ই-পেপার শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ৭ ফাল্গুন ১৪৩২

উচ্চশিক্ষায় বাজেট বরাদ্দ ৪ শতাংশ করার দাবি ইউজিসির

আমার বার্তা অনলাইন:
১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:০৭

আগামী অর্থবছরে দেশের জাতীয় বাজেটের কমপক্ষে ৪ শতাংশ উচ্চশিক্ষা খাতে বরাদ্দ দেওয়ার দাবি জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান।

তিনি বলেন, মানব নিরাপত্তার জন্য সরকারের উচিত শিক্ষা, কৃষি ও স্বাস্থ্য খাতে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া। উচ্চশিক্ষা খাতে বাজেটের ৪ শতাংশ বরাদ্দ নিশ্চিত করা দরকার। এটি সম্ভব হলে গবেষণা খাতে প্রত্যাশিত বাজেট বাড়ানো যাবে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) কমিশনে ২০২৩-২৪ অর্থবছরে সামাজিক বিজ্ঞান উপশাখায় গবেষণা প্রকল্প প্রস্তাব মূল্যায়ন কর্মশালায় এসব কথা বলেন প্রফেসর তানজীমউদ্দিন খান।

কর্মশালায় সভা প্রধানের বক্তব্যে কমিশনের আরেক সদস্য প্রফেসর ড. মাছুমা হাবিব বলেন, বর্তমান রাষ্ট্র পরিচালনায় তিনজন বিশ্ববিদ্যালয় শিক্ষক রয়েছেন। শিক্ষা ও গবেষণা খাতে বাজেট বাড়ানো ও জাতির প্রত্যাশা পূরণে তারা সদয় হবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বর্তমানে এ খাতে জাতীয় বাজেটের ১ শতাংশের কম বরাদ্দ দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রফেসর তানজীমউদ্দিন খান আরও বলেন, শিক্ষার গুণগতমান নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে ইউজিসিকে প্রকৃত গবেষকদের মূল্যায়ন করতে হবে। দলীয় যোগ্যতার চেয়ে একাডেমিক যোগ্যতাকে প্রাধান্য দেওয়া দরকার বলে তিনি মনে করেন। এ ছাড়া সমাজের জন্য কল্যাণকর প্রভাব তৈরি করতে পারে এমন গবেষণা প্রকল্প নির্বাচন করতে হবে বলে তিনি জানান।

কর্মশালায় বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ, উপ-উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ নুরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর গীতি আরা নাসরীন, প্রফেসর ড. নাসরিন সুলতানা, প্রফেসর ড. মো. আবদুস সালাম, প্রফেসর ড. মো. সিরাজুল ইসলাম, প্রফেসর ড. কামাল উদ্দিন আহমেদ চৌধুরী, প্রফেসর ড. সামিনা লুৎফা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মুহাম্মদ ফরিদুল আলম।

অনুষ্ঠানে গবেষণা নিবন্ধ জাতীয় ও আন্তর্জাতিক মানসম্পন্ন জার্নালে প্রকাশ বাধ্যতামূলক করা, গবেষণায় ইথিক্যাল রিভিউ থাকা, একই প্রকল্পে একাধিকবার বরাদ্দ না দেওয়া, গবেষণা প্রস্তাব তৈরি বিষয়ে কর্মশালা-সেমিনার আয়োজন ও প্রশিক্ষণ প্রদান, সমাজের চাহিদা যাচাই করে গবেষণার বিষয় নির্ধারণ করা, গবেষণার ডেটাবেজ তৈরি করা, জাতীয় প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলা এবং গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধির পরামর্শ দেওয়া হয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন রিসার্চ গ্রান্টস অ্যান্ড অ্যাওয়ার্ড ডিভিশনের অতিরিক্ত পরিচালক মো. শাহীন সিরাজ। কর্মশালায় ১৭টি গবেষণা প্রকল্প প্রস্তাব মূল্যায়ন করা হয়।

আমার বার্তা/এমই

পুলিশি বাধার প্রতিবাদে নতুন দুই কর্মসূচি জাতীয়করণ প্রত্যাশী শিক্ষকদের

জাতীয়করণের দাবিতে ‘লং মার্চ টু যমুনা’ কর্মসূচিতে পুলিশের বাধা দেওয়ার প্রতিবাদে নতুন দুই কর্মসূচি ঘোষণা

এইচএসসি পরীক্ষা শুরু ২৬ জুন, রুটিন প্রকাশ

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। সূচি অনুযায়ী, আগামী ২৬ জুন থেকে

এসএসসির প্রাক-নির্বাচনী ও নির্বাচনী পরীক্ষার নতুন তারিখ ঘোষণা

২০২৬ সালের এসএসসির প্রাক-নির্বাচনি ও নির্বাচনি পরীক্ষা পেছানো হয়েছে। শিক্ষাক্রম পরিবর্তন আর বছরের শুরুতে দশম

সহকারী শিক্ষক নিয়োগের ফল ঘোষণা হয়েছিল আইনি প্রক্রিয়া মেনেই

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে হাইকোর্ট ৬ হাজার ৫৩১ জনের নিয়োগ বাতিল করলেও প্রাথমিক
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতের ভোটের এসপিদেরও ওএসডি-অবসরে পাঠানো হবে: আসিফ মাহমুদ

চলন্ত বাসে ডাকাতির ঘটনায় বড়াইগ্রাম থানার ওসিকে প্রত্যাহার

সংস্কারের গল্প বলে সময়ক্ষেপণের সুযোগ নেই: আমীর খসরু

কৃষি সচিব ও বার্ন এন্ড প্লাস্টিক সার্জারীর পরিচালকের অপসারণ দাবিতে ঢাবিতে বিক্ষোভ

দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে খিলগাঁওয়ের ভয়াবহ আগুন

বনপাড়া পৌর জামায়াতের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

ঝিনাইগাতীতে বিদ্যুতায়িত হয়ে পল্লী বিদ্যুতের এক শ্রমিকের মৃত্যু

মান্দায় চতুর্থ উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন

নওগাঁর মান্দায় সালিসে মারধরে আহত ৩, আটক ২

সকা‌লের খরা কাটিয়ে বিকেলে জমে উঠল বইমেলা

মাতৃভাষার জন্য জীবনদানের ঘটনা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন

চট্টগ্রামে মাঝপথে একুশের আবৃত্তি অনুষ্ঠান বন্ধ, শিল্পীকে হেনস্তার অভিযোগ

গজারিয়ায় ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন

ভূমধ্যসাগরে মৃত্যুর মুখোমুখি হয়ে দেশে ফিরেছেন ৫ বাংলাদেশি

মাতৃভাষা দিবসে ইনসাফ বারাকাহ হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্প

চব্বিশের আত্মত্যাগ উন্নত বাংলাদেশ তৈরির সুযোগ সৃষ্টি করেছে

ভারত-বাংলাদেশ সীমান্তরক্ষী বৈঠকে ঐক্যমত্য হলো না

অতিরিক্ত সচিব তপন কুমার বাধ্যতামূলক অবসরে

এফবিআইয়ের প্রধান পদে অনুমোদন পেলো ক্যাশ প্যাটেলের নিয়োগ

ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়ে মেলাপ্রাঙ্গণে ছুটছেন বইপ্রেমীরা