ই-পেপার বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১

ইউজিসিতে এখনো ফ্যাসিজমের লোকজন বহাল তবিয়তে রয়েছে

আমার বার্তা অনলাইন:
০৬ নভেম্বর ২০২৪, ১৭:৫১

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেছেন, বুয়েটের আবরার ফাহাদ, আবু সাঈদসহ হাজারের ছাত্রের রক্তের বিনিময়ে আজকের নতুন বাংলাদেশ পেয়েছি। তারা বাংলাদেশের একনায়ক তন্ত্রবাদ ও ফ্যাসিজমের বিরুদ্ধে আন্দোলন করে শহীদ হয়েছেন। কিন্তু ইউজিসিতে দেখছি এখনো ফ্যাসিজমের দোসররা বহাল তবিয়তে আছেন। তাদের কারণে বিগত সরকারের হাতে নির্যাতিত ও নিপীড়িত কর্মকর্তাদের সামনে বা মূল পদে আনতে বাধার সম্মুখীন হতে হচ্ছে।

বুধবার (৬ নভেম্বর) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) দেশের বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত ডিগ্রি নিয়ে বিদেশে যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের অনলাইনে সনদ সত্যায়ন শীর্ষক এক কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রফেসর আনোয়ার হোসেন বলেন, ফেসবুকে পোস্ট করার কারণে বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদকে নির্মমভাবে হত্যা করা হয়। জুলাই-আগস্ট বিপ্লবের আবু সাইদসহ ফ্যাসিজমের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে ১৫০০ বেশি শহীদ হয়েছেন, তাদের সবার প্রতি সমবেদনা জানাই। তাদের রক্তের বিনিময়ে বাংলাদেশ আজ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। আমরা কমিশনের এই চেয়ারে আসতে পেরেছি।

তিনি বলেন, বিগত সরকার বিভিন্ন দপ্তরে নিজেদের পছন্দের লোক বসিয়ে ফ্যাসিজম কায়েম করে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনেও এর ব্যতিক্রম ছিল না। তাদের পছন্দের লোক বসিয়ে শিক্ষার্থী, শিক্ষকদের ওপর ফ্যাসিজম চাপিয়ে দেওয়ার চেষ্টা অব্যাহত রাখে। কিন্তু হাজারও বেশি ছাত্র-জনতার রক্তের বিনিময়ে যে নতুন বাংলাদেশ পেয়েছি, আমাদের ভুল বা অদূরদর্শীতার কারণে যেন ফ্যাসিজম আবার ফেরত না আসে, সেদিকে খেয়াল রাখতে হবে। সতর্ক থাকতে হবে।

আনোয়ার হোসেন বলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের লক্ষ্য করা যাচ্ছে বিগত সরকারের সময় যারা স্বৈরাচারের পক্ষে কাজ করেছে তাদের অনেকেই এখনো বহাল তবিয়তে আছেন। অন্যদিকে যোগ্যতা থাকার পরও শুধু ফ্যাসিজম বিরোধী হওয়ায় ভালো পদায়ন ও পদোন্নতিতে বাধা দেওয়া হয়েছে। তাদের এখনো মূল পদে আনতে বাধা দেওয়া হচ্ছে। এমনটা হলে কমিশনের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ হবে।

ইউজিসির এই সদস্য বলেন, জুলাই আন্দোলনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিল ছাত্রদের ঐক্যবদ্ধ স্পিরিট। সেটা নষ্ট করতে কাজ করতে ফ্যাসিজমের দোসররা। সাত কলেজ নিয়ে যে আন্দোলনটা হচ্ছে সেটাতে তাদের মুভমেন্ট থাকতে পারে, এমনটা উড়িয়ে দিতে পারি না। সেজন্য জুলাই স্পিরিটের সঙ্গে যার আদর্শিক মিল আছে এমন ব্যক্তিদের কমিশনে পদায়ন করতে সরকারের কাছে অনুরোধ জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক।

তিনি বলেন, এটা করতে ব্যর্থ হলে দেশের পাবলিক, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে আবার ফ্যাসিজমের লোকজন বহাল থাকবে এবং নতুন নতুন ষড়যন্ত্র করবে। এতে দেশের উচ্চ শিক্ষাঙ্গনে অস্থিরতা বাড়বে।

আনোয়ার হোসেন বলেন, আগের সরকারের সময়ে ইউজিসিতে যে প্রশাসন ছিল তা সরিয়ে অনেক জায়গায় ঢেলে সাজানো হয়েছে। কিন্তু ইউজিসিতে তা করা হয়নি। যার ফলে কর্মকর্তাদের মধ্যে হতাশা বিরাজ করছে। ভবিষ্যতে এটা নিয়ে একটা হুমকির মুখে পড়তে পারে ইউজিসি। তাই ইউজিসিকে ঢেলে সাজাতে হবে।

তিনি বলেন, যারা বঞ্চিত তাদের মেইনস্ট্রিমে আনা যাচ্ছে না। এ ব্যাপারে গঠিত কমিটি কাজ শুরু করেছে, কমিটির কাজ শেষ হলে ইউজিসি সুন্দরভাবে পরিচালিত হবে বলে মনে করেন এই অধ্যাপক।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ। বিশেষ অতিথি ইউজিসি সচিব ড. মো. ফখরুল ইসলাম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সৈয়দ মাসুদ মাহমুদ খোন্দকার, ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান। ইউজিসির আইএমসিটি পরিচালক মো. ওমর ফারুখ এতে সভাপতিত্ব করেন।

আমার বার্তা/এমই

বাংলাদেশি শিক্ষার্থীদের পূর্ণ বৃত্তি দেবে আল আজহার বিশ্ববিদ্যালয়

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ফুল ফান্ডেড স্কলারশিপ বা পূর্ণ অর্থায়নসহ বৃত্তি প্রদানের ঘোষণা দিয়েছেন আল আজহার

বাউবির এইচএসসির ফল প্রকাশ, পাসের হার ৯৯.৯৮ শতাংশ

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) অধীনে ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার দ্বিতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষার ফল প্রকাশ

জবির দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে দিতে আপত্তি নেই: শিক্ষা উপদেষ্টা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে দিতে শিক্ষা মন্ত্রণালয়ের কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন

স্কুলে ভর্তির আবেদন শুরু আজ, যেভাবে আবেদন করতে হবে

সরকারি-বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তির আবেদন শুরু হচ্ছে আজ (মঙ্গলবার) থেকে। বেলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১২১১

গুলিস্তান-ফার্মগেটে হকার উচ্ছেদে যৌথ বাহিনীর অভিযান

কুলাউড়া এসোসিয়েশন অব নিউজার্সি ইউ এস এ থেকে সৈয়দ জুবায়ের আলীকে বহিষ্কার

যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্র-স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছেন তারা

৬ বছরের শিশুর যৌনাঙ্গ ক্ষতবিক্ষত করলেন সৎ মা

বিপিএলের সূচি ঘোষণা, উদ্বোধনী ম্যাচ বরিশাল-রাজশাহীর

বড়াইগ্রামে মহিলা চোর-চক্র’সহ ছিনতাইকারী আটক

ঢালাও গায়েবি মামলায় সরকার বিব্রত: আইন উপদেষ্টা

বাংলাদেশি শিক্ষার্থীদের পূর্ণ বৃত্তি দেবে আল আজহার বিশ্ববিদ্যালয়

দিরাইয়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ না হলে প্রশাসক নিয়োগ

অবৈধভাবে ভারতে যাওয়ার সময় দালালসহ আটক ৩৬

বাউবির এইচএসসির ফল প্রকাশ, পাসের হার ৯৯.৯৮ শতাংশ

উপদেষ্টা ফারুকী-বশিরের পদত্যাগ চেয়ে আইনি নোটিশ

বেসরকারিভাবে পরিচালিত ২৪ ট্রেনের লিজের চুক্তি বাতিল

চীনে পথচারীদের ওপর গাড়ি চাপায় নিহত অন্তত ৩৫

সাবেক এমপি ইলিয়াস মোল্লার ‘ডান হাত’ বেনু গ্রেপ্তার

বিপ্লবীদের ফাঁসির দড়ি এগিয়ে আসছে: হাসনাত আব্দুল্লাহ

বাংলাদেশকে নিয়ে গুজব ও অপপ্রচার চলছে: তথ্য উপদেষ্টা

কনট্রাক্ট ফার্মিং হলে কৃষকের স্বাধীন সত্তা থাকবে না: উপদেষ্টা ফরিদা