আমরা নির্বাচনে যাব নির্বাচনের পরিস্থিতি দেখে। যদি নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড না থাকে, একতরফা নির্বাচন হলে কারও নির্বাচনের বৈধতা দিতে জাতীয় পার্টি নির্বাচনে যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) জাতীয় পার্টির বনানী কার্যালয় মিলনায়তনে জাতীয় শ্রমিক পার্টির যৌথ সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ মন্তব্য করেন।
সভায় এক প্রশ্নের উত্তরে জিএম কাদের বলেন, সংস্কার বিষয়ে সরকার আমাদের ডাকেনি। সংস্কার প্রসঙ্গে আমাদের সঙ্গে কোন আলোচনা হয়নি। আমাদের সঙ্গে আলোচনা হলে, আমরা এটাই বলব সংস্কার প্রস্তাবগুলো প্রকাশ করুন। নির্বাচনের পরে যারা সরকার গঠন করবে তারাই সংস্কার বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নেবে। এখনই সংস্কারে হাত না দেয়াটাই আমাদের পরামর্শ ।
তিনি আরও বলেন, দোষী অভিযোগ করলেই কেউ দোষী হয় না। সব দলকেই জনগণের সামনে রাজনীতি করতে দেওয়া উচিত। দেশ এখন খারাপের দিকে যাচ্ছে। মানুষের অবস্থা ভালো না। সমস্ত রাজনৈতিক দলের অংশগ্রহণে নির্বাচন হতে হবে। আমরা কি আন্দোলন করতেই থাকবো? তাহলে দেশ কোথায় যাবে?
শ্রমিক পার্টির নির্বাহী কমিটির যৌথ সভায় কাজী মেফতাহ উদ্দিন জসীমের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শেখ মো. শান্ত।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য শেরীফা কাদের, জাতীয় শ্রমিক পার্টির শওকত হোসেন দুলাল, মো. কামরুজ্জামান খান, আলমগীর হোসেন, মো. হারুন অর রশীদ, নুরুদ্দিন আহমেদ, মামুন হাওলাদার, শাহীন খান ও বিভিন্ন জেলার নেতৃবৃন্দ।
সভায় উপস্থিত ছিলেন, চেয়ারম্যানের উপদেষ্টা মো. খলিলুর রহমান খলিল, ভাইস চেয়ারম্যান সুলতান আহমেদ সেলিম, যুগ্ম মহাসচিব এবিএম লিয়াকত হোসেন চাকলাদার, খন্দকার দেলোয়ার জালালী, সম্পাদকমন্ডলীর সদস্য শেখ সারোয়ার হোসেন, মিজানুর রহমান মিরু, মাহমুদ আলম, এমএ রাজ্জাক খান প্রমুখ।
আমার বার্তা/এমই