
মিস ইউনিভার্সের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। প্রতিযোগিতা থেকে ফেরার পর সম্প্রতি গণমাধ্যমে তিনি খোলামেলা আলোচনা করেছেন নিজের অংশগ্রহণ, সুইমস্যুট পর্ব এবং বাংলাদেশের অবস্থান নিয়ে।
মিথিলা জানিয়েছেন যে, মিস ইউনিভার্সের মতো বৈশ্বিক প্রতিযোগিতায় অংশ নিতে হলে এর নিয়মনীতি মানতে হয়। প্রতিযোগিতার মূল্যায়নে চারটি গুরুত্বপূর্ণ ধাপ রয়েছে- ক্লোজ ডোর ইন্টারভিউ, ইভিনিং গাউন, ন্যাশনাল কাস্টম এবং সুইমস্যুট ওয়্যার বা বিকিনি পর্ব।
সুইমস্যুট বা বিকিনি পরিধান নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, সে প্রসঙ্গেও মিথিলা বলেন, ‘আই অ্যাম নট দ্য ফার্স্ট পার্সন যে বিকিনি পরেছে বাংলাদেশে। বাংলাদেশে অনেকেই পরেছে, আমি আগেও পরেছি।’
এই প্রতিযোগিতায় গিয়ে তিনি কোনোভাবেই বাংলাদেশকে কোনো দিক থেকে কম দেখাতে চাননি বা ছোট করতে চাননি। দেশের মান বজায় রেখে লড়ে যাওয়াটাই প্রধান উদ্দেশ্য ছিল তার।
তিনি অনুরাগীদের উদ্দেশ্যে বলেন, ‘আমার কাছে মনে হয় আপনারা যেভাবে আমাকে ভালোবেসেছেন এবং যেভাবে আমাকে সাপোর্ট দেখিয়েছেন, আমি আপনাদের জন্য উইনার।’
তার মতে, ‘বাংলাদেশের জন্য এই মুহূর্তে উইনার হওয়া সম্ভব না। এটার জন্য অনেক কাজ করতে হবে। এই মুহূর্তে বাংলাদেশের জন্য টপ থার্টি ওদের আল্টিমেট, এর থেকে বেশি ওরা দেবে না। এটা একটা কম্পিটিশন।’
আমার বার্তা/এমই

