ই-পেপার মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

রাজতন্ত্র ফেরানোর দাবিতে উত্তাল নেপাল, সাংবাদিকসহ নিহত ২

অনলাইন ডেস্ক:
২৯ মার্চ ২০২৫, ১৫:৫৬

নেপালে বিলুপ্ত রাজতন্ত্র পুনরায় চালুর দাবিতে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে গতকাল শুক্রবার এক সাংবাদিকসহ দুইজন নিহত হয়েছেন। এ ছাড়া সংঘর্ষে বেশ কয়েকজন বিক্ষোভকারী এবং পুলিশ কর্মকর্তা আহত হন। এ ঘটনায় মোট ৪৫ জন আহত হয়েছে বলে জানা গেছে।

নেপাল পুলিশের মুখপাত্র দীনেশ কুমার আচার্য রয়টার্সকে জানান, নিহত দুইজনের মধ্যে একজন বিক্ষোভকারী এবং অপরজন সাংবাদিক ছিলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও জানিয়েছে, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন আহত বিক্ষোভকারী মারা গেছেন। স্থানীয় একটি টিভি স্টেশন জানিয়েছে, একটি ভবনে আগুন ধরিয়ে দেওয়া হলে তাদের একজন কর্মী নিহত হন।

দাঙ্গার সময় কাঠমান্ডুতে যেসব এলাকায় সংঘর্ষ হয়েছিল, সেখানে কারফিউ জারি করেছে সরকার।

বিক্ষোভকারীদের বিরুদ্ধে দাঙ্গাবাজ পুলিশ কাঁদানে গ্যাস, লাঠিচার্জ এবং জলকামান ব্যবহার করেছে। সাবেক রাজা জ্ঞানেন্দ্র শাহের সমর্থকদের হাজার হাজার সমর্থক কাঠমান্ডুর পূর্ব প্রান্তে জড়ো হয়েছিল। সাবেক রাজা জ্ঞানেন্দ্র শাহকে সমর্থনকারী গোষ্ঠীগুলোর একটি জোট এই সমাবেশে অংশ নিয়েছে।

বিমানবন্দরের কাছে সমাবেশটি একটি শান্তিপূর্ণ সমাবেশ হিসেবে পরিকল্পনা করা হয়েছিল, কিন্তু একটি সাদা পিকআপে করে কিছু বিক্ষোভকারী যখন পুলিশের ব্যারিকেডে গাড়ি চালিয়ে যায়, তখন বেশ কয়েকজন কর্মকর্তার সঙ্গে সংঘর্ষ শুরু হয়। পুলিশ টিয়ার গ্যাসের শেল ছুড়ে এবং জনতাকে জলকামান ছিটিয়ে পিছে হটানোর চেষ্টা করে।

অন্যদিকে রাজধানীর অপর প্রান্তে, বর্তমান প্রজাতন্ত্রী সরকার ব্যবস্থার সমর্থক হাজার হাজার মানুষ গতকাল শুক্রবার একটি পাল্টা সমাবেশে জড়ো হয়েছিল। সমাবেশে অংশগ্রহণকারীরা ছিলেন মাওবাদীদের নেতৃত্বে বিরোধী দলগুলোর সদস্য, যারা ১৯৯৬-২০০৬ সাল পর্যন্ত রাজতন্ত্র উৎখাতের জন্য সশস্ত্র বিদ্রোহের বিরুদ্ধে লড়াই করেছিল।

মাওবাদী সমর্থক রাম কুমার শ্রেষ্ঠা বলেন, রাজতন্ত্রের ফিরে আসা অসম্ভব। ইতিমধ্যেই মৃত এবং পুড়িয়ে ফেলা কিছু আবার জীবিত হতে পারে এমনটা ভাবাও হাস্যকর।

সাম্প্রতিক মাসগুলোতে শাহকে রাজা হিসেবে পুনর্বহাল এবং হিন্দুধর্মকে রাষ্ট্রধর্ম হিসেবে ফিরিয়ে আনার দাবি ক্রমবর্ধমান হচ্ছে। রাজতন্ত্রবাদী গোষ্ঠীগুলো দেশের প্রধান রাজনৈতিক দলগুলোকে দুর্নীতি এবং ব্যর্থ শাসনব্যবস্থার জন্য অভিযুক্ত করেছে। মানুষ রাজনীতিবিদদের প্রতি হতাশ বলে তারা দাবি করেছে।

রাজতন্ত্রপন্থী সমাবেশে অংশগ্রহণকারীদের একজন রাজেন্দ্র বাহাদুর খাতি বলেন, আমাদের দেশে রাজতন্ত্রে ফিরিয়ে আনা এবং রাজাকে ফিরিয়ে আনা দরকার। কারণ দেশে রাজনৈতিক দল ব্যর্থ হয়েছে। যখন উৎস এত দূষিত হয় তখন পুরো ব্যবস্থাই পচে যায়।

২০০৬ সালে ব্যাপক রাজপথ বিক্ষোভের ফলে জ্ঞানেন্দ্র তার কর্তৃত্ববাদী শাসন ত্যাগ করতে বাধ্য হন এবং দুই বছর পর ২০০৮ সালে সংসদ রাজতন্ত্র বিলুপ্ত করার পক্ষে ভোট দেয়। নির্বাচনের মাধ্যমে ২৩৯ বছরের রাজতন্ত্র বিলুপ্ত করে নেপাল হিন্দু রাজ্য থেকে ধর্মনিরপেক্ষ ফেডারেল প্রজাতন্ত্র ঘোষণা করা হয়।

তখন থেকে নেপালের শেষ রাজা ৭৭ বছর বয়সী জ্ঞানেন্দ্র কাঠমান্ডুর বাড়িতে সাধারণ নাগরিক হিসেবে পরিবারের সঙ্গে বসবাস করছেন। রাজতন্ত্র বিলুপ্তির পর থেকে গত ১৬ বছরে নেপালে ১৪টি সরকার গঠন হয়েছে। তবে দেশটিতে রাজনৈতিক অস্থিরতার বিরাজ করছে ফলে প্রভাব পড়েছে অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর।

জ্ঞানেন্দ্র, যিনি সাধারণ মানুষের মতো জীবনযাপনের জন্য রাজপ্রাসাদ ছেড়েছিলেন, তিনি রাজতন্ত্র ফিরিয়ে আনার আহ্বান সম্পর্কে কোনো মন্তব্য করেননি। ক্রমবর্ধমান সমর্থন সত্ত্বেও সাবেক রাজার অবিলম্বে ক্ষমতায় ফিরে আসার সম্ভাবনা খুব কম।সূত্র : এপি

আমার বার্তা/এমই

জুলাই কন্যাদের সম্মানজনক মার্কিন পুরস্কার, যা বলছে যুক্তরাষ্ট্র

গত বছরের জুলাই-আগস্ট বিক্ষোভে অংশগ্রহণকারী সাহসী নারী শিক্ষার্থীরা সম্প্রতি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের “আন্তর্জাতিক সাহসী নারী”

ট্রাম্পের হামলার হুমকি, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের 

যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালায়, তাহলে তার কঠোর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান।

পশ্চিমবঙ্গে বাজি কারখানায় বিস্ফোরণে ৪ শিশুসহ ৭ জনের মৃত্যু

পশ্চিমবঙ্গে আবারও বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ

ভূমিকম্পে ব্যাপক ধ্বংসযজ্ঞ-প্রাণহানি, মিয়ানমারে সাতদিনের শোক ঘোষণা

মিয়ানমারে ৭ দশমিক ৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে ধ্বংসযজ্ঞ এবং প্রাণহানির ঘটনায় এক সপ্তাহের শোক ঘোষণা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদুল ফিতরের দ্বিতীয় ও তৃতীয় দিন কি রোজা রাখা যাবে?

জুলাই কন্যাদের সম্মানজনক মার্কিন পুরস্কার, যা বলছে যুক্তরাষ্ট্র

ট্রাম্পের হামলার হুমকি, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের 

টঙ্গীর টেলিফোন শিল্প সংস্থাকে হাইটেক পার্কে রূপান্তরের উদ্যোগ

পুরোনো ফোনটিকে নতুন করে তুলতে পারবেন যেভাবে

পশ্চিমবঙ্গে বাজি কারখানায় বিস্ফোরণে ৪ শিশুসহ ৭ জনের মৃত্যু

ভূমিকম্পে ব্যাপক ধ্বংসযজ্ঞ-প্রাণহানি, মিয়ানমারে সাতদিনের শোক ঘোষণা

রমজানের যেসব আমল শাওয়াল মাসেও জারি রাখবেন

শহীদের স্বীকৃতি পেলেন সেই যুবক, পরিবার পেল ১০ লাখ টাকার সঞ্চয়পত্র

গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: খালেদা জিয়া

ঈদের দিনে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ছড়াছড়ি, নিহত অন্তত ২২

গাজায় ১৫ সহায়তা কর্মী হত্যা করলো ইসরায়েল, যুক্তরাষ্ট্র বলছে দোষ হামাসের

ঈদের রাতে দুই ভাইকে কুপিয়ে হত্যা, পুলিশের দাবি গণপিটুনি

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৮০ ফিলিস্তিনি

ঈদের ছুটি কাটিয়ে মেট্রোরেল ও আন্তঃনগর ট্রেন চলাচল শুরু

১ এপ্রিল ঘটে যাওয়া নানান ঘটনা

তিন এজেন্ডা নিয়ে এগোচ্ছি, দোষীদের বিচার প্রধান: নাহিদ ইসলাম

ড. ইউনূসকে শেহবাজের ফোন, পাকিস্তান সফরের আমন্ত্রণ

ঐক্যবদ্ধ হওয়া এই সময়ের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ: ইউনূস

টাইম ট্রাভেল করাবে গুগল ম্যাপ! নতুন ফিচার নিয়ে কৌতূহল