ই-পেপার মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১৮ অগ্রহায়ণ ১৪৩১

প্রতিরক্ষামন্ত্রী গ্যালান্তকে বহিষ্কার করলেন নেতানিয়াহু

আমার বার্তা অনলাইন
০৬ নভেম্বর ২০২৪, ১১:০৭

যুক্তরাষ্ট্রের নির্বাচনের চলমান আনুষ্ঠানিকতার মধ্যেই ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্তকে মন্ত্রিসভা থেকে বহিষ্কার করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। মঙ্গলবার রাতে ইসায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে এ তথ্য।

রাষ্ট্রের নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন ইস্যু নিয়ে দীর্ঘ দিন ধরে চলা দ্বন্দ্ব এবং তার জেরে পরস্পরের প্রতি আস্থার সংকট থেকেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে এক বার্তায় উল্লেখ করেছেন নেতানিয়াহু। সংক্ষিপ্ত এক বার্তায় এ প্রসঙ্গে তিনি বলেন, “আমার এবং প্রতিরক্ষামন্ত্রীর মধ্যকার আস্থা ভেঙে গেছে।”

বার্তায় নেতানিয়াহু আরও বলেছেন, “তার (গ্যালান্ত) সঙ্গে আমার যেসব মতপার্থক্য ছিল, সেসব নিরসনের জন্য আমি অনেক চেষ্টা করেছি। কিন্তু সেসব চেষ্টা কোনো কাজে তো আসেই নি, উপরন্তু জনগণের সামনে খুবই অগ্রহণযোগ্যভাবে প্রকাশিত হয়েছে।”

“সবচেয়ে বাজে ব্যাপার হলো, বিভিন্ন ইস্যুতে আমাদের মতপার্থক্য শত্রুদেরও নজরে এসেছে এবং তারা এটি উপভোগের পাশাপাশি এ থেকে ফায়দা তোলারও চেষ্টা করছে। তাই আমার সামনে আর কোনো বিকল্প ছিল না।”

অন্যদিকে ইয়োয়াভ গ্যালান্ত সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক সংক্ষিপ্ত বার্তায় বলেছেন, “যেখানে, যে অবস্থাতেই থাকি না কেন, যতদিন বেঁচে আছি— আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিশন থাকবে ইসরায়েল এবং তার নাগরিকদের নিরাপত্তা।”

পরে একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে গ্যালান্ত বলেন, তিনটি ইস্যুতে দীর্ঘদিন ধরে নেতানিয়াহুর সঙ্গে মতানৈক্য চলছিল তার। এই ইস্যুগুলো হলো— অতি রক্ষণশীল ইহুদিদের সেনাবাহিনীতে অন্তর্ভুক্তি, হামাসের কব্জায় থাকা জিম্মিদের উদ্ধারে নেতানিয়াহু এবং মন্ত্রিসভায় তার অনুগতদের উদাসীনতা এবং হামাসের গত ৭ অক্টোবরের হামলার দাপ্তরিক তদন্ত শুরু করা নিয়ে নেতানিয়াহুর গড়িমসি।

টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে গ্যালান্ত আরও বলেন, “বিশেষ করে জিম্মিদের মুক্তির ব্যাপারে কোনো প্রকার উদাসীনতা ক্ষমার অযোগ্য। জিম্মিদের স্বজন ও পরিবারের সদস্যরা যে ভয়াবহ দুশ্চিন্তা ও মানসিক চাপের মধ্যে দিয়ে যাচ্ছেন, শিগগির তার অবসান না হলে পুরো সমাজ ভুল পথে চালিত হবে।”

মঙ্গলবার প্রধানমন্ত্রীর দপ্তর থেকে যে বিবৃতিটি দেওয়া হয়েছে, সেখানে গ্যালান্তের অব্যাহতির পাশাপাশি আরও বলা হয়েছে, এখন থেকে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করবেন দেশটির বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাৎজ, আর পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন নেতানিয়াহুর রাজনৈতিক দল লিকুদ পার্টির অন্যতম জ্যেষ্ঠ নেতা এবং এমপি গিদেওন সা’আর।

নতুন দায়িত্বপ্রাপ্তির পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে ইসরায়েল কাৎজ বলেন, “ইসরায়েলের এবং তার নাগরিকদের রক্ষার গুরুদায়িত্বকে আমি আমার মিশন এবং পবিত্র দায়িত্ব হিসেবে গ্রহণ করলাম।”

ইসরায়েলের সেনাবাহিনীর সাবেক জেনারেল ইয়োয়াভ গ্যালান্ত সেনাবাহিনীতে ৩৫ বছর চাকরি শেষে রাজনীতিতে পদার্পণ করেন, যোগ দেন নেতানিয়াহুর লিকুদ পার্টিতে। নেতানিয়াহু এবং গ্যালান্ত উভয়েই লিকুদ পার্টির ডানপন্থি অংশের নেতা।

গ্যালান্তের সঙ্গে নেতানিয়াহুর দ্বন্দ্বের সূত্রপাত ২০২৩ সালের শুরু থেকে। সে সময় ইসরায়েলের বিচারব্যবস্থার সংস্কারের পদক্ষেপ নিতে চেয়েছিলেন নেতানিয়াহু এবং এর জেরে দেশজুড়ে প্রতিবাদ শুরু হয়েছিল। গ্যালান্ত প্রতিবাদকারীদের পক্ষে ছিলেন।

তবে এখানে আশ্চর্যজনক ব্যাপারটি হলো, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণের দিন গ্যালান্তকে অব্যাহতি দেওয়া। বাইডেন প্রশাসনের কাছে একজন আস্থাভাজন ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন গ্যালান্ত। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে প্রায় প্রতিদিন টেলিফোনে কথা হতো তার।

মঙ্গলবার তার অব্যাহতির পর হোয়াইট হাউসের একজন মুখপাত্র তাৎক্ষণিকভাবে রয়টার্সকে বলেছেন যে গ্যালান্ত যুক্তরাষ্ট্রের একজন গুরুত্বপূর্ণ অংশীদার ছিলেন, তবে বর্তমান প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গেও সমন্বয়ের ভিত্তিতে কাজ করতে যুক্তরাষ্ট্র আগ্রহী।

এদিকে নেতানিয়াহুর এই সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছেন ইসরায়েলের বিরোধীদলীয় নেতা ইয়াইর লাপিদ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “এটা পুরোপুরি পাগলামি। নেতানিয়াহু তার নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিরাপদ রাখতে ইসরায়েলের নিরাপত্তা এবং প্রতিরক্ষা বাহিনীকে বিক্রি করছেন।” --- সুত্র : রয়টার্স, সিএনএন

আমার বার্তা/জেএইচ

বাংলাদেশ উপহাইকমিশনে হামলায় ভারতের দুঃখ প্রকাশ

ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় বাংলাদেশের জাতীয় পতাকা টেনে হিঁচড়ে

বাংলাদেশে শান্তিরক্ষা বাহিনী মোতায়েনে মোদির হস্তক্ষেপ চান মমতা

বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর মোতায়েন চেয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইসঙ্গে বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা

বিদ্রোহীদের দখলে আলেপ্পো, অবিরাম বিমান হামলা রাশিয়ার

যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) বলছে, সিরিয়ায় বিদ্রোহীরা আলেপ্পো দখলের পর আরও অগ্রসর

হাসিনার পতনের পর দলে দলে সংখ্যালঘুদের ভারতে পালানোর তথ্য সঠিক নয়

ছাত্র–জনতার নজিরবিহীর গণআন্দোলনের মুখে গত ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগরতলায় সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ

ব্রাহ্মণপাড়া নবাগত ইউএনওর সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

সীমান্তে মাদক সহ ৪ জন আটক জেল ও জরিমানা

সিলেটে এইডসে বেড়েছে মৃ ত্যু র সংখ্যা

কট্টর হিন্দুত্ববাদী ও মমতা ব্যানার্জির মধ্যে কোনো পার্থক্য নেই: রিজভী

গুপ্তধন ভেবে একমাস ঘরে গ্রেনেড লুকিয়ে রাখলেন কৃষক

সাভারে প্রাইভেটকারে বাসের ধাক্কায় নিহত ৩, আহত ২

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৭০৫

মুডিস’র রেটিংয়ে দেশের অর্থনৈতিক অবস্থার চিত্র উঠে আসেনি: গভর্নর

মাগুরায় ধলহারা চাঁদপুরে সরকারি গাছ কাটার অভিযোগ 

ভারত বাংলাদেশকে স্বাধীন দেশ মনে করে না: মাহমুদুর রহমান

স্বর্ণজয়ী শ্যুটার সাদিয়া আর নেই

মুগদার বাসায় ঝুলছিল প্রবাসীর স্ত্রীর মরদেহ

ভারত-বাংলাদেশের একসময়ের মধুর সম্পর্ক এখন তেতো

নির্বাচন কমিশন স্বচ্ছতার সঙ্গে গঠিত হয়েছে: জাতিসংঘ

এটা ভালো বলতে পারবেন পররাষ্ট্র উপদেষ্টা: সাখাওয়াত হোসেন

নির্বাচনের আগে সংস্কার করতে অন্তর্বর্তী সরকার দৃঢ়প্রতিজ্ঞ: ড. ইউনূস

আগরতলায় দূতাবাসে হামলায় বাংলাদেশের ক্ষুব্ধ প্রতিক্রিয়া

বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস

ভারতে বাংলাদেশ হাইকমিশনে হামলা, বিক্ষোভের ডাক হাসনাতের