ই-পেপার সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১

বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের নিপীড়নে ডিএসএর ব্যবহার নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ

অনলাইন ডেস্ক:
২৭ জুন ২০২৪, ২০:০৯

বাংলাদেশের সংবিধানে ইসলামকে রাষ্ট্রধর্ম রেখে ধর্মনিরপেক্ষতার নীতিকে সমর্থন ও ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলা-নিপীড়ন অব্যাহত রয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইনের (ডিএসএ) মতো আইন ব্যবহার করে মুসলিম জনগোষ্ঠীর ‘ধর্মীয় অনুভূতিতে আঘাতের’ অভিযোগে ধর্মীয় সংখ্যালঘু গোষ্ঠীর সদস্যদের, বিশেষ করে হিন্দুদের লক্ষ্যবস্তু করা হচ্ছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের ‘রিপোর্ট অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম-২০২৩’ প্রতিবেদনে বাংলাদেশ বিষয়ে এমনটি বলা হয়েছে। আজ বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ‘অফিস অব ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম’ এই প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রতিবেদনের সারসংক্ষেপে বলা হয়, বাংলাদেশের সংবিধানে ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে উল্লেখ করা হলেও ধর্মনিরপেক্ষতার নীতিকে সমর্থন করা হয়। ধর্মীয় বৈষম্যকে নিষিদ্ধ করে এবং সব ধর্মের অনুসারীদের সমতা নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ দেশের সংবিধান। ধর্মনিরপেক্ষ আদালতে বলবৎ পারিবারিক আইনে বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীর জন্য আলাদা আলাদা বিধান রয়েছে।

২০২৩ সালে মার্চে আহমদি মুসলিম নেতারা বলেন, আহমেদনগরে তাঁদের বার্ষিক সম্মেলনের সময় শত শত লোক আহমদি সম্প্রদায়ের ওপর আক্রমণ করে। এ সময় আইন প্রয়োগকারী সংস্থা এবং সরকারি কর্মকর্তারা তাঁদের পাশে দাঁড়িয়েছিল। ওই সহিংসতার ফলে দুজন মারা যায়, কয়েক ডজন আহত হয় এবং শত শত আহমদির বাড়ি, একটি আহমদি মসজিদ এবং একটি আহমদীয় ক্লিনিক লুটপাট ও ধ্বংস করা হয়। পরবর্তীকালে, পুলিশ সহিংসতার কথিত উসকানিদাতাসহ হাজার হাজার অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে এবং ২০০ জনেরও বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করে।

ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের নেতাদের ভাষ্য, সরকার প্রায়ই ডিজিটাল নিরাপত্তা আইনের (ডিএসএ) মতো আইন ব্যবহার করে মুসলিম জনগোষ্ঠীর ‘ধর্মীয় অনুভূতিতে আঘাতের’ অভিযোগে ধর্মীয় সংখ্যালঘু গোষ্ঠীর সদস্যদের, বিশেষ করে হিন্দুদের লক্ষ্যবস্তু করে থাকে। প্রায় সব ক্ষেত্রেই, কথিত অবমাননাকর ফেসবুক পোস্টের জন্য আদালত ধর্মীয় সংখ্যালঘু সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে, সংখ্যাগুরু সম্প্রদায়ের প্রতিশোধমূলক সহিংসতার বিরুদ্ধে নয়। ২০২৩ সালের বেশ কয়েকটি মামলায় এমন চিত্র দেখা গেছে।

ডিএসএর নিপীড়নমূলক ধারা ও অপব্যবহার নিয়ে একের পর এক অভিযোগ আসতে থাকলে ২০২৩ সালে ডিজিটাল নিরাপত্তা আইনের (ডিএসএ) নাম পরিবর্তন করে সাইবার নিরাপত্তা আইন (সিএসএ) প্রণয়ন করা হয়। আইনটির মৌলিক বিষয়ে কোনো পরিবর্তন না আনায় ওই সময় একে প্রহসন বলে আখ্যা দেয় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশসহ (টিআইবি) বিভিন্ন মানবাধিকার সংগঠন ও বিশিষ্ট নাগরিকেরা।

মুসলিম নেতারা বলেছেন, সরকার সারা দেশে ইমামদের নিয়োগ ও অপসারণকে প্রভাবিত করে চলেছে এবং খুতবার বিষয়বস্তু সম্পর্কে ইমামদের দিকনির্দেশনা দিয়েছে। সেপ্টেম্বরে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ (বিএইচবিসিইউসি) স্বাধীনতার পর সরকার কর্তৃক নাগরিকদের (অধিকাংশ হিন্দু) বাজেয়াপ্ত সম্পত্তি পুনরুদ্ধার, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন ও অতীতের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে অনশনের ঘোষণা দেয়। ওই সময় ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তার জন্য বিশেষ আইন প্রণয়ন এবং ধর্মীয় সংখ্যালঘুদের জন্য সরকারি চাকরির কোটাব্যবস্থা পুনর্বহালের দাবিও জানান তাঁরা।

এপ্রিলে এক মোল্লা এবং গ্রামের তিনজন প্রবীণ বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগে অভিযুক্ত এক নারীকে বেত্রাঘাত ও পাথর ছুড়ে মারার ফতোয়া জারি করেন। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে মামলা হয়। কেননা, তাঁরা এমন ফতোয়া জারি করে আইন লঙ্ঘন করেছেন। দেশজুড়ে বিভিন্ন ঘটনা পর্যবেক্ষণকারী একটি সংস্থা জানিয়েছে, জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে ২২টি সহিংসতার ঘটনা ঘটেছে। এতে একজন আহমদি মুসলিম নিহত এবং ৬২ জন আহমদি এবং ১৯ জন হিন্দু আহত হয়েছেন। মানবাধিকার বিষয়ক এনজিও এবং কিছু ধর্মীয় নেতারা তাঁদের প্রতিবেদনে বলেন, ইসলাম ও হিন্দুধর্ম থেকে খ্রিষ্টান ধর্মে ধর্মান্তরিতদের হয়রানি, সামাজিকভাবে বিচ্ছিন্ন করে দেওয়া এবং তাদের বিরুদ্ধে শারীরিক সহিংসতা চালানো হচ্ছে।

রাষ্ট্রদূত ও মার্কিন দূতাবাসের কর্মকর্তারা আহমদি সম্প্রদায় এবং অন্য ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতা এবং ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের বিরুদ্ধে ডিএসএর ব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁরা সারা বছর বাংলাদেশের সরকারি কর্মকর্তাদের সঙ্গে ছিলেন ও তাঁদের উদ্বেগের বিষয়টি জানিয়েছেন। ধর্মীয় সম্প্রীতিকে উৎসাহিত করতে রাষ্ট্রদূত প্রধান প্রধান ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গেও সাক্ষাৎ করেছেন এবং অনুষ্ঠানের আয়োজন করেছেন। যেখানে মার্কিন রাষ্ট্রদূত ধর্মীয় বৈচিত্র্যের প্রতি সম্মান বজায় রাখার ওপর জোর দিয়েছেন।

বাংলাদেশে ধর্মীয় সহনশীলতাকে উৎসাহিত করতে মার্কিন দূতাবাস জনসাধারণের প্রচার কার্যক্রম অব্যাহত রেখেছে এবং সামাজিক মাধ্যমে প্রচার করেছে। দূতাবাসের কর্মকর্তারা দেশের ধর্মীয় স্বাধীনতার অবস্থা নিয়ে আলোচনা, ধর্মীয় সহনশীলতার গুরুত্বের ওপর জোর দিতে এবং ধর্মীয় সংখ্যালঘুদের চ্যালেঞ্জগুলো চিহ্নিত করতে বিভিন্ন ধর্মীয় সংগঠন এবং প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

মার্কিন যুক্তরাষ্ট্র মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা শরণার্থীদের (যারা অত্যধিক মুসলিম) এবং তাদের স্থানীয় আয়োজক সম্প্রদায়কে সহায়তার জন্য প্রায় ২৪৭ মিলিয়ন ডলার মানবিক সহায়তা দিয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আমার বার্তা/এমই

দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের সম্পদ নিলামে বিক্রি করা দরকার: মোমেন

দুর্নীতিতে অভিযুক্ত ব্যক্তির সম্পদের সঠিক হিসাব বের করে তাদের সকল সম্পদ নিলামে বিক্রি করে দেয়া

স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে কর্মকর্তাদের কাজ করতে হবে

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী ব‌লে‌ছেন, মন্ত্রণালয়ের সব দপ্তর বা সংস্থার

বাংলাদেশের জিআই পণ্য হিসেবে নিবন্ধিত হচ্ছে ‌সুন্দরবনের মধু

‘সুন্দরবনের মধু’ বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে নিবন্ধিত হচ্ছে।   রোববার (৩০ জুন) শিল্প মন্ত্রণালয়ের

বাজেটে বিদেশনির্ভরতা কমিয়ে আনা হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, উন্নয়ন বাজেটে বিদেশনির্ভরতা অনেক কমিয়ে আনা হয়েছে। এখন আমাদের দেশের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারায়ণগঞ্জে তেলবাহী ট্রলারের আগুনে দগ্ধ আরও একজন নিহত

স্বর্ণের দাম ভরিতে কমলো ১০৭৩ টাকা

বাংলাদেশ সৃষ্টিতে ঢাবির অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে: প্রধানমন্ত্রী

আমদানি বিল পরিশোধে সময় বাড়াল কেন্দ্রীয় ব্যাংক

দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের সম্পদ নিলামে বিক্রি করা দরকার: মোমেন

স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে কর্মকর্তাদের কাজ করতে হবে

অনির্দিষ্টকালের জন্য ঢাবির সব পরীক্ষা স্থগিত

বাংলাদেশের জিআই পণ্য হিসেবে নিবন্ধিত হচ্ছে ‌সুন্দরবনের মধু

প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের নিশ্চয়তা দিলেন বাইডেন

সাংবাদিকদের নিয়ে মতিউরের স্ত্রীর বক্তব্যে ডিইউজের উদ্বেগ

প্রথম দিনেই অনুপস্থিত ১০ হাজার এইচএসসি পরীক্ষার্থী

বাজেটে বিদেশনির্ভরতা কমিয়ে আনা হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

রোহিত-কোহলির পথ ধরে অবসরে জাদেজা

১০ সমঝোতা চুক্তি ভারতের গোলামির নবতর সংস্করণ: বিএনপি

আন্দোলনে বিশ্ববিদ্যালয় অচল হলে পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত

দুর্নীতির অভিযোগ ওঠায় এনবিআরের সচিব ফয়সালকে বদলি

সব বিভাগে তিন দিন ভারী বর্ষণের সতর্কতা, ভূমিধসের শঙ্কা

স্ত্রীর সাথে ঝগড়া করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা স্বামীর

মতিউর ও তার পরিবারের সম্পদের তথ্য চেয়ে দুদকের চিঠি

অক্টোবরের মধ্যে বিমানবন্দরসহ চার এলাকায় ৫জি চালুর নির্দেশ