
ঈদকে সামনে রেখে দর্শকদের জন্য আসছে নতুন বিশেষ নাটক ‘হেট ইউ বউ’। রোমান্টিক-কমেডি ঘরানার এই নাটকে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন জনপ্রিয় অভিনেতা জাহের আলভী এবং আদ্রিজা আফরিন সিনথিয়া। নতুন এই জুটিকে একসঙ্গে পর্দায় দেখার আগ্রহ ইতোমধ্যেই দর্শকমহলে তৈরি হয়েছে।
নাটকটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন অনামিকা মন্ডল। পরিচালনায় রয়েছেন নাজমুল রনি। চিত্রগ্রহণের দায়িত্বে আছেন শরীফ রানা। ঈদের বিশেষ বিনোদন হিসেবেই নাটকটি নির্মাণ করা হয়েছে, যেখানে হাসি, ভালোবাসা আর সম্পর্কের টানাপোড়েন উঠে আসবে হালকা ও উপভোগ্য ভঙ্গিতে।
নাটকটিতে সিনথিয়া অভিনয় করেছেন জাহের আলভীর গার্লফ্রেন্ডের চরিত্রে। কাজের অভিজ্ঞতা সম্পর্কে তিনি বলেন, জাহের আলভীর সঙ্গে কাজ করে তার দারুণ লেগেছে। তিনি খুব সহযোগিতাপূর্ণ এবং প্রতিভাবান একজন অভিনেতা। ঈদে দর্শক এই নাটক দেখে আনন্দ পাবেন বলেই তার বিশ্বাস।
অভিনয় ও মডেলিং নিয়ে নিজের ভাবনার কথাও জানান সিনথিয়া। তিনি বলেন, এই পেশাটাকে তিনি অনেক শ্রদ্ধা করেন এবং ভবিষ্যতে আরও ভালো কাজের মাধ্যমে দর্শকদের মন জয় করতে চান। সেই সঙ্গে সবার দোয়া ও ভালোবাসা কামনা করেন তিনি।
সব মিলিয়ে, নতুন জুটি, হালকা গল্প আর ঈদের আমেজে নাটক ‘হেট ইউ বউ’ দর্শকদের বিনোদনে নতুন মাত্রা যোগ করবে—এমনটাই প্রত্যাশা করছেন নাটকটির সঙ্গে সংশ্লিষ্টরা।
আমার বার্তা/এমই

