বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেছেন, এখন যেন আমাদের মনে না হয় যে আমাদের অপজিশন নাই, যাই খুশি তাই করবো। আপানারা ওই জিনিসটা দাঁড় করান। আমাদেরকে আর স্বৈরাচার হতে দিয়েন না।
শনিবার (২১ ডিসেম্বর) এক ভিডিওতে তাকে এ কথা বলতে শোনা যায়।
আন্দালিব রহমান পার্থ বলেন, এই জনগণ ৫০ বছরই তো রাজনীতিবিদদের দেখেছে। আজকে এখানে আমার সব কথা বলা উচিত না। কিন্তু মনে হলো রক্ষী বাহিনীর কথা কেন এখন মনে পড়লো? এই রক্ষী বাহিনীর পরেও কি ২০০৮ সালে আওয়ামী লীগ নির্বাচিত হয় নাই? আওয়ামী লীগ এমপি বানায় নাই? এই ইয়াবা বদি, বিচ্ছু শামসুদের কি এসপিরা স্যালুট দেয় নাই? এগুলোই বাস্তব।
পার্থ বলেন, আমরা পলিটিক্স করি আমরা জানি, যদি রাজনীতিবিদ ভালো না হয় যতই সেমিনার করি কোনো লাভ হবে না। দেশে একজন ভালো মানুষ লাগবে সব ঠিক হয়ে যাবে। আমি বলতে চাচ্ছি আপনারা আজকে ভালো রাজনীতিবিদ আনার জন্য সেমিনার করেন। আপনাদেরকে শ্রদ্ধার সাথে বলছি, যদি শেখ হাসিনা টিকে যেত এই সেমিনার কি হতো? আমরা যখন মার খেতাম, এই আন্দোলনের আগে আমাদেরকে যখন ধরে নিয়ে যেত। ছাত্রদল কিংবা জামায়াত করলেই যখন মৃত্যুটা খুব স্বাভাবিক ব্যাপার ছিল। তখন কিন্তু আমরা সেমিনার হতে দেখি নাই।
এই রাজনীতিবিদ আরও বলেন, হেফাজতের বাচ্চা বাচ্চা ছেলেদেরকে যখন কান ধরে উঠাতো-বসাতো সেই সময় কিন্তু আমাদের গায়ে লাগে নাই। গায়ে লেগেছে যখন নর্থ সাউথ আর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে গোলাগুলি হয়েছে। কেন? কারণ সেখানে আমার ভাই-বোনেরা পড়ে। তো জাতি হিসেবে আমরা কতখানি স্বার্থপর?
আপনার যখন নৈতিক অবক্ষয় হবে, সব দিক থেকেই হবে উল্লেখ করে তিনি বলেন, প্রত্যেকটি সেক্টর খারাপ। আপনি কোথায় পাবেন ভালো রাজনীতিবিদ। কে রাজনীতি করবে? গত ২০ বছরে কারা রাজনীতি করেছে? মাথা যদি ঠিক না থাকে কিছুই ঠিক থাকবে না। আপনারা তাই করুন যাতে আগামীতে ভালো মানুষরা রাজনীতিতে আসে।
আমার বার্তা/এমই