ই-পেপার বুধবার, ০২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

বারো জন মা পেলেন ‘গরবিনী মা’ সম্মাননা

আমার বার্তা অনলাইন:
১১ মে ২০২৫, ১৭:৫৯
আপডেট  : ১১ মে ২০২৫, ১৮:০৩

সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য প্রতিষ্ঠিত ১২ জনের মা পেলেন ‘গরবিনী মা ২০২৫’ সম্মাননা।

রোববার (১১ মে) রাজধানীর মহাখালীর রাওয়া কনভেনশন সেন্টারে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল আয়োজিত ‘গরবিনী মা’ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শান্তা জাহান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

ড. এম সাখাওয়াত হোসেন বলেন, মায়ের দুধের ঋণ কোনো সন্তানই শোধ করতে পারে না। তাই মায়ের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা থাকতে হবে আজীবন। মা-ই আমাদের জীবনের প্রথম ও শেষ আশ্রয়।

প্রধান অতিথি উন্নত চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি এমন আয়োজনের জন্য ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং এই ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ও বিসিআইর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রীতি চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন- হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও গরবিনী-মা সম্মাননার প্রধান উদ্যোক্তা ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন।

অনুষ্ঠানে গরবিনী মায়েদের সম্মাননা প্রদানের আগে প্রত্যেক সন্তান তাদের অনুভূতি ব্যক্ত করেন।

অর্থনৈতিক ক্যাটাগরিতে ‘গরবিনী মা-২০২৫’ সম্মাননা পেলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হুসনে আরা শিখার মা আয়েশা আক্তার।

হুসনে আরা শিখা বলেন, আমরা যারা ৭১ এর কাছাকাছি সময়ে জন্মগ্রহণ করেছি। যুদ্ধ পরবর্তী আর্থসামাজিক অবস্থার চ্যালেঞ্জের মধ্যে দিয়ে বড় হয়েছি। সেই সময়ে মা নিজে না খেয়ে সন্তানের মুখে খাবার তুলে দিয়েছেন পুষ্টির চাহিদা মেটানোর জন্য। নিজে পড়াশোনা করেননি কিন্তু তার ৫ সন্তানকে বুনিয়াদি প্রশিক্ষণ দিয়ে স্কুল ও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করিয়ে আমাদের ভালোবাসা দিয়ে মানুষের মতো মানুষ হওয়ার স্বপ্ন চোখে আঁকিয়ে দিয়েছেন। সেই হলো আমার মা। যখন বড় হলাম তখন মেয়ে সন্তানের জন্য চূড়ান্ত সিদ্ধান্ত হলো বিবাহ, ঠিক তখনি মা ঢাল হয়ে দাঁড়িয়েছেন; বলেন আগে আমার মেয়ে পড়বে মানুষ হবে। আবার যখন বিয়ে হয়ে গেলে এরপর আমার পরিবারের পাশে থেকে আগলে রেখেছে। আজকের এই দিনে গর্বিত আমার মাকে অন্তরের অন্তর থেকে শুভেচ্ছা ও অভিবাদন জানাচ্ছি।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা। দীর্ঘ ২৮ বছর ধরে দেশের ব্যাংকিং ও আর্থিক খাতের নীতিনির্ধারণী পর্যায়ে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন তিনি।

পেশাজীবনে ইতঃপূর্বে তিনি বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র, আর্থিক অন্তর্ভুক্তি বিভাগের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন ছাড়াও এসএমই ও স্পেশাল প্রোগ্রাম বিভাগ, বৈদেশিক মুদ্রা বিনিয়োগ বিভাগ, নীতিমালা বিভাগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগের দায়িত্ব পালন করেছেন।

ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাফিজউদ্দিন এবং আয়েশা আক্তারের পাঁচ সন্তান। জ্যেষ্ঠ কন্যা হুসনে আরা শিখার মতো আলোকিত বাকি চার সন্তানও।

ছোট মেয়ে ফারজানা শারমিন শিলা একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ, উত্তরা উইমেন অ্যান্ড চিলড্রেন হাসপাতালের পরিচালক ও ন্যাশনাল হেলথকেয়ার নেটওয়ার্কের অ্যাসোসিয়েট প্রফেসর। ছেলেদের মধ্যে আরশাদুর রহমান দেশের খ্যাতনামা বিভিন্ন ওষুধ কোম্পানি ও দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরামর্শক ফার্মাসিস্ট হিসেবে দায়িত্ব পালন শেষে বর্তমানে কানাডার বৃহত্তম রিটেইল ফার্মেসি চেইনের ফার্মেসি ব্যবস্থাপক, আসিফুর রহমান গ্রামীণফোনসহ দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন টেলিকম কোম্পানিতে দায়িত্ব পালন করা একজন টেলিকম বিশেষজ্ঞ এবং আরিফুর রহমান অভিজ্ঞ ব্যাংকার। বর্তমানে সোশ্যাল ইসলামী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার।

এবার বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য সমাজের প্রতিষ্ঠিত ১২ জন সুনাগরিকের গরবিনী মাকে সম্মাননা প্রদান করা হয়েছে।

তারা হলেন- প্রশাসন ক্যাটাগরিতে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান (সচিব) নাসরীন আফরোজের মা মনোয়ারা বেগম, আইন ও বিচার ক্যাটাগরিতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২, ব্রাহ্মণবাড়িয়ার বিচারক (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ রেজাউল করিমের মা রেজীয়া বেগম, শিক্ষা ক্যাটাগরিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খানের মা মোছাম্মৎ রেজিয়া খাতুন, অর্থনীতি ক্যাটাগরিতে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হুসনে আরা শিখার মা আয়েশা আক্তার, আইন শৃঙ্খলা ক্যাটাগরিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার কাজী নুসরাত এদীব লুনার মা ফরিদা আফরোজা, চিকিৎসা ক্যাটাগরিতে বাংলাদেশের ল্যাপারোস্কপিক সার্জারির পথিকৃৎ চিকিৎসক প্রফেসর সরদার এ নাঈমের মা রাজিয়া কাদের, প্রকৌশল ক্যাটাগরিতে খ্যাতিমান স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার ও হাইরাইজ বিল্ডিং এক্সপার্ট ইঞ্জিনিয়ার এ কে এম সাইফুল বারির মা মোছা. হাজেরা বেগম, সাংবাদিকতা ক্যাটাগরিতে বাংলাভিশনের ডেপুটি হেড অব নিউজ মো. মাহফুজুর রহমানের মা রাজিয়া খাতুন, সংগীত ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নন্দিত সঙ্গীত শিল্পী দিলশাদ নাহার কনার মা লুৎফুন্নাহার লুৎফা, অভিনয় (নারী) ক্যাটাগরিতে নন্দিত অভিনেত্রী ও মডেল ড. সুমাইয়া শিমুর মা লায়লা রহমান, অভিনয় (পুরুষ) ক্যাটাগরিতে নন্দিত নাট্য, চলচ্চিত্র অভিনেতা ও মডেল আব্দুন নূর সজলের মা কানিজ ফাতেমা এবং ব্র্যাক ব্যাংক প্রথম আলো ট্রাস্ট অদম্য মেধাবী তহবিল থেকে শিক্ষাবৃত্তি প্রাপ্ত অদম্য মেধাবী বর্ষা রানী বীণারর মা শ্রীমতী শৈল বালা।

গরবিনী মা-২০২৫ সম্মাননা প্রদান অনুষ্ঠানে সব মাকে সম্মাননা ক্রেস্ট, মেডেল, ফ্রি মাস্টার হেলথ চেক-আপ প্যাকেজ, উডেন পিকচার ও উপহার সামগ্রী প্রদান করা হয়।

উল্লেখ্য, গরবিনী মা সম্মাননা রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের একটি সামাজিক উদ্যোগ।

আমার বার্তা/এল/এমই

বাংলাদেশ ও বুর্কিনা ফাসোর মধ্যে সরাসরি তুলা বাণিজ্য প্রতিষ্ঠার প্রস্তাব

পশ্চিম আফ্রিকার দেশ বুর্কিনা ফাসোর প্রেসিডেন্ট ক্যাপ্টেন ইব্রাহিম ট্রাওরের কাছে পরিচয়পত্র পেশ করেছেন দেশটিতে নিযুক্ত

জুলাই বিপ্লবের শহিদরা দেশ ও জাতিকে মুক্তির পথ দেখিয়েছে: ধর্ম উপদেষ্টা

জুলাই বিপ্লবের শহিদরা দেশ ও জাতিকে মুক্তির পথ দেখিয়েছে বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড.

দেশে কোনো জঙ্গি নেই, আছে ছিনতাইকারী : ডিএমপি কমিশনার

বাংলাদেশে কোনো জঙ্গি নেই বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত

চট্টগ্রাম বন্দর পরিচালনার দায়িত্ব নিয়ে সিদ্ধান্ত বুধবার: সাখাওয়াত হোসেন

চট্টগ্রাম বন্দর পরিচালনার দায়িত্ব কাদেরকে দেওয়া হবে, সে ব্যাপারে বুধবার (২ জুলাই) সিদ্ধান্ত হবে বলে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দীঘিনালায় বিদ্যুৎ অফিস এর দূর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন

ধর্মপাশায় বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ, পুলিশ কনস্টেবল গ্রেফতার

ইনসাফভিত্তিক মানবিক দেশ প্রতিষ্ঠার এখনই সময়: তারেক রহমান

সংস্কারের কথা বিএনপিই সবার আগে বলেছে: মির্জা ফখরুল

শহীদদের আত্মত্যাগে গড়া হবে নতুন বাংলাদেশ: খালেদা জিয়া

বাংলাদেশ ও বুর্কিনা ফাসোর মধ্যে সরাসরি তুলা বাণিজ্য প্রতিষ্ঠার প্রস্তাব

হাতিয়ায় যৌথ অভিযানে অস্ত্র-চোরাইমালসহ আটক ৪

হালদা নদীকে নারী নির্যাতনের মতো নির্যাতন করা হয়: ফরিদা আখতার

অন্তর্বর্তী সরকার গঠন নিয়ে লিভ-টু-আপিলের শুনানি ১৬ জুলাই

ঢাকার বায়ুদূষণ রোধে ‘ডিগ্রেডেড এয়ারশেড’ চিহ্নিত করা হবে: পরিবেশ উপদেষ্টা

জুলাই বিপ্লবের শহিদরা দেশ ও জাতিকে মুক্তির পথ দেখিয়েছে: ধর্ম উপদেষ্টা

দেশে কোনো জঙ্গি নেই, আছে ছিনতাইকারী : ডিএমপি কমিশনার

বুলাওয়ে টেস্টে জিম্বাবুয়েকে ৩২৮ রানে হারালো দক্ষিণ আফ্রিকা

প্রহসনের নির্বাচনে দায় স্বীকার করলেন সাবেক সিইসি নূরুল হুদা

যেসব ইস্যুতে ঐকমত্য, সেসবেই সংস্কার হবে: মাহমুদুর রহমান মান্না

জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত না করা অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা

‘নিছক ছাত্র আন্দোলন’ বলেছিল, এখন বলছে আমাদের ছাড়া সংস্কার নয়

সারজিস-হাসনাতকে ১০০ বার ফোন দিলেও একবারও ধরেন না

চট্টগ্রাম বন্দর পরিচালনার দায়িত্ব নিয়ে সিদ্ধান্ত বুধবার: সাখাওয়াত হোসেন

জাতীয় নির্বাচন ঘিরে দৌড়ঝাঁপ, স্থানীয় ভোট ইসির রাডারে নাই