বাংলাদেশ থেকে আরও দক্ষ ও আধা-দক্ষ কর্মী নিতে ফিনল্যান্ডকে অনুরোধ করেছে বাংলাদেশ। একইসঙ্গে দেশটিতে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আরও বৃত্তির পাশাপাশি বিদ্যমান ভিসা সংক্রান্ত সমস্যা সমাধানেরও অনুরোধ জানানো হয়েছে।
মঙ্গলবার (৮ মার্চ) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ-ফিনল্যান্ডের চতুর্থ যৌথ পরামর্শক সভায় এসব বিষয় উত্থাপন করে অনুরোধ জানিয়েছে ঢাকা।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ঢাকায় অনুষ্ঠিত পররাষ্ট্রসচিব পর্যায়ের সভায় বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) রাষ্ট্রদূত ড. মো. নজরুল ইসলাম। অন্যদিকে, ফিনল্যান্ডের পক্ষে দেশটির আন্ডার সেক্রেটারি অব স্টেট (আন্তর্জাতিক বাণিজ্য) জার্নো সিরজালাক নেতৃত্ব দেন। সভায় উভয়পক্ষ ব্যবসায়িক অংশীদারিত্ব সহজতর করার সুযোগ অন্বেষণে জোর দেন। সবুজ প্রযুক্তি, উদ্ভাবন এবং ডিজিটাল পরিষেবা, ই-কমার্স এবং টেক্সটাইলের মতো খাতে বাংলাদেশে বিনিয়োগের জন্য ফিনল্যান্ড সহযোগিতা করতে সম্মত হয়েছে।
উভয়পক্ষ সম্পদ দক্ষতা, টেকসই কৃষি এবং প্রযুক্তি স্থানান্তরের উপর জোর দিয়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা জোরদার করার জন্য আরও প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। ফিনিশ পক্ষ বর্জ্য ব্যবস্থাপনা, বর্জ্য থেকে শক্তি ও পানি পরিশোধনের ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধিতে আগ্রহ প্রকাশ করেছে।
এ ছাড়া, উভয়পক্ষ সাংস্কৃতিক বিনিময়, একাডেমিক সহযোগিতা, দক্ষতা উন্নয়ন এবং জনগণ থেকে জনগণের মধ্যে সংযোগের মাধ্যমে পারস্পরিক বোঝাপড়া উন্নীত করতেও সম্মত হয়েছে।
সভায় বাংলাদেশ বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মিয়ানমারে দ্রুত প্রত্যাবাসন নিশ্চিত করার জন্য ফিনল্যান্ডের সহায়তা চাওয়া হয়েছে। এ ছাড়া, উভয়পক্ষ আঞ্চলিক ও বৈশ্বিক উন্নয়ন নিয়ে আলোচনা করেছে এবং বহুপাক্ষিক বিষয়ে সহযোগিতা জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।
উল্লেখ্য, তিন দিনের সফরে বর্তমানে ফিনল্যান্ডের একটি প্রতিনিধিদল ঢাকা সফরে রয়েছে। তারা চলমান বিনিয়োগ সম্মেলনে যোগ দিয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) প্রতিনিধিদলটির ঢাকা ছেড়ে যাওয়ার কথা রয়েছে।
আমার বার্তা/জেএইচ