আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সংবাদপত্র ৬ দিন বন্ধ থাকার জন্য চিঠি দিয়েছেন মুক্তিযুদ্ধের চেতনায় অবিচল ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। আজ মঙ্গলবার (২৫ মার্চ) ডিইউজের সভাপতি সাজ্জাদ আলম খান তপু ও সাধারণ সম্পাদক আকতার হোসেন এক বিবৃতিতে বলেন, সরকারি ছুটির সাথে মিল রেখে সংবাদপত্রের ছুটি হওয়া উচিত । কিন্তু নিউজ পেপার অনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) তিন দিন ছুটি ধার্য করেন যা সাংবাদিকদের কাম্য নয়।
সাংবাদিক ওবায়দুর মাসুমের ওপর হামলায় ডিইউজে'র নিন্দা
বিডিনিউজ টোয়েন্টিফোরের সিনিয়র করেসপন্ডেন্ট ওবায়দুর মাসুমের (মো. মাসুম মিয়া) ওপর হামলা ও মারধরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।
আজ মঙ্গলবার (২৫শে মার্চ ) এক বিবৃতিতে ডিইউজে'র সভাপতি সাজ্জাদ আলম খান তপু ও সাধারণ সম্পাদক আকতার হোসেন হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং বলেন, এ ধরণের হামলা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি স্বরূপ। অবিলম্বে হামলাকারীদের চিহ্ণিত করে আইনের আওতায় আনার দাবি জানান নেতৃবৃন্দ।
আমার বার্তা/এমই