনাফা হবে ৩ কোটি ৭১ লাখ টাকা।
কোম্পানিটি বলছে, এই জমি বিক্রির মুনাফা আগামী বছরে তাদের ব্যবসায়ীক মুনাফার সঙ্গে যুক্ত হবে। এতে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফায় (ইপিএস) ইতিবাচক প্রভাব পড়বে।
তবে এখনো এই জমি বিক্রির বিষয়ে রাজউক কিংবা ঋণদাতা সাউথইস্ট ব্যাংকের সম্মতি পায়নি কোম্পানিটি। এখন তাদের সম্মতি নিতে চেষ্টা করবে তারা।
এ বিষয়ে শেফার্ড ইন্ডাস্ট্রিজের কোম্পানি সচিব মোহাম্মদ মরুফ বিন ওয়ালি বলেন, ‘আমাদের এই জমি বন্ধকি রেখে সাউথইস্ট ব্যাংকের কাছ থেকে ঋণ নেওয়া হয়েছিল। তাই বিক্রির জন্য ব্যাংকটির অনুমোদন লাগবে। এছাড়া রাজউকের সম্মতি পাওয়ার পরেই আমরা এটি বিক্রি করতে পারবো। বিক্রির একটি অংশ দিয়ে ব্যাংকটির ঋণ সমন্বয় করা হবে।’
বেশ কয়েক বছর ধরে ভালো ব্যবসা করতে পারছে না শেফার্ড ইন্ডাস্ট্রিজ। যদিও সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরে সামান্য মুনাফা করতে সক্ষম হয়েছে কোম্পানিটি। তবে আগের পাঁচ অর্থবছরের মধ্যে ৩ বছরই লোকসান গুনতে হয়েছে।
এদিকে জমি বিক্রির এই মুনাফা তথ্যে আজ কোম্পানির শেয়ারদর ঊর্ধ্বমুখী রয়েছে। গতকাল ১৭ টাকা ৪০ পয়সায় লেনদেন হওয়া শেয়ারটি আজ দিনের এক পর্যায়ে ১৮ টাকা পর্যন্ত লেনদেন হয়েছে।
আমার বার্তা/জেএইচ