
জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায় সড়ক দুর্ঘটনায় ভারতীয় সেনাবাহিনীর অন্তত ১০ জন সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সেনাবাহিনীর একটি সাঁজোয়া যান নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সরকারি সূত্র জানায়, বুলেটপ্রুফ সেনা যানটি একটি অভিযানের উদ্দেশ্যে যাত্রা করেছিল। দুর্ঘটনার সময় গাড়িটিতে মোট ১৭ জন সেনাসদস্য ছিলেন। ডোডা জেলার ভাদেরওয়াহ এলাকার খানি টপে, ভাদেরওয়াহ–চাম্বা আন্তঃরাজ্য সড়কে চলার সময় চালক নিয়ন্ত্রণ হারালে যানটি প্রায় ২০০ ফুট গভীর খাদে পড়ে যায়।
জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় শোক প্রকাশ করেন। তিনি বলেন, ডোডায় সড়ক দুর্ঘটনায় দেশের ১০ জন সাহসী সেনাসদস্যের মৃত্যুতে তিনি গভীরভাবে শোকাহত। তাঁদের অসামান্য দায়িত্ব পালন ও সর্বোচ্চ ত্যাগ দেশ কখনও ভুলবে না। নিহতদের পরিবারের প্রতি তিনি গভীর সমবেদনা জানান।
মনোজ সিনহা আরও বলেন, এই গভীর শোকের সময়ে পুরো দেশ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে সংহতি ও সমর্থন নিয়ে দাঁড়িয়ে আছে। তিনি জানান, আহত সেনাসদস্যদের মধ্যে কয়েকজনকে হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়েছে এবং তাঁদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশ ও সেনাবাহিনী সূত্রে জানা গেছে, শুরুতে চারজন সেনাসদস্যের মৃত্যুর খবর পাওয়া গেলেও উদ্ধার অভিযান চলাকালে নিহতের সংখ্যা বাড়তে থাকে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের বিশেষায়িত চিকিৎসার জন্য উধমপুরের সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার পরপরই সেনাবাহিনী ও জম্মু ও কাশ্মীর পুলিশের যৌথ উদ্ধার অভিযান শুরু হয়। দুর্গম পাহাড়ি এলাকায় হওয়ায় উদ্ধারকাজে বেগ পেতে হলেও অভিযান অব্যাহত রয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
আমার বার্তা/এমই

