ই-পেপার শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২

স্বাধীনতার স্বপ্ন ও পরিবারতন্ত্রের অভিশাপ

রহমান মৃধা:
৩০ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৩

বাংলাদেশ নামে পরিচিত একটি দেশ আমরা পেয়েছি, কিন্তু সকলের ভাগ্যে সেই স্বাধীনতার স্বাদ পাওয়া সম্ভব হয়নি। হবে কী করে? শুরু থেকেই আমাদের ভেতরে দ্বন্দ্ব ও দ্বিমত ছিল। পরে স্বাধীনতার স্বাদ সীমাবদ্ধ হয়ে পড়ে পরিবারতন্ত্রে, আর শেষ পর্যন্ত থেমে যায় স্বৈরশাসকের হাতে।

দীর্ঘ ১৬ বছরের শাসনকালে শেখ হাসিনা গণতন্ত্রকে কার্যত বলি দিয়ে স্বৈরতান্ত্রিক ক্ষমতা কায়েম করেছিলেন। ঘুম, খুন, ভোটচুরি, দমন–পীড়ন—সবই ঘটেছে তার আমলে। অবশেষে ৫ আগস্ট ২০২৪ সালে তিনি দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন। নতুন রক্তের আত্মত্যাগের বিনিময়ে জাতি সেদিন এক নতুন স্বাধীনতার স্বাদ পায়, যদিও সেই অর্জন কতদিন স্থায়ী হবে—সন্দেহ রয়ে গেছে।

শেখ মুজিব থেকে শেখ হাসিনার শাসনকাল পর্যন্ত সময়টুকু আমার কাছে জাতির জন্য আশীর্বাদ নয়, বরং এক অপ্রিয় অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। যে স্বপ্ন ও আশার আলো নিয়ে জনগণ স্বাধীনতার পথে রক্ত দিয়েছিল, সেই আলো নিভে গেছে পরিবারতন্ত্র, স্বৈরাচার ও দুর্নীতির অন্ধকারে। দুঃখের বিষয়, এই দীর্ঘ যাত্রায় কোথাও অনুশোচনার ছায়া নেই। শেখ হাসিনার উচিৎ ছিলো ভুল স্বীকার করে জাতির কাছে ক্ষমা চাওয়া, কিন্তু তার পরিবর্তে তিনি পাপের বোঝা ভারি করেছেন আরও বেশি করে। আজ তিনি পার্শ্ববর্তী দেশে বসবাস করছেন, অথচ আওয়ামী লীগের সমর্থকগোষ্ঠীর ভেতরও কোনো অনুশোচনা বা আত্মসমালোচনার চিহ্ন দেখা যায় না—এটাই আমার সবচেয়ে বড় কষ্ট।

ফুল তার গন্ধ ও সৌন্দর্য নিয়ে একসময় ঝরে পড়ে—ঠিক যেমন যারা দেশটিকে ভালোবেসে স্বাধীন করেছিল, তারা ফুলের মতো ঝরে পড়েছে, কিন্তু রেখে গেছে স্মৃতি। কিছু স্মৃতি মায়ামমতায় ভরা, কিছু ঘৃণা ও বিদ্বেষে, আর কিছু করুণার বহিঃপ্রকাশ। কিন্তু ঝরা ফুলের স্মৃতি কখনও শেষ নয়। যারা স্বপ্ন দেখেছিল, যারা ভালোবেসেছিল, তারা আমাদের মনে রেখে গেছে গন্ধ, রঙ, সৌন্দর্য এবং ত্যাগের গল্প।

দেশের নতুন রক্ত, নতুন প্রজন্ম, নতুন চিন্তা—এরা যদি স্মৃতি থেকে শিক্ষা নেয়, ভুলকে পুনরাবৃত্তি না করে, তবে ঝরা ফুল যে বীজ বপন করেছে, তা আবার ফুঁটি উঠবে। স্বাধীনতা কেবল নাম নয়; এটি চেতনা, সংগ্রাম, ভালোবাসা ও আত্মত্যাগের মিলন। আমরা যারা বেঁচে আছি, আমাদের দায়িত্ব হলো সেই ফুলের গন্ধ ও সৌন্দর্য ধরে রাখা, ইতিহাসকে সম্মান করা, এবং আগামী প্রজন্মের জন্য নতুন আলো বপন করা।

ফুলের মতো যারা ঝরে পড়েছে, তারা কি শুধু আমাদের দিকে তাকিয়ে হাসছে, স্মৃতির আলো ছড়াচ্ছে? নাকি আমাদের ব্যর্থতায় দুঃখও পাচ্ছে? আজও আমাদের দেশে দুর্নীতি, লুটপাট, পাচার, ক্ষমতার অপব্যবহার ও প্রশাসনিক ব্যর্থতার মতো বাস্তব চ্যালেঞ্জ বিদ্যমান। শিক্ষিত যুবকরা সুযোগের অভাবে হতাশ, কৃষক ও শ্রমিকরা দারিদ্র্যের শিকলে আটকে আছে। স্বপ্ন আর সংগ্রামের মাঝেই এই বাস্তবতা আমাদের মনে করিয়ে দেয়—ঝরা ফুলের স্মৃতিকে শুধু পূজার মতো নয়, সতর্কতার আলো হিসেবেও ধারণ করতে হবে।

অর্থনৈতিক ও প্রশাসনিক চ্যালেঞ্জ : দেশের অর্থনীতি আজ নানা সমস্যার মুখোমুখি। অবকাঠামোগত দুর্বলতা, বিদ্যুৎ ও পানির সংকট, বাজারের অস্থিতিশীলতা, শিল্প ও কৃষিখাতের সীমাবদ্ধতা—এসব দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করছে। এর সমাধান সম্ভব কার্যকর প্রশাসন, স্বচ্ছতা ও দায়িত্বশীলতার মাধ্যমে। স্থানীয় প্রশাসন থেকে কেন্দ্রীয় নীতি পর্যন্ত জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। দুর্নীতি, লুটপাট ও পাচার রোধে শক্তিশালী ব্যবস্থা অপরিহার্য।

প্রযুক্তি ও উদ্ভাবন : ডিজিটাল প্রযুক্তি, ডেটা অ্যানালিটিকস, স্মার্ট কৃষি, স্বাস্থ্যসেবা ও শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার দেশের উন্নয়নে ক্রান্তিকালীন ভূমিকা রাখতে পারে। নতুন প্রজন্মের উদ্ভাবনী শক্তি ও প্রযুক্তিগত দক্ষতা কাজে লাগিয়ে উৎপাদনশীলতা বৃদ্ধি, ব্যবসা সম্প্রসারণ ও সামাজিক সেবা উন্নত করা সম্ভব।

নতুন প্রজন্মের ভূমিকা : যুবশক্তি দেশের সবচেয়ে বড় সম্পদ। তাদের উদ্ভাবনী চিন্তা ও এনার্জিকে কাজে লাগাতে হবে। শুধু শিক্ষায় নয়, বাস্তব জীবনের সমস্যার সমাধান, নেতৃত্ব, সামাজিক উদ্যোগ ও প্রযুক্তিগত উদ্ভাবনে অংশগ্রহণের সুযোগ দিতে হবে।

শিক্ষা ও মানবসম্পদ : শিক্ষার মান বৃদ্ধি ও বাস্তব জীবনের সঙ্গে সংযোগ স্থাপন অপরিহার্য। নৈতিক মূল্যবোধ, সৃজনশীলতা ও সমস্যা সমাধানের দক্ষতা শিক্ষা ব্যবস্থার অংশ হতে হবে। এর মাধ্যমে নতুন প্রজন্ম অর্থনৈতিক, সামাজিক ও নৈতিকভাবে শক্তিশালী হয়ে উঠবে।

সামাজিক ন্যায় ও সমতা : দারিদ্র্য, বৈষম্য ও লিঙ্গ বা সামাজিক অসাম্য রোধ করা অপরিহার্য। নতুন প্রজন্মকে কেবল অর্থনৈতিক উন্নয়নে নয়, সামাজিক ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় যুক্ত করতে হবে।

পরিবেশ ও টেকসই উন্নয়ন : জলবায়ু পরিবর্তন, নদী ও কৃষিক্ষেত্রের অবস্থা, শহর ও গ্রামীণ এলাকায় পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় টেকসই উন্নয়ন অপরিহার্য। প্রযুক্তি ও প্রশাসনের সমন্বয়ে দীর্ঘমেয়াদি সমাধান গড়তে হবে।

স্থানীয় উদ্যোগ ও স্টার্টআপ : গ্রামীণ প্রযুক্তি, ক্ষুদ্র উদ্যোগ ও নতুন ব্যবসা দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে পারে। নতুন প্রজন্মের উদ্ভাবনী চিন্তা ও এনার্জি স্থানীয় সমস্যার সমাধানে কাজে লাগানো উচিত।

রাজনৈতিক সংস্কার ও অংশগ্রহণ : জনসচেতনতা বৃদ্ধি, ভোট ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। ক্ষমতার অপব্যবহার রোধে নতুন প্রজন্মকে নেতৃত্ব, পর্যবেক্ষণ ও নীতি নির্ধারণে যুক্ত করতে হবে।

চূড়ান্ত বার্তা : আমরা যারা বেঁচে আছি, সেই আলোয় পথ খুঁজে নতুন ফুল ফোটাতে চাই। কিন্তু নতুন প্রজন্মের শক্তি, উদ্ভাবনী চিন্তা, সততা ও দায়িত্ব একত্রিত না হলে প্রকৃত পরিবর্তন সম্ভব নয়। প্রযুক্তি, প্রশাসন, শিক্ষা, অর্থনীতি, সামাজিক ন্যায় ও পরিবেশ—এসব উপাদান সমন্বিতভাবে কাজ করলে ঝরা ফুলের বীজ শুধু ফুঁটি উঠবে না, বরং টেকসই, শক্তিশালী ও সমৃদ্ধ দেশের ভিত্তি গড়বে।

আমরা সবাই একদিন ফুলের মতো ঝরে যাবো—এটাই জীবনের নিয়ম। কিন্তু প্রশ্ন হলো—আমরা কি ফুলের সৌন্দর্য, গন্ধ আর আলো রেখে যাবো, নাকি ধ্বংস, লুটপাট ও ব্যর্থতার স্মৃতিই ভবিষ্যৎ প্রজন্মকে উপহার দেবো? যারা ফুলের মতো ঝরে পড়েছে, তারা আমাদের দিকে তাকিয়ে শুধু হাসছে না, তারা আমাদের সতর্কও করছে—এখনই সিদ্ধান্ত নিতে হবে আমরা কেমন উত্তরাধিকার রেখে যাবো।

এই দীর্ঘ ট্রাজেডির পরও আমাদের জাতি হিসেবে শিক্ষা নিতে হবে—আমরা আর কোনো পরিস্থিতিতেই পরিবারতন্ত্রকে বাংলাদেশে জায়গা দেবো না। কারণ একই ভুল আমরা আর কখনোই করতে পারি না। একটি ফুলকে বাঁচাতে হলে যেমন যত্ন, ভালোবাসা ও সুরক্ষা প্রয়োজন, তেমনি একটি জাতিকে টিকিয়ে রাখতে হলে দরকার সমন্বিত পদক্ষেপ—যেখানে জনগণের অধিকার, ন্যায় ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা অবিচল লড়াই করব। এটাই হবে ঝরা ফুলের প্রতি আমাদের সবচেয়ে বড় সম্মান।

লেখক: সাবেক পরিচালক, ফাইজার, সুইডেন।

আমার বার্তা/জেএইচ

মিয়ানমারে নির্বাচন প্রস্তুতি আরাকান আর্মির রোহিঙ্গা সংযোগ

মিয়ানমারের চলমান সংকট একটি রাজনৈতিক সমস্যা, এবং রাজনৈতিকভাবে এর সমাধান করতে হবে। রাজনৈতিক পদক্ষেপের অংশ

নতুন আশা ও সম্ভাবনার দ্বার উন্মোচনে নোবেল প্রাইজ

উনিশ শো এক সালে প্রতিষ্ঠিত নোবেল পুরস্কার বিশ্বের সবচেয়ে সম্মানজনক পুরস্কার। অসাধারণ মৌলিক গবেষণা আবিষ্কার

আমাদের জীবনের বস্ত্র তুলা

“আমাদের জীবনের বস্ত্র তুলা” এই  প্রতিপাদ্যকে সামনে রেখে বিগত কয়েক বছরের মত এ বছর ও

শিক্ষা ও সামাজিক নিরাপত্তা নারীর অধিকার

নারীর অধিকার আজকের বিশ্বে আর কেবল একটি আলোচ্য বিষয় নয় বরং এটি মানবাধিকার ও সামাজিক
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মালিক বিহীন ১ লাখ ইয়াবা জব্দ

প্রাথমিকভাবে মনোনীত শতাধিক প্রার্থীর নাম ঘোষণা এবি পার্টির

কারখানায় ভয়াবহ আগুনে ভেঙে পড়ছে দেয়াল, হচ্ছে বিস্ফোরণ

টাঙ্গাইলে ভ্যান-মাহিন্দ্রা-পিকআপের ত্রিমুখী সংঘর্ষে ৪ নিহত

স্ত্রীসহ সাবেক বিএফআইইউ প্রধান শাহীনুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা

স্বাধীনতার ঘোষণা বাদে জুলাই সনদে স্বাক্ষর করবে না সিপিবিসহ চার দল

চট্টগ্রামে কারখানায় আগুন নিয়ন্ত্রণে যোগ দিলো সেনা-নৌবাহিনী

রাকসু নির্বাচন ঘিরে ছাত্রশিবিরের বিরুদ্ধে নানা অভিযোগ ছাত্রদল প্যানেলের

৩৩ গুণ বেশি দামে পণ্য কিনে ফাঁসলেন রেলের শীর্ষ ১৮ কর্মকর্তা

সাবের হোসেন চৌধুরী ও তার স্ত্রীর নামে দুদকের ২ মামলা অনুমোদন

বৈশ্বিক মন্দার মধ্যেও দেশে বিদেশি বিনিয়োগ বেড়েছে ৬১ শতাংশ

শান্তিপূর্ণ আন্দোলন-শ্রেণি কক্ষে কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা শিক্ষকদের

বাণিজ্য উপদেষ্টার সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের বৈঠক

জুলাই আন্দোলনে মাস্টারমাইন্ড কেউ ছিল না

জুলাই সনদ অনুষ্ঠান আমন্ত্রণ জানানো হবে খালেদা জিয়া ও তারেক রহমানকে

দিনের বেলায় নামাজের নিষিদ্ধ তিন সময়

চট্টগ্রাম ইপিজেডের কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১৬ ইউনিট

চুক্তিভিত্তিক জনবল নিয়োগ দেবে অ্যাকশনএইড

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

দেশে ডেঙ্গুজ্বরে আরও ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫৫ জন