ই-পেপার বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩৩

রমজানে আল্লাহর প্রতি ভালোবাসা বৃদ্ধি করবেন যেভাবে

আমার বার্তা অনলাইন
১৭ মার্চ ২০২৫, ১০:৪২

আমলের মাধ্যমে মানুষের ঈমান বাড়ে ও কমে। আল্লাহর আনুগত্য করলে ঈমান বাড়ে, অবাধ্যতা করলে ঈমান কমে। নামাজ আদায় করলে ঈমান বাড়ে, ফিতনা-ফাসাদে জড়ালে কমে। সঠিক পথে চললে বাড়ে, ভুল পথে চললে কমে। আল্লাহ তায়ালা বলেন, আর যারা সুপথ প্রাপ্ত হয়েছে, তিনি তাদের সুপথে চলার প্রেরণা বাড়িয়ে দেন এবং তাদের তাকওয়া দান করেন। (সূরা মুহাম্মদ, আয়াত : ১৭)

অন্য আয়াতে বলা হয়েছে, যেন তাদের ঈমানের সাথে ঈমান আরও বৃদ্ধি পায়। (সূরা ফাতহ, আয়াত, ০৪)

রমজান মাসে বান্দা তার রবের খুব নিকটবর্তী হওয়ায় তার ঈমান বৃদ্ধি পায়, বিশ্বাস প্রগাড় হয় এবং তাওহীদের আলোয় হৃদয় উদ্ভাসিত হয়। এ কারণেই রোজা অন্যতম শ্রেষ্ঠ ইবাদত। বান্দাকে রবের নিকটবর্তী করার গুরুত্বপূর্ণ মাধ্যম। এছাড়াও রমজান বান্দা ও জাহান্নামের মাঝে দূরত্ব তৈরি করে। অনুগত মুমিন ও অবাধ্য পাপীর মাঝে পার্থক্য তৈরি করে।

রমজান মাসে ইবাদতের উদ্দেশ্যে রাত্রিজাগরণ, মহান আল্লাহর প্রতি আনুগত্য, ভালোবাসা ও আগ্রহ সৃষ্টির গুরুত্বপূর্ণ একটি মাধ্যম। কারণ, এতে হৃদয়ের নিফাক ও কপটতা দূর হয়। ঈমানের বৃদ্ধি পায়।

এমন কিছু আমল জেনে নেই, যেগুলো ঈমান বৃদ্ধি করে—

জামাতে নামাজ আদায়

বিনয়, একাগ্রতা ও খুশু-খুযুর সঙ্গে জামাতে নামাজ আদায়ের মাধ্যমে ঈমান বৃদ্ধি পায়। আল্লাহ তায়ালা বলেছেন, নির্ধারিত সময়ে নামাজ আদায় করা মুমিনদের জন্য অবশ্য কর্তব্য। (সূরা নিসা, আয়াত : ১০৩)

জামাতে নামাজ আদায় করলে মন থেকে নিফাক দূর হয়, আল্লাহর ভয় তৈরি হয়। অশ্লীলতা ও অন্যায় কাজ থেকে দূরে থাকা সম্ভব হয়। পবিত্র কোরআনের অন্য জায়গায় বলা হয়েছে—

নিশ্চয় নামাজ অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। আর আল্লাহর জিকির তো সর্বশ্রেষ্ঠ। তোমরা যা করো, আল্লাহ তা জানেন। (সূরা আনকাবুত, আয়াত : ৪৫)

কোরআন তিলাওয়াত

গভীর মনোযোগের সঙ্গে কোরআন তিলাওয়াত ঈমান বৃদ্ধি করে। কোরআনের প্রতিটি শব্দ, বাক্য ও আয়াত নিয়ে চিন্তা-গবেষণা করা, কোরআন থেকে শিক্ষা গ্রহণ করা এবং সেই শিক্ষা অনুযায়ী জীবন পরিচালনা করা। আল্লাহ তায়ালা বলেছেন, এটা এক কল্যাণময় কিতাব, এটা আমি অবতীর্ণ করেছি। যেন লোকেরা এর আয়াতগুলো অনুধাবন করতে পারে এবং বোধসম্পন্ন লোকেরা উপদেশ গ্রহণ করে। (সূরা সোয়াদ, আয়াত : ২৯)

আল্লাহর জিকির

জিহ্বা, হৃদয় ও অঙ্গ-প্রতঙ্গের মাধ্যমে আল্লাহর জিকির ঈমান বৃদ্ধি করে। তাসবিহ, তাকবির, তাহমিদ, তাহলিল পাঠের মাধ্যমে জিহ্বা সতেজ রাখতে হবে। আল্লাহ তায়ালা বলেছেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করবো। তোমরা আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, কৃতঘ্ন হয়ো না। (সূরা বাকারা, আয়াত : ১৫২)

তাই রমজানে আল্লাহকে বেশি বেশি স্মরণ করুন। রাতের শেষ প্রহরে তার কাছে দোয়া মোনাজাত করুন। বেশি বেশি ক্ষমা ভিক্ষা চান।

ধর্মীয় বিষয়ে জ্ঞান অর্জন

ধর্মীয় সঠিক জ্ঞান অর্জন মানুষের ঈমান বৃদ্ধি করে। আল্লাহ তায়ালা বলেন, আর বলুন হে আমার রব, আমার জ্ঞান বৃদ্ধি করে দিন। (সূরা তহা, আয়াত : ১১৪)

ধর্মীয় সঠিক জ্ঞান বৃদ্ধির জন্য শুধু দোয়া করাই যথেষ্ট নয়, বরং যথাসাধ্য চেষ্টা করতে হবে। প্রয়োজনে আলেমদের শরণাপন্ন হতে হবে। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, তোমরা যদি না জানো, তাহলে জ্ঞানীদের জিজ্ঞাসা করো। (সূরা নাহল, আয়াত : ৪৩)

সুযোগ পেলেই আলেমদের মজলিসে যাওয়া উচিত। কারণ, আলেমদের মজলিসে যাওয়া ব্যক্তি সম্পর্কে বলা হয়েছে, তারা এমন সম্প্রদায়, যাদের সাথী-সঙ্গীরাও কখনো দুর্ভোগ পোহায় না। (বুখারি, হাদিস : ৬৪০৮)

এছাড়াও ধর্মীয় সঠিক জ্ঞান অর্জন ঈমানের পূর্বশর্ত ও ঈমান বৃদ্ধির অন্যতম প্রধান কারণ। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, হে নবী, আপনি জেনে নিন যে, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই এবং আপনার পাপের জন্য ক্ষমা প্রার্থনা করুন। ( সূরা মুহাম্মদ, আয়াত : ১৯)

এই আয়াতে আল্লাহ সৎকাজের পূর্বে জ্ঞান অর্জনের কথা বলেছেন।

দান-সদকা ও জাকাত-ফিতরা আদায়

দান-সদকা ও জাকাত-ফিতরা আদায়ের মাধ্যমে ঈমান বৃদ্ধি পায়। রাসূল সা. রমজানে অন্য যেকোনো মাসের তুলনায় বেশি দান করতেন। ইবনে আব্বাস রা. বলেন-

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানুষের মধ্যে সবচেয়ে বেশি দানশীল। তিনি রমজান মাসে সবচেয়ে বেশি দান করতেন যখন জিবরিল আ.-এর সাথে দেখা হত। জিবরিল আ.-এর সাথে দেখা হলে তিনি হয়ে উঠতেন মুক্ত বাতাসের চেয়েও দানশীল। (সহিহ বুখারি, হাদিস : ৬; সহিহ মুসলিম, হাদিস : ১৮০৩)

আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা-গবেষণা

আল্লাহর সৃষ্টি ও চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা নিদর্শন নিয়ে চিন্তা-গবেষণার মাধ্যমে ঈমান বৃদ্ধি পায়। আল্লাহ তায়ালা বলেছেন, আর তারা আসমান-জমিনের সৃষ্টি (রহস্য) নিয়ে চিন্তা-ভাবনা করে। (এক সময় তারা বলে উঠে) হে আমাদের প্রতিপালক, এসব আপনি অনর্থক সৃষ্টি করেননি। আমরা আপনার পবিত্রতা বর্ণনা করছি। আপনি আমাদের জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন। ( সূরা আল ইমরান, আয়াত : ১৯১)

রমজান মাস গবেষকদের মস্তিষ্ক পরিষ্কার করে। চিন্তাশীলদের চিন্তা শানিত করে। উপদেশ গ্রহণকারীদের অন্তর আলোকিত করে। এভাবে মন ও মস্তিষ্ক মহান আল্লাহর সৃষ্টি-নৈপূণ্য নিয়ে চিন্তা-ভাবনা করার উপযুক্ত হয়ে যায়।

আমার বার্তা/জেএইচ

শাবান মাসের শুরুতে পড়ার দোয়া

ইসলামের অনেক বিধান যেহেতু চাঁদের হিসাব অনুযায়ী পালন করতে হয়, তাই মুসলমান প্রত্যেক দেশ ও

নফল নামাজ শুরু করার পর কাজার নিয়ত করা যাবে কিনা

প্রশ্ন: নফল আদায়ের নিয়তে নামাজ শুরু করার পর যদি কোনো কাজা নামাজের কথা মনে পড়ে,

শবে বরাত ৩ ফেব্রুয়ারি, চাঁদ দেখা যায়নি বাংলাদেশের আকাশে

বাংলাদেশের আকাশে সোমবার (১৯ জানুয়ারি) হিজরি ১৪৪৭ সনের পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে

সরকারি ব্যবস্থাপনায় ১০০ হজ গাইড নিয়োগ

চলতি বছরের হজে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের জন্য ১০০ হজ গাইড নিয়োগ দেওয়া হয়েছে। সম্প্রতি হজ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় শিক্ষা সপ্তাহে নাতের চ্যাম্পিয়ন শায়লা

৮০০ কোটি টাকার জমি ৪০০ কোটিতে বিক্রির ছক: স্বার্থান্বেষী চক্রের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

জাতীয় শিক্ষা সপ্তাহে কুমিল্লার গর্ব, পুরস্কৃত শায়লা

গুম ছিল ফ্যাসিবাদ দীর্ঘকরণের এক ষড়যন্ত্র: চিফ প্রসিকিউটর

আইসিসির বোর্ড সভায় বাংলাদেশের পক্ষে ছিল একটি দেশ!

এবার ১০ দলীয় জোট সরকার গঠন করবে: কুমিল্লায় ডাঃ তাহের

চুলের ক্ষতি না করে হেয়ার ড্রায়ার ব্যবহার করবেন যেভাবে

আ.লীগকে নির্বাচনে আনার প্রশ্নে এবার মুখ খুললেন শারমীন এস মুরশিদ

রোজায় সংকট ঠেকাতে কানাডা থেকে আসছে ২ কোটি ৭১ লাখ লিটার সয়াবিন

ভারতে বাংলাদেশ না খেললে বিশ্বকাপে বিকল্প দল নেবে আইসিসি

ক্লিনিক্যাল বায়োকেমিস্টদের বাদ দিয়ে রিপোর্ট স্বাক্ষর নীতি ‘বৈষম্যমূলক’

টসে হেরে ব্যাটিংয়ে রাজশাহী, একাদশে উইলিয়ামসন

বিএনপিতে যোগ দিলেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী ড. আবু সাইয়িদ

১২ ফেব্রুয়ারি কোথাও যেন কোনো গলদ না থাকে: প্রধান উপদেষ্টা

শেকৃবিতে বিনামূল্যে দেওয়া হবে জলাতঙ্কের টিকা

ডিএসইর খাতভিত্তিক শ্রেণিবিন্যাস আন্তর্জাতিক মানে উন্নীত করার দাবি

এ পর্যন্ত সোনার ভরি ছাড়াল ২ লাখ ৪৪ হাজার

এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে: প্রধান উপদেষ্টা

নির্বাচনের ফলাফল ঘোষণায় কিছুটা দেরি হতে পারে: প্রেস সচিব

ফের দরপতনে রয়েছে শেয়ারবাজার