ই-পেপার মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

গণহত্যার দায়ে আ.লীগকে বিচারিক প্রক্রিয়ায় আনা দরকার

ড. ইউনূসকে বিএনপি
আমার বার্তা অনলাইন
১১ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২৮

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ৮ আগস্ট নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ক্ষমতা গ্রহণ করে অন্তর্বর্তী সরকার। আর এই সরকারের ক্ষমতা গ্রহণের ৬ মাস উপলক্ষ্যে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ৩ সদস্যের প্রতিনিধি দল।

এছাড়া লিখিত বক্তব্যে, গণহত্যার দায়ে আওয়ামী লীগকে বিচারিক প্রক্রিয়ায় আনার সুপারিশ করেছে বিএনপি।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬ টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এই বৈঠক হয়। বৈঠকে বিএনপির পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের ছয় মাস, বিরাজমান রাষ্ট্র পরিস্থিতি বিষয়ে পরামর্শ শীর্ষক একটি লিখিত বক্তব্য দেওয়া হয়।

এতে বলা হয়, দীর্ঘ প্রায় ১৬ বছর ফ্যাসিবাদ বিরোধী রক্তঝরা আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় ২০২৪ এর জুলাই-আগষ্টের অভূতপূর্ব ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ ফ্যাসিবাদ মুক্ত হয়। গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী বৈষম্যহীন, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার ভিত্তিক একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের স্বপ্ন পূরণের জন্য দেশের জনগণ অপেক্ষমাণ।

মির্জা ফখরুলের সাক্ষরিত লিখিত বক্তব্যে আরও বলা হয়, আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, হাজারো শহীদের আত্মত্যাগের মধ্য দিয়ে বিতাড়িত পতিত পরাজিত পলাতক স্বৈরাচার এবং তার দোসরদের উসকানিমূলক আচরণ, জুলাই আগস্টের রক্তক্ষয়ী ছাত্র গণঅভ্যুত্থান সম্পর্কে অশালীন এবং আপত্তিকর বক্তব্য-মন্তব্য দেশের জনগণের মধ্যে তীব্র ক্ষোভ এবং ক্রোধের জন্ম দিয়েছে। এরই ফলশ্রুতিতে অতি সম্প্রতি ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পতিত স্বৈরাচারের স্মৃতি, মূর্তি, স্থাপনা ও নামফলকসমূহ ভেঙে ফেলার মতো স্পৃহা দৃশ্যমান হয়েছে।

পতিত ফ্যাসিবাদী দল আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচি ঘোষণার মধ্য দিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করে যাচ্ছে বলে দাবি করে ড. ইউনূসকে দেওয়া লিখিত বক্তব্যে বিএনপি বলে, প্রতিবেশী একটি রাষ্ট্রের সহায়তায় দেশের বাইরে থেকে ফ্যাসিস্ট হাসিনা এই তৎপরতা চালিয়েই যাবে। সুতরাং গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে বিচারিক প্রক্রিয়ায় নিয়ে আসা দরকার।

বিএনপি মনে করেন, বর্তমান অন্তর্বর্তী সরকার গত ৬ মাসেও পলাতক স্বৈরাচার এবং তাদের দোসরদেরকে আইনের আওতায় আনতে যথেষ্ট কার্যকর পদক্ষেপ জনসম্মুখে দৃশ্যমান করতে সফল হয়নি বলে জনমনে প্রতিভাত হয়েছে, ফলে জনগণ আইন নিজের হাতে তুলে নেওয়ার মতো বেআইনি কর্মকাণ্ডে উৎসাহিত হচ্ছে। একটি সরকার বহাল থাকা অবস্থায় জনগণ এভাবে নিজের হাতে আইন তুলে নিলে দেশে-বিদেশে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে।

বিএনপি আরও বলে, অথচ জুলাই ছাত্র-গণঅভ্যূত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী জনগণের প্রত্যাশা ছিল দেশে আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠিত হবে, যা বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া বাঞ্ছনীয় ছিল।

বিরাজমান অস্থিতিশীল রাষ্ট্র পরিস্থিতি, দ্রব্য মূল্যের উর্দ্ধগতি, অবনতিশীল আইন-শৃঙ্খলা পরিস্থিতি, বিনিয়োগ-বাণিজ্যে স্থবিরতা ও বাজার সরবরাহ ব্যবস্থায় নৈরাজ্যপনা ইত্যাদি সীমাহীন জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে প্রতিনিয়ত নানান ধরনের দাবি নামা নিয়ে মব কালচারের মাধ্যমে সীমাহীন জনদুর্ভোগ, সড়কে উত্তেজনা ও বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে নাগরিকদের মধ্যে হতাশা সৃষ্টির প্রয়াস লক্ষণীয়, যা সরকার যথাযথ পদক্ষেপ গ্রহণে মুন্সিয়ানা দেখাতে ব্যর্থ হচ্ছে। এক ধরনের সামাজিক নৈরাজ্যের বিস্তার লক্ষ্য করা যাচ্ছে।

এই পরিস্থিতির উন্নয়নের মাধ্যমে জনগণের সার্বিক আকাঙ্ক্ষা ও অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এবং সার্বিক গণতান্ত্রিক, সাংবিধানিক অধিকার নিশ্চিত করন ও রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীলতা আনায়নের লক্ষ্যে জন-আকাংখা অনুযায়ী দ্রুত নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করা প্রয়োজন।

বক্তব্যে আরও বলা হয়, ফ্যাসীবাদী আওয়ামী দুঃশাসন পতন হয়েছে, ছাত্র-জনতার অভ্যুত্থান বিজয়ী হয়েছে এবং সাংবিধানিকভাবে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। ইতিমধ্যে জনগণের বিপুল সমর্থন ও প্রত্যাশার উপর দাঁড়িয়ে অন্তর্বর্তী সরকারও ছয় মাস পার করেছে। কিন্তু জনপ্রত্যাশা বা গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা কতটুকু এর মধ্যে পুরন হয়েছে তা একটি বিশাল প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে জনমনে। জনগণের বিভিন্ন দাবি-দাওয়ার বিষয়ে সরকার মুন্সিয়ানা দেখাতে পারছেনা। ফলে জনগণের আশাভরসা, প্রত্যাশা দ্রুত নিন্ময়মান হয়ে যাচ্ছে।

নির্বাচিত সরকার না থাকায় অর্থনৈতিক উন্নয়ন এবং বিনিয়োগের গতি স্থবির হয়ে পড়েছে বলে মনে করে বিএনপি। দলটির পক্ষ থেকে বলা হচ্ছে- অন্তর্বর্তী সরকারের সঙ্গে উন্নয়ন সহযোগী দেশসহ বিশ্বে অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানগুলো উন্নয়ন সংক্রান্ত অর্থনৈতিক চুক্তি করতে দ্বিধাগ্রস্ত থাকে। তাদের সঙ্গে কোনো দেশ, সংস্থা কোনো প্রকার সহযোগিতা চুক্তিতে আসতে আস্থা পায় না। উন্নয়ন অগ্রযাত্রায় দেশ পিছিয়ে পড়ছে।

অন্তর্বর্তী সরকারের কোনও কোনও উপদেষ্টা ক্ষমতায় থেকে রাজনৈতিক দল গঠন প্রক্রিয়ায় জড়িত রয়েছে মর্মে জনমনে সংশয় সৃষ্টি হয়েছে বলে উল্লেখ করে চিঠিতে বিএনপি জানায়, এ প্রক্রিয়ায় প্রশাসন যন্ত্রকে ব্যবহার করার নানা প্রকার লক্ষণ ক্রমেই প্রকাশ পাচ্ছে যা দেশ ও গণতন্ত্রের জন্যে মোটেই সুখকর নয়। জনগণের প্রত্যাশা অনুযায়ী যথাযথ গণতান্ত্রিক রাজনৈতিক প্রক্রিয়ায় যে কোনো দলের আত্মপ্রকাশ কে আমরা স্বাগত জানাবো।

বিগত সরকারের আমলে দায়ের হওয়ার মামলাগুলো দ্রুততম সময়ে প্রত্যাহার ঘোষণা দিয়ে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানায় বিএনপি।

আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার আহ্বান জানিয়ে চিঠিতে আরও বলা হয়, অস্বাভাবিক দ্রব্য মূল্য বৃদ্ধি রোধ, দ্রুত নির্বাচনী রোড ম্যাপ প্রদান, প্রশাসনের সর্বস্তরে পতিত ফ্যাসিবাদের দোসর মুক্ত করার আহ্বান জানায় বিএনপি। পাশাপাশি প্রধান উপদেষ্টা এবং তার সরকারের প্রতি বিএনপি সহযোগিতা অব্যাহত থাকবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।

আমার বার্তা/জেএইচ

অন্তর্বর্তীকালীন সরকার পুরোপুরি পক্ষপাতদুষ্ট: বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, অন্তর্বর্তী সরকার চরিত্রের দিক দিয়ে দল

দেশের মানুষ এখনো প্রাপ্য অধিকার ও মর্যাদা ফিরে পায়নি: আখতার হোসেন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, স্বাধীনতার ৫০ বছর অতিক্রম করলেও দেশের

এয়ারপোর্টের আগুন ফ্যাসিস্ট হাসিনার নাশকতার অংশ: আমান

এয়ারপোর্টে আগুন লাগার ঘটনা ফ্যাসিস্ট শেখ হাসিনার নাশকতার অংশ বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা

বিপদে ফেলে পালিয়ে যাওয়া নেতা আমরা চাই না: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যে নেতা বিপদের সময় কর্মীদের ফেলে পালিয়ে যায়,
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অর্থনৈতিক সংকট উত্তরণে বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা অপরিহার্য: খসরু

প্রাথমিকে প্রধান শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

রাজশাহীর পদ্মা নদীতে বিলুপ্ত প্রজাতির কুমিরের দেখা মিললো, চাঞ্চল্যের সৃষ্টি

অন্যায়ভাবে বাংলাদেশে এসে ভারতীয় জেলেদের মাছ ধরা বন্ধ করতে হবে

মেয়েকে হত্যার দায়ে বাবার সাত বছরের সশ্রম কারাদণ্ড

বাংলাদেশ-পাকিস্তান বাণিজ্য কার্যক্রম বৃদ্ধি পেয়েছে

ফ্যাসিস্ট হাসিনা সরকার কৃষি ব্যাংক ধ্বংস করে গেছে: ফয়েজ উদ্দিন

এলজিইডি কার্যালয়ের পিয়ন এখন ‘কোটিপতি অফিস সহকারী’

সরকারকে পরামর্শ দিতে তথ্য মন্ত্রণালয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি গঠন

চলতি মাসেই সার উৎপাদনে গ্যাসের দাম বৃদ্ধির প্রক্রিয়া প্রায় চূড়ান্ত

অন্তর্বর্তীকালীন সরকার পুরোপুরি পক্ষপাতদুষ্ট: বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

পর্ন তারকা যুগলের সাত দিনের রিমান্ড চেয়েছে পুলিশ

সরকারি টাকায় ব্যক্তিগত বিমান কিনে তোপের মুখে মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী

খুলনার ফুলতলায় গৃহবধূকে গলা কেটে হত্যা, যুবক আটক

ইউএস-বাংলায় যুক্ত হলো তৃতীয় এয়ারবাস ৩৩০,বহরে এয়ারক্রাফট ২৫টি

এশিয়ান যুব গেমসে প্রথমবার পদক বাংলাদেশের মেয়েদের

জোবায়েদের খুনিদের ফাঁসির দাবিতে আদালতপাড়ায় ছাত্রদলের বিক্ষোভ

রংপুরের কোম্পানী মোড়ে পুলিশের ওপর হামলার চেষ্টা অটোচালকের

কুড়িগ্রামের যুবকের ঝুলন্ত মরদেহ মিলল রংপুরে

বাস্তবতার নিরিখে শিক্ষকদের বিষয়ে সিদ্ধান্ত নিতে হয়েছে: প্রধান উপদেষ্টা