ই-পেপার বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৭ কার্তিক ১৪৩২

সাগর-রুনির হত্যা মামলার তদন্ত শেষ হতে আর কত বছর, প্রশ্ন হাইকোর্টের

আমার বার্তা অনলাইন
২৩ অক্টোবর ২০২৫, ১২:৪৭

আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যার তদন্ত দীর্ঘ দিনেও শেষ না হওয়ায় উষ্মা প্রকাশ করেছেন হাইকোর্ট। আদালত রাষ্ট্রপক্ষ ও উচ্চ পর্যায়ের টাস্কফোর্স কমিটিকে উদ্দেশ করে বলেছেন, সাগর-রুনির হত্যার ১৩ বছর পার হয়ে গেছে। এখনও তদন্ত শেষ হয়নি। তদন্ত শেষ করতে আর কত বছর লাগবে?

আজ (বৃহস্পতিবার) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন। আদালত বলেন, দুইজন মানুষ মার্ডার হয়ে গেল? তাদের কারা হত্যা করল, কিছুই জানা গেল না। সারাদেশের মানুষ তাকিয়ে আছে এই মামলার দিকে।

এক পর্যায়ে আদালত উচ্চ পর্যায়ের টাস্কফোর্স কমিটির পক্ষে উপস্থিত থাকা পিবিআই কর্মকর্তা আজিজুল হককে উদ্দেশ করে বলেন, সাগর-রুনি হত্যা মামলার তদন্ত কত শতাংশ শেষ হয়েছে, আমাদের জানান। আমরা আর সময় দিতে পারবো না। শেষ বারের মতো ৬ মাস সময় দিচ্ছি।

সাগর-রুনির পরিবারের পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির আদালতকে বলেন, এই মামলার তদন্ত দীর্ঘ দিনেও শেষ না হওয়ায় আমরা বাইরে মুখ দেখাতে পারছি না। সবাই জানতে চায় তদন্ত কবে শেষ হবে। এই অন্তর্বর্তী সরকারের সময়ই তদন্ত শেষ হওয়া উচিত। ফেব্রুয়ারি মাসে নির্বাচন। রাজনৈতিক সরকার এলে এই মামলার তদন্ত আরও পিছিয়ে যেতে পারে।

রাষ্ট্রপক্ষে অতিরিক্ত জেনারেল মো. আরশাদুর রউফ বলেন, সাগর-রুনির হত্যার মামলার তদন্তে অগ্রগতি হয়েছে। অগ্রগতি প্রতিবেদন রেজিস্ট্রার কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। আর সময়ের মধ্যে তারা তদন্ত প্রতিবেদন দাখিল করতে পারবেন। এর আদালত তদন্ত প্রতিবেদন দাখিল করতে উচ্চ পর্যায়ের টাস্কফোর্স কমিটিকে ৬ মাসের সময় দিয়ে আদেশ দেন।

সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণণ্ডের তদন্ত প্রতিবেদন দাখিল করতে ৬ মাস সময় দেন হাইকোর্ট। এর আগেও একদিন সময় দিয়েছিলেন আদালত।

গত বছরের ২৩ অক্টোবর হাইকোর্টের নির্দেশে সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যার ঘটনায় করা মামলার তদন্তে পিবিআই প্রধানকে আহ্বায়ক করে চার সদস্যের উচ্চ পর্যায়ের টাস্কফোর্স কমিটি গঠন করা হয়। কমিটিতে অ্যাডিশনাল ডিআইজি পদমর্যাদার নিচে নয় পুলিশের একজন প্রতিনিধি, সিআইডির একজন প্রতিনিধি ও র‌্যাবের একজন প্রতিনিধিকে রাখা হয়েছে।

গত বছরের ১৭ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে টাস্কফোর্স গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়।

গত বছরের ৩০ সেপ্টেম্বর সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যার ঘটনায় করা মামলার তদন্তে উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্কফোর্স গঠনের নির্দেশ দেন হাইকোর্ট। তাদের ছয় মাসের মধ্যে তদন্ত শেষ করতে বলা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এ নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়। বিভিন্ন বাহিনীর অভিজ্ঞ তদন্ত কর্মকর্তাদের নিয়ে টাস্কফোর্স গঠন করতে বলা হয়।

রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মুহাম্মদ মাহবুব উল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক। মামলার বাদীর পক্ষে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির ও রিটের পক্ষে অ্যাডভোকেট মনজিল মোরসেদ শুনানি করেন।

এর আগে এই মামলার তদন্ত থেকে র‌্যাবকে সরিয়ে দিতে সম্পূরক আবেদন করা হয়। রাষ্ট্রপক্ষ থেকে এ আবেদন করা হয়।

২৯ সেপ্টেম্বর মামলায় নতুন আইনজীবী নিয়োগ দেওয়া হয়। বিশিষ্ট ফৌজদারি আইন বিশেষজ্ঞ অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরকে আলোচিত এ মামলার আইনজীবী নিয়োগ দেওয়া হয়।

বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের দায়ে আমৃত্যু কারাদণ্ড

ফরিদপুরে বাক ও বুদ্ধি প্রতিবন্ধী এক তরুণীকে (২১) ধর্ষণের দায়ে মো. ইসমাইল শেখ (৪৭) নামে

চট্টগ্রাম বন্দরের মাশুল বৃদ্ধির বৈধতা নিয়ে হাইকোর্টের রুল জারি

চট্টগ্রাম বন্দরের নতুন বর্ধিত মাশুলের বৈধতা নিয়ে হাইকোর্ট রুল জারি করেছেন। আদালত আগামী ১৫ দিনের

সাহস থাকলে ন্যায়বিচারের মুখোমুখি হতেন শেখ হাসিনা

সাহস থাকলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ন্যায়বিচারের মুখোমুখি হতেন উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান

মানি লন্ডারিংয়ের মামলায় সম্রাটকে আদালতে হাজিরের নির্দেশ

১৯৫ কোটি টাকা পাচারের অভিযোগে রাজধানীর রমনা থানার মানি লন্ডারিংয়ের মামলায় জামিনে থাকা আসামি ক্যাসিনোকাণ্ডে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৭১২

শ্রম আইন সংশোধন ও গণপ্রতিনিধিত্ব আদেশের চূড়ান্ত অনুমোদন

ভোটগ্রহণ কর্মকর্তা হিসেবে ইসলামী ব্যাংক বা ইবনে সিনার কাউকে চায় না বিএনপি

রাঙ্গামাটির ঝুলন্ত সেতু ভেসে ওঠায় কাল থেকে উন্মুক্ত পর্যটন কেন্দ্র

রাঙ্গামাটিতে ১৮ ফুট লম্বা অজগর উদ্ধার করা হয়েছে

রাজবাড়ী পরিষ্কারের সময় বিশাল আকৃতির লোহার কড়াই মিললো

সরাইলে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী ও শ্বশুর পলাতক

গণপূর্তের ই/এম ডি. প্রকৌশলী ফারুক বদলীর পরেও ৬ বছরেই কোটিপতি

ছেলেদের কাবাডি দলও জিতলো যুব এশিয়ান গেমসে পদক

ময়মনসিংহে যাত্রীবাহী বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

অপহরণের পরদিন শিকলবাঁধা মুফতি মহিবুল্লাহ উদ্ধার

দেশ ও গণতন্ত্রের স্বার্থে ঐক্য ভাঙা যাবে না: দুদু

বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের দায়ে আমৃত্যু কারাদণ্ড

পেট্রোল ঢেলে স্ত্রী-সন্তানের গায়ে আগুন, দগ্ধ ৫

ঈদগাহে চেয়ারে বসা নিয়ে পুরোনো দ্বন্দ্বের জেরে সংঘর্ষে আহত ২০

চট্টগ্রাম বন্দরের মাশুল বৃদ্ধির বৈধতা নিয়ে হাইকোর্টের রুল জারি

আট দিন পর খুললো প্যাসিফিক জিন্সের আটটি কারখানা

সাহস থাকলে ন্যায়বিচারের মুখোমুখি হতেন শেখ হাসিনা

ডেঙ্গুতে মারা গেছেন ২ জন , হাসপাতালে ভর্তি ৭৬২

৯৭ লাখ টাইফয়েড টিকা দেওয়া হয়েছে