ই-পেপার রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২

সিন্ডিকেট প্রধান হেলালের দুই খলিফাকে বিএনপিতে পুর্নবাসন

সরকারি প্রতিষ্ঠান যমুনা অয়েলে তেল চুরি পর্ব - ৩
নিজস্ব প্রতিবেদক:
১৬ নভেম্বর ২০২৫, ১৯:০২

যমুনা অয়েল কোম্পানি লেবার ইউনিয়নের সাধারণ সম্পাদক সিবিএ নেতা মুহাম্মদ এয়াকুব ও কার্যকরী পরিষদের সভাপতি জয়নাল আবেদীন টুটুল। প্রতিষ্ঠানটিতে এদের পরিচিতি সিন্ডিকেট প্রধান হেলাল উদ্দিনের দুই খলিফা হিসাবে । জুলাই গণআন্দোলনে এয়াকুবের বিরুদ্ধে দুটো এবং জয়নাল আবেদীন টুটুলের বিরুদ্ধে আছে তিনটি হত্যা মামলা। প্রথমজন কর্মরত যমুনা অয়েলের প্রধান কার্যালয় চট্টগ্রাম আগ্রাবাদে, দ্বিতীয়জন নারায়ণগঞ্জ ফতুল্লা ডিপোতে। দেশের পট পরিবর্তনের পরেও হেলাল উদ্দিনের আশিবাদে দুজনেই চাকরীতে বহাল তবিয়তে এবং বর্তমানে আওয়ামিলীগ ছেড়ে বিএনপির ছায়াতলে। চলছে তাদের আগের মতোই তেল চুরির ব্যবসা। অবশ্য ৫ আগষ্ট ২০২৪ এর পরে মাঝে মধ্যে দুজন অফিসে আসে, তবে স্বাক্ষর করে চলে যায় পুরো মাসের হাজিরা খাতায়। এতে সব কিছুর মুলে ডিজিএম অপারেশন হেলাল উদ্দিন। দুইজনেই নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা। মুহাম্মদ এয়াকুব চট্টগ্রাম সিটিকর্পোরেশনের সাবেক মেয়র আজম নাসিরের ক্যাডার, আর টুটুল হলো নারায়ণগঞ্জের শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমানের ক্যাডার। দুজনের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও শত কোটি টাকার মালিকানা সম্পকৃত বিষয়ে পৃথক দুটো তদন্ত কমিটি গঠন করে বিপিসি।

গত ৮ অক্টোবর বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন সচিব শাহিনা সুলতানা স্বাক্ষরিত পৃথক দুটো তদন্ত কমিটি গঠন করে । তেল টুটুল সম্পকৃত তদন্ত কমিটির আহবায়কের দায়িত্ব দেয়া হয় বিপিসির উর্ধ্বতন মহাব্যবস্থাপক (হিসাব) এটিএম সেলিম প্রধান এবং এতে সদস্য সচিব করা হয় ব্যবস্থাপক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রকৌশলী আমেনা ফেরদৌসীকে। অপর সিবিএ নেতা মুহাম্মদ এয়াকুবের বিরুদ্ধে তদন্ত কমিটির আহবায়ক করা হয় একই প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক (অর্থ) মুহাম্মদ মোরশেদ হোসাইন আজাদ এবং সদস্য সচিব করা হয়েছে ব্যবস্থাপক (বানিজ্য ও অপারেশন) মিজানুর রহমানকে। দুটো কমিটিকে প্রতিবেদন জমা দেয়ার জন্য ৩০ অক্টোবর পর্যন্ত সময়সীমাও বেধে দেয়া হলেও, তারা তদন্ত প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হয়েছে। এদিকে টুটুলের বিরুদ্ধে তদন্ত কমিটির কিছুটা কার্যক্রম দেখা গেলেও এয়াকুবের বেলায় কিছুই হয়নি।

বিপিসি সুত্রে জানা গেছে টুটুলের তদন্ত কমিটির সদস্য সচিবের ২৩ অক্টোবর স্বাক্ষরিত চিঠির আলোকে ২৬ অক্টোবর ফতুল্লা ডিপোর ইনচার্জ আসলাম খান স্ব শরীরে উপস্থিত হয়ে তদন্ত কমিটির কাছে তার বক্তব্য উপস্থাপন করেন। এছাড়া তদন্ত কমিটির সদস্য সচিব ২৮ অক্টোবর যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বরাবর দেয়া এক চিঠিতে বলা হয়, উক্ত কমিটির কার্যপরিধির আলোকে সার্বিক বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিলের লক্ষ্যে নিন্ম বর্নিত তথ্য জানা প্রয়োজন। এর মধ্যে রয়েছে যমুনা অয়েল কোম্পানি লি: ফতুল্লা ডিপোর গত ৩ অর্থ বছরের (২০২২-২০২৩, ২০২৩ -২০২৪ ও ২০২৪-২০২৫) বছর ভিত্তিক ও মাস ভিত্তিক এবং চলতি ২০২৫-২০২৬ অর্থ বছরের জুলাই - সেপ্টেম্বর মাসের জালানি তেলের মাস ভিত্তিক লস/ গেইনের হিসাব । এমতাবস্থায় উপরের বর্নিত তথ্যাদি আগামী ৩০ অক্টোবর ২০২৫ তারিখের মধ্যে কমিটির আহবায়ক ও বিপিসির উর্ধ্বতন মহাব্যবস্থাপক (হিসাব) মহোদয়ের বরাবর প্রেরনের জন্য নির্দেশ ক্রমে অনুরোধ করা হলো । তবে নির্ধারিত সময়ের মধ্যে যমুনা অয়েল কর্তৃপক্ষ এজাতীয় কোন তথ্যাদি তদন্ত কমিটির কাছে জমা দেয়নি। তদন্ত কমিটির সদস্য সচিব স্বাক্ষরিত এই সংক্রান্ত সর্বশেষ আরেকটি চিঠি পাঠায় ২৮ অক্টোবর।এই চিঠিতে অভিযুক্ত জয়নাল আবেদীন টুটুলকে বলা হয় ০২ নবেম্বর ২০২৫ দুপুর ২'৩০ ঘটিকায় কমিটির আহবায়ক ও বিপিসির উর্ধ্বতন মহাব্যবস্থাপক (হিসাব) মহোদয়ের চট্টগ্রামস্থ প্রধান কার্যালয়ে অফিস কক্ষে শ্ব শরীরে উপস্থিত হয়ে তার বক্তব্য প্রদানের জন্য । তবে টুটুলের এক চিঠিতে তদন্তের কার্যক্রম থেমে গেছে। ৩০ অক্টোবর তিনি তদন্তকারী কর্মকর্তা বরাবর ৩০ কাযদিবসের সময় চেয়ে আবেদন করেছে।

এদিকে তদন্ত কাজে প্রভাবিত করার অভিযোগ উঠেছে যমুনা অয়েলের ডিজিএম অপারেশন হেলাল উদ্দিনের বিরুদ্ধে। তেল টুটুল এবং এয়াকুব হলো তার আয় রোজগারের অন্যতম সিন্ডিকেট সদস্য । অবশ্য তদন্ত কমিটির এই আহবায়কের বিরুদ্ধেও বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনেক আগে থেকেই। যমুনা অয়েলের ডিজিএম অপারেশনের সাথে দুটো তদন্ত কমিটির প্রদানের সাথে রয়েছে তার পুরানো লেনদেনের সম্পর্ক। অবশ্য এর আগেও একটি তদন্ত কমিটির প্রধান ছিলেন এটিএম সেলিম প্রধান, তবে আলোর মুখ দেখেনি সেই তদন্ত রিপোর্ট। একই ধরনের অভিযোগে ২০১৪ সালে সিবিএ নেতা মুহাম্মদ এয়াকুবের বিরুদ্বে তদন্তে নেমেছিল বিপিসি। সেই বছরের ৯ জুন তৎকালীন বিপিসির সচিব দীপক চক্রবর্তীর স্বাক্ষরিত তদন্ত কমিটিরও আহবায়ক ছিলেন আজকের এই এ টি এম সেলিম প্রধান। সেসময়ও তদন্ত প্রতিবেদন জমা দেয়ার জন্য সময় সীমাও বেধে দেয়া হয়েছিল ২৪ জুন পর্যন্ত। কিন্তু এগার বছর পেরিয়ে গেলেও তদন্ত শেষ হয়নি অদ্যবধি। এবিষয়ে সেলিম প্রধানের সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হয় কিন্তু তিনি ফোন ধরেনি। পাঠানো হয় ক্ষুদে বার্তা, তাতেও সায় মেলেনি ।

দুই সিবিএ নেতা মুহাম্মদ এয়াকুব ও জয়নাল আবেদীন টুটুলের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ। কিন্তু এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়াতো দুরের থাক সামান্যতম বদলীর ব্যবস্থা পর্যন্ত নেয়া হয়নি। যমুনা অয়েল কর্তৃপক্ষের পুরানো কথা নির্বাচিত সিবিএ নেতাদের বদলী করার ক্ষেত্রে কিছু জটিলতা আছে । কিন্তু চলতি বছরের ২৮ আগষ্ট বিদ্যুৎ, জালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জালানি ও খনিজ সম্পদ বিভাগ আইন শাখা হতে সিনিয়র সহকারী সচিব (অতিরিক্ত দায়িত্ব) রফিকুল ইসলাম স্বাক্ষরিত বিপিসিকে দেয়া চিঠিতে বদলির বিষয়টি স্পষ্ট করে। সেই চিঠিতে বলা হয় শ্রম আইনের ১৮৭ নং ধারায় কোনো ট্রেড ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কোন কর্মকর্তাকে তাহাদের সম্মতি ব্যতিরেকে একজেলা থেকে অন্য জেলায় বদলি করা যাবেনা। তবে জালানি সেক্টরের জন্য এধারা প্রযোজ্য হবেনা।

আমার বার্তা/এমই

একাধিক দপ্তরে সিন্ডিকেট-দুর্নীতি: অতিরিক্ত সচিব শাহজাহানের বিরুদ্ধে অভিযোগ

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ওয়াসা ও এলজিআরডি—তিন গুরুত্বপূর্ণ দপ্তরে দায়িত্ব পালন করতে গিয়ে অতিরিক্ত সচিব

শক্তিশালী সিন্ডিকেটের নেতৃত্বে ডিজিএম হেলাল উদ্দিন

বিগত ফ্যাসিস্ট সরকারের আমলেই যমুনা অয়েলে একটি শক্তিশালী তেল চুরির সিন্ডিকেট গড়ে উঠেছে।বর্তমানেও সেই সিন্ডিকেটের

নিজের অপকর্ম ঢাকতে বিএনপি ও মির্জা আব্বাসের কর্মীদের চাঁদাবাজ বানালেন মান্নান

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন পাওয়া প্রার্থী আজহারুল ইসলাম মান্নানকে ঘিরে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে।

যমুনা অয়েলের ডিজিএম হেলাল উদ্দিনের শত কোটি টাকার সম্পদ

সরকারি তেল প্রতিষ্ঠান যমুনা অয়েলে চাকরি করে ব্যবসা করার কোনো সুযোগ নেই। অথচ এখানে চাকরি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যথাসময়ে নির্বাচন না হলে কেউই ভালো থাকতে পারব না: রাশেদ খাঁন

সীতাকুণ্ডে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় নারীসহ নিহত ৫ জন

হাসিনার মানবতাবিরোধী অপরাধের ‘স্বচ্ছ ও ন্যায়বিচার’ চাইলেন মির্জা ফখরুল

ট্রাইব্যুনালে সেনা মোতায়েন চেয়ে সেনাসদরে সুপ্রিম কোর্টের চিঠি

মানুষ ও পুলিশের ওপর ককটেল নিক্ষেপকারীদের গুলির নির্দেশ

তাজুল ইসলাম-শিশির মনিরদের চালাকি ফাঁস হয়ে গেছে: মো. তারেক

সিন্ডিকেট প্রধান হেলালের দুই খলিফাকে বিএনপিতে পুর্নবাসন

এনসিপির নিবন্ধন চূড়ান্ত, ডেসটিনির রফিকুলের দল নিয়ে আপত্তি

নভেম্বরের ১৫ দিনে এলো দেড় বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স

দেশের অর্থনীতি বর্তমানে অনেক ভাল অবস্থানে রয়েছে: অর্থ উপদেষ্টা

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ

আত্মসমর্পণের পর জামিন পেলেন মেহজাবীন

একাধিক দপ্তরে সিন্ডিকেট-দুর্নীতি: অতিরিক্ত সচিব শাহজাহানের বিরুদ্ধে অভিযোগ

ইসিকে ‘অদৃশ্য শক্তির’ প্রভাবমুক্ত থাকার পরামর্শ দলগুলোর

বিএনপির রাজনীতির তিন প্রজন্ম মাওলানা ভাসানীর কাছে ঋণী: আলাল

গাজীপুরে নতুন কমিশনার, ৬ জেলার এসপিকে বদলি

আমাকে খুঁইজেন না, বয়ফ্রেন্ডের সঙ্গে আছি-ভালো আছি: তরুণীর বার্তা

শিশুশ্রমে আরও ১২ লাখ শিশু, চারজনে এক শিশুর রক্তে সীসা

দ্বিতীয় মহিলা কাবাডি বিশ্বকাপের ট্রফি উন্মোচন করলেন প্রধান উপদেষ্টা

বরেন্দ্র জনপদ মেতেে উঠেছে উৎসবের আমেজে