ই-পেপার বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ২৭ চৈত্র ১৪৩১

দ্রুত নির্বাচন করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধান উপদেষ্টা

আমার বার্তা অনলাইন:
০৪ এপ্রিল ২০২৫, ১০:২৬
আপডেট  : ০৪ এপ্রিল ২০২৫, ১১:২৪
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ষষ্ঠ বিমসটেক সম্মেলনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস : ছবি সংগৃহীত

যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচন আয়োজন করা তাঁর সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

তিনি বলেন, ‘আমি আমাদের জনগণকে আশ্বস্ত করেছি যে, প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন হলে আমাদের ওপর অর্পিত দায়িত্ব অনুযায়ী আমরা একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করব।’ খবর বাসসের

শুক্রবার (৪ এপ্রিল) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোটের (বিমসটেক) শীর্ষ সম্মেলনে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা এ কথা বলেন।

বাংলাদেশের জুলাই গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ তুলে ধরে অধ্যাপক ইউনূস বলেন, ১৯৭১ সালে লাখ লাখ সাধারণ নারী-পুরুষ, শিশু ও যুবক একটি নৃশংস সেনাবাহিনীর বিরুদ্ধে নয় মাসব্যাপী গণহত্যায় সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছিল।

বাংলাদেশের সরকারপ্রধান বলেন, ‘আমাদের জনগণ একটি অন্তর্ভুক্তিমূলক, ন্যায়সংগত ও স্বাধীন সমাজের স্বপ্ন দেখেছিল, যেখানে প্রতিটি সাধারণ মানুষ তার স্বপ্ন বাস্তবায়ন করতে পারে।’

প্রধান উপদেষ্টা বলেন, ‘দুঃখজনকভাবে, গত পনেরো বছরে আমাদের জনগণ বিশেষ করে যুবসমাজ, ক্রমাগত তাদের অধিকার ও স্বাধীনতা সংকুচিত হতে দেখেছে। তারা রাষ্ট্রের প্রায় প্রতিটি প্রতিষ্ঠানের অবক্ষয় ও নাগরিক অধিকারের অবমাননা প্রত্যক্ষ করেছে।’

জুলাই গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ অধ্যাপক ইউনূস বলেন, সাধারণ জনগণ একটি নৃশংস স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়েছে। কিন্তু স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে প্রায় ২ হাজার নিরীহ মানুষ প্রাণ হারিয়েছে, যাঁদের বেশির ভাগই তরুণ। প্রাণ হারানো ব্যক্তিদের মধ্যে ১১৮টি শিশু।

প্রধান উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশের জনগণ তার ইতিহাসে এক নবজাগরণ প্রত্যক্ষ করেছে।’

অধ্যাপক ইউনূস বলেন, যেসব ছাত্রনেতা এই গণজাগরণে নেতৃত্ব দিয়ে শেখ হাসিনার দুর্নীতিগ্রস্ত ও স্বৈরাচারী শাসন থেকে দেশকে মুক্ত করেছে, তারা তাকে অনুরোধ করেছিল এই সংকটময় মুহূর্তে দেশ পরিচালনার দায়িত্ব নিতে।

প্রধান উপদেষ্টা বলেন, ‘আমি আমাদের জনগণের স্বার্থে এই দায়িত্ব গ্রহণে সম্মত হয়েছি’।

সরকারপ্রধান বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ যে তারা অর্থনৈতিক স্থিতিশীলতা ও টেকসই প্রবৃদ্ধি পুনঃপ্রতিষ্ঠার জন্য বলিষ্ঠ ও সুদূরপ্রসারী সংস্কার গ্রহণ করবে।

অধ্যাপক ইউনূস বলেন, ‘আমরা সুশাসন, দুর্নীতির বিরুদ্ধে লড়াই ও অর্থনীতির প্রতিটি ক্ষেত্রে শৃঙ্খলা আনার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। এই বিষয়গুলোই আমাদের পরিকল্পিত সংস্কারের মূল লক্ষ্য।’

প্রধান উপদেষ্টা বলেন, সরকার ইতিমধ্যে বিচার ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন, পুলিশ, দুর্নীতি দমন কমিশন ও সংবিধান সংস্কারের জন্য ছয়টি কমিশন গঠন করেছে, যাতে জনগণের মালিকানা, জবাবদিহি ও কল্যাণ নিশ্চিত করা যায়।

অধ্যাপক ইউনূস জানান, এই কমিশনগুলো ইতোমধ্যে তাদের সুপারিশ জমা দিয়েছে। যা বর্তমানে সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে।

প্রধান উপদেষ্টা বলেন, ‘আমরা ৭ সদস্যবিশিষ্ট একটি জাতীয় ঐকমত্য কমিশন গঠন করেছি। আমি নিজেই যার নেতৃত্ব দিচ্ছি এবং এতে ছয়টি কমিশনের প্রধানেরা রয়েছেন। এই কমিশনগুলো যে সুপারিশগুলো জমা দিয়েছে, তা পর্যালোচনা এবং গ্রহণ করার জন্য এ কমিশন গঠন করা হয়েছে।’

অধ্যাপক ইউনূস বলেন, ‘আমরা যখন বাংলাদেশকে পুনর্গঠন করছি, তখন আমরা দেশের প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে অবিচলভাবে কাজ চালিয়ে যাব, তারা নারী হোক কিংবা জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘু হোক।’

অনুষ্ঠানে থাই প্রধানমন্ত্রী ও সম্মেলনের চেয়ারপারসন পেতংতার্ন শিনাওয়াত্রা, বিমসটেক মহাসচিব ইন্দ্র মনি পান্ডে, বিমসটেক সদস্য রাষ্ট্রের প্রধানেরা উপস্থিত ছিলেন।

আমার বার্তা/এমই

জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্বেও ড. খলিলুল রহমান

প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলি সংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান জাতীয় নিরাপত্তা

সুশৃঙ্খলভাবে পহেলা বৈশাখ উদযাপনে নিরাপত্তা পরিকল্পনা করেছে ডিএমপি

ঢাকা মহানগর পুলিশ(ডিএমপি) কমিশনার বলেছেন, প্রতি বছরের ন্যায় এবারো পহেলা বৈশাখে ঢাকায় নানা অনুষ্ঠান পালিত

বাংলাদেশে হোলসিম বিনিয়োগকে স্বাগত জানালেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন হোলসিম গ্রুপের নির্বাহী কমিটির সদস্য ও এশিয়া,

স্বল্পমেয়াদি সংস্কারে সম্মত হলে নির্বাচন ডিসেম্বরেই হতে পারে

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, পরবর্তী সাধারণ নির্বাচন রাজনৈতিক দলগুলো যদি স্বল্পমেয়াদি সংস্কারে সম্মত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন জরুরি

জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্বেও ড. খলিলুল রহমান

ভালুকায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

সুশৃঙ্খলভাবে পহেলা বৈশাখ উদযাপনে নিরাপত্তা পরিকল্পনা করেছে ডিএমপি

ড. ইউনূসের সঙ্গে বিএনপির বৈঠক ১৬ এপ্রিল, আলোচনায় আগামী নির্বাচন

যুদ্ধে ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনিদের আশ্রয় দিতে চায় ইন্দোনেশিয়া

বাংলাদেশে হোলসিম বিনিয়োগকে স্বাগত জানালেন প্রধান উপদেষ্টা

পাইকগাছায় পৃথক অভিযানে ইয়াবা সহ ৩ মাদক কারবারি আটক

স্বল্পমেয়াদি সংস্কারে সম্মত হলে নির্বাচন ডিসেম্বরেই হতে পারে

গজারিয়ায় ২২১৫ শিক্ষার্থী অংশ নিচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষায়

নাসিরনগরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

গজারিয়ায় ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি স্বামী স্ত্রী আটক

মেয়ের প্রতারণায় নিঃস্ব বাবা, সম্পত্তি ফিরে পেতে সংবাদ সম্মেলন

মানবতাবিরোধী অপরাধে আওয়ামী লীগের বিচার করতে হবে

এনসিসি গঠনে একমত গণঅধিকার পরিষদ, সংবিধানে বহুত্ববাদে দ্বিমত

ফায়ার সার্ভিসের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গাজার পরিস্থিতি বর্ণনার জন্য বিশ্বের কাছে হয়তো শব্দ ফুরিয়ে যাচ্ছে: গুতেরেস

মুজিববর্ষ পালনে চার হাজার কোটি টাকা অপচয়, অনুসন্ধানে দুদক

নারায়ণগঞ্জে শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ, আহত ৫০

শিক্ষায় নৈতিকতা একটি গুরুত্বপূর্ণ ডাইমেনশন: গণশিক্ষা উপদেষ্টা