মদিনার প্রথম এবং প্রাচীনতম কবরস্থান জান্নাতুল বাকি। এই কবরস্থানটি মসজিদে নববীর দক্ষিণ-পূর্বে অবস্থিত। এখানে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর সাহাবি ও পরিবারের লোকদের কবর রয়েছে। কবরস্থানটি বাকি আল-গারকদ নামেও পরিচিত। ৬২২ খ্রিস্টাব্দে কবরস্থানটি প্রতিষ্ঠিত হয়েছিল।
মহানবী (সা.) মক্কা থেকে মদিনায় হিজরতের সময় কবরস্থানের জায়গাটি মরুভূমি ছিল।
জান্নাতুল বাকিতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর কন্যা রুকাইয়া (রা.) কে সর্বপ্রথম দাফন করা হয়। বদর যুদ্ধের সময় মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর কন্যা রুকাইয়া (রা.) অসুস্থ হয়ে মারা যাওয়ার পর তাকে জান্নাতুল বাকিতে দাফন করা হয়।
জান্নাতুল বাকিতে যে বিখ্যাত সাহাবিদের কবর রয়েছে
১. মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর ফুফু সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিব (রা.) এবং তার বোন আতিকা (রা.) এর কবর রয়েছে জান্নাতুল বাকিতে।
২. রাসূলুল্লাহ (সা.) এর আত্মীয় আব্দুল্লাহ বিন জাফর (রা.) এবং আকিল বিন আবি তালিব (রা.) এর কবর রয়েছে জান্নাতুল বাকিতে।
৩. খাদিজা বিনতে খুওয়াইলিদ (রা.) এবং মায়মুনা বিনতে আল-হারিস (রা.) ছাড়া মুহাম্মদ (সা.) অন্য স্ত্রীদের কবর রয়েছে।
৪. নবী (সা.) এর কন্যা ফাতিমা জাহরা (রা.), রুকাইয়া (রা.), জয়নাব (রা.) এবং উম্মে কুলসুম (রা.) এর কবর রয়েছে জান্নাতুল বাকিতে।
৫. নবী মুহাম্মদ (সাঃ) এর নিকটাত্মীয়দের কবরস্থান রয়েছে জান্নাতুল বাকিতে। এই কবরগুলোর মধ্যে রয়েছে—
মহানবী (সা.) এর চাচা আব্বাস বিন আব্দুল মুত্তালিব, জয়নুল আবিদিন বিন হুসাইন বিন আলী, হাসান বিন আলী বিন আবি তালেব, মুহাম্মদ আল-বাকির বিন জয়নুল আবিদিন এবং জাফর বিন মুহাম্মদ।
৬. নবী মুহাম্মদ (সাঃ) এর শিশুপুত্র ইব্রাহিমের কবর রয়েছে জান্নাতুল বাকিতে।
৭. হাররা যুদ্ধের শহীদদের কবর রয়েছে জান্নাতুল বাকিতে।
৮. উসমান ইবনে আফফান (রা.) এর কবর রয়েছে জান্নাতুল বাকিতে।
৯. নবী মুহাম্মদ (সা.)-এর ধাত্রী ও দুধ মা হালিমা (রা.) এর রয়েছে জান্নাতুল বাকিতে।
১০. আবু সাঈদ খুদরী (রা.) ও সাদ বিন মুআয (রা.) এর কবর রয়েছে জান্নাতুল বাকিতে।
১১. ইমাম মালিক এবং শিক্ষক ইমাম নাফি বিন আবি নুয়াইমের কবর রয়েছে জান্নাতুল বাকিতে।
১২. মহানবী (সা.) এর নাতি, আলী (রা.) এবং ফাতিমা বিনতে মুহাম্মদ (রা.) এর পুত্র হাসান ইবনে আলী (রা.) এর কবর রয়েছে জান্নাতুল বাকিতে।
১৩. আলী ইবনে আবি তালিব (রা.)-এর মা এবং নবী মুহাম্মদ (সা.)-এর চাচী ফাতেমা বিনতে আসাদ (রা.)-এর কবর রয়েছে জান্নাতুল বাকিতে।
সূত্র : দ্য ইসলামিক ইনফরমেশন
আমার বার্তা/জেএইচ