স্বাধীন ও শক্তিশালী বিচার বিভাগ প্রতিষ্ঠায় প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ ঘোষিত সংস্কার রোডম্যাপের প্রশংসা করে পাশে থাকার ঘোষণা দিয়েছেন বাংলাদেশের উন্নয়ন সহযোগী আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার প্রধান ও বিদেশি কূটনীতিকরা।
প্রধান বিচারপতি বিচার বিভাগ সংস্কার রোডম্যাপের সফল বাস্তবায়নে বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার আন্তরিক আগ্রহ ও অব্যাহত সহায়তাকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন।
বুধবার (১৬ এপ্রিল) সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, দেশের বিভাগীয় শহরগুলোতে বিচার বিভাগের স্বাধীনতা শীর্ষক সেমিনারে উন্নয়ন সহযোগী দেশগুলোর কূটনীতিকরা অংশগ্রহণ করে প্রধান বিচারপতির ঘোষিত রোডম্যাপের প্রশংসা করেছেন।
প্রধান বিচারপতি ঘোষিত বিচার সংস্কারের রোডম্যাপ বাস্তবায়নের অংশ হিসেবে ২০২৪ সালের ডিসেম্বর মাস থেকে এ পর্যন্ত ৭টি বিভাগীয় শহরসহ ৯টি সেমিনার অনুষ্ঠিত হয়। সুপ্রিম কোর্ট ও ইউএনডিপি যৌথভাবে এসব সেমিনারের আয়োজন করে।
এসব সেমিনারে প্রধান বিচারপতির সংস্কার রোডম্যাপে সংহতি জানিয়ে যুক্তরাজ্য, সুইডেন, ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত/হাইকমিশনাররা অংশগ্রহণ করেন। বিশেষ করে, গত ২০ জানুয়ারি চট্টগ্রামে অনুষ্ঠিত সেমিনারে সুইডেনের অ্যাম্বাসেডর নিকোলাস উইকস, গত ১ ফেব্রুয়ারি রাজশাহীতে অনুষ্ঠিত সেমিনারে সুইডিশ ডেভেলপমেন্ট কর্পোরেশনের প্রধান মারিয়া স্ট্রিডসম্যান, গত ২২ ফেব্রুয়ারি ময়মনসিংহে অনুষ্ঠিত সেমিনারে ইউরোপীয় ইউনিয়নের মাইকেল মিলার, গত ৫ এপ্রিল রংপুরে অনুষ্ঠিত সেমিনারে যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক এবং ১২ এপ্রিল খুলনায় অনুষ্ঠিত সেমিনারে সুইডেনের অ্যাম্বাসেডর নিকোলাস উইকস ও ইউরোপীয় ইউনিয়নের মাইকেল মিলার অংশগ্রহণ করেন। বিভাগীয় পর্যায়ের সব সেমিনারেই ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফান লিলার, ইউএনডিপির রোমানা শোয়েইগার উপস্থিত ছিলেন।
সেমিনারগুলোতে আন্তর্জাতিক সংস্থার প্রধান ও বিদেশ কূটনীতিকরা প্রধান বিচারপতির ঘোষিত বিচার বিভাগ সংস্কারের রোডম্যাপের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন এবং বাংলাদেশের বিচার বিভাগের আধুনিকায়নে তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। বিশেষ করে, গত ১৩ এপ্রিল বাংলাদেশের ইউরোপিয়ান ইউনিয়ন অফিস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে খুলনায় অনুষ্ঠিত সেমিনারে ইউরোপিয়ান ইউনিয়নকে যুক্ত করার জন্য প্রধান বিচারপতিকে আনুষ্ঠানিক ধন্যবাদ জ্ঞাপন করে। ইউরোপিয়ান ইউনিয়ন দেশে আইনের শাসন প্রতিষ্ঠা, বিশেষ করে বিশেষায়িত বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠায় তাদের অভিজ্ঞতা বিনিময় ও অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস দেন।
এ ছাড়া ইউএনডিপি তাদের অফিসিয়াল ফেসবুক পেজে গত ৬ এপ্রিল রংপুর ও খুলনায় অনুষ্ঠিত সেমিনার সংক্রান্ত দুটি প্রামাণ্য চিত্র প্রকাশ করে। ডকুমেন্টারি দুটিতে সুইডেনের অ্যাম্বাসেডর নিকোলাস উইকস এবং ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের প্রধান মাইকেল মিলার, যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক, ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফান লিলার প্রধান বিচারপতির সংস্কার রোডম্যাপের প্রশংসা করে আনুষ্ঠানিক বক্তব্য দেন এবং উন্নয়ন সহযোগী হিসেবে প্রধান বিচারপতির সংস্কার রোডম্যাপ বাস্তবায়নে পাশে থাকার আশ্বাস পুনর্ব্যক্ত করেন।
প্রধান বিচারপতি বিচার বিভাগ সংস্কার রোডম্যাপের সফল বাস্তবায়নে বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার আন্তরিক আগ্রহ ও অব্যাহত সহায়তাকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন। তিনি উল্লেখ করেন, একটি আধুনিক, দক্ষ ও জবাবদিহিমূলক বিচার ব্যবস্থা গড়ে তুলতে উন্নয়ন সহযোগীদের সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ প্রসঙ্গে তিনি সুপ্রিম কোর্ট ও উন্নয়ন সহযোগীদের মধ্যে একটি টেকসই, অন্তর্ভুক্তিমূলক ও ফলাফলভিত্তিক অংশীদারিত্ব গড়ে তোলার ওপর জোর দেন, যাতে বিচার বিভাগের কাঙ্ক্ষিত পরিবর্তন বাস্তব রূপ লাভ করতে পারে।
প্রধান বিচারপতি বিশ্বাস করেন, সমন্বিত প্রচেষ্টা ও সহযোগিতার মাধ্যমে বিচার বিভাগকে মানুষের কাছে আরও সহজলভ্য, সময়োপযোগী ও প্রযুক্তিনির্ভর করা সম্ভব হবে।
আমার বার্তা/জেএইচ