ই-পেপার বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২

সিন্ডিকেট প্রধান হেলাল উদ্দিনের দুই খলিফার শত কোটি টাকার সম্পদ

সরকারি প্রতিষ্ঠান যমুনা অয়েলে তেল চুরি পর্ব- ৪
নিজস্ব প্রতিবেদক:
১৯ নভেম্বর ২০২৫, ১৯:৪২

যমুনা অয়েলে তেল চুরি করে প্রতিষ্ঠানটির ডিজিএম অপারেশন হেলাল উদ্দিন নিজেই শত কোটি টাকার মালিক হয়নি। মালিক বানিয়েছে তার সিন্ডিকেটের সব কয়জন সদস্যকেও।

হঠ্যাৎ জমিদার তেল টুটুল হেলাল উদ্দিন সিন্ডিকেটের অন্যতম সদস্য জয়নাল আবেদীন টুটুল ওরফে তেল টুটুল। তার বাবা রফিক মিয়া ছিলেন ফতুল্লা ডিপোর সিকিউরিটি গার্ড। বাবার মৃত্যুর পর ২০০১ সালে প্রতিষ্ঠানটিতে অস্থায়ী ভিত্তিতে কাজ পান তিনি। পদ ক্যান্টিন বয় ( নো ওয়ার্ক নো পে)। কাজের ধরন ছিল ক্যান্টিনের প্লেট ধোয়া। দৈনিক হাজিরা ৫০ থেকে ৫৫ টাকা । ২০০৫ সালে তার চাকরি স্থায়ী হয় । তবে আগের পদবি পরিবর্তন করে বাগিয়ে নেয় গেজার পদ (তেল মাপার কাজ)। বিগত আওয়ামিলীগ সরকারের আমলে নিজের আয়ত্তে নেন যমুনা অয়েল শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি পদটিও। । বিগত সতের বছর ধরে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে আছে ফতুল্লা ডিপোতে। তার কথার বাইরে ফতুল্লা ডিপোতে কিছুই হয়নি।এই ডিপোতে গ্রেজার পদ তিনটি তবে দায়িত্ব পালন করছে টুটুল একাই। শুন্য গ্রেজার পদ দুটোতে অন্য কেউ পোষ্টিং হয়ে আসুক এতে রাজী নয় তেল টুটুল, হয়েছেও তাই।

বিগত সতের বছর ধরে তিনি একাই তিনটি গ্রেজার পদ দখল করে রেখেছে। ডিপোর সকল তেল পরিমাপ সে নিজেই নিয়ন্ত্রণ করে। অবশ্য তেল মাপার সময় শ্বশরীরে নিজে উপস্থিত থাকেনা। তারই পছন্দের ক্যাজুয়েল শ্রমিক দিয়ে তেলের পরিমাপ করা হয়। নিজের নিয়ন্ত্রণে রাখতে শুধু ফতুল্লা ডিপোতে ক্যাজুয়েল পদে চাকরি দিয়েছে তার ২৯ আত্মীয়কে। এদের তালিকায় আছে তার ভগ্নিপতি আমির মিটারম্যান, শ্যালক রিপন গ্রেজার, ভাগিনা অন্তর গ্রেজার, শ্যালকের ছেলে হাসান গ্রেজার, শ্যালকের মেয়ের জামাই রবিন গ্রেজার, ফুফাতো ভাই মিলন মিটারম্যান, শ্যালকের ছেলে স্বপন অফিস সহকারী, বন্ধুর ভাই রাজীব মিটারম্যান, বন্ধু অমল গ্রেজার, ভাগ্নে জামাই লিকন পাম্প অপারেটর, বন্ধু রোকন সিলম্যান, তার বাড়ীতে আছে একাধিক কেয়ারটেকার, এদের প্রত্যকের ছেলেকে সিকিউরিটি পদে চাকরি দেয় ,এদের তালিকায় আছে নুরুল ইসলাম, ,ফরহাদ, ফরিদ ও রহামান৷ এছাড়া একই পদে চাকরী দিয়েছে তার বাড়ীর কাজের বেটির দুই ছেলে জুয়েল ও সুমনকে। এছাড়া চাকরীর তালিকায় আরো আছে মায়ের বান্ধবীর ছেলে আরমান টিবয়, মায়ের আরেক বান্ধবীর ছেলে হাবিব মিটারম্যান, বড় বোনের দেবর খালেক পরিচছন্ন কর্মী, তার লীডার সিবিএ নেতা মুহাম্মদ এয়াকুবের ভগ্নিপতি ফারুক মিটারম্যান, বন্ধুর ভাই শিহাব গোডাউন ইনচার্জ, বন্ধুর ভাই শামীম গ্রেজার, বাড়ির ইলেকট্রিশিয়ান বেলাল ইলেক্ট্রিশিয়ান, বন্ধুর ভাই ফাহিম মিটার ম্যান। ক্যান্টিনে কাজ করছে আরও তিন আত্মীয়৷ এদের সকলেই ক্যাজুয়েলে চাকরী করছে তবে ভগ্নপতি হারুন মিটারম্যান স্থায়ী পদে চাকরী করে৷ মুলত এদের দ্বারাই টুটুল নিয়ন্ত্রন করছে ফতুল্লা ডিপোর চোরাই সিন্ডিকেট।

চাকরি জীবনে সিন্ডিকেট প্রধান হেলাল উদ্দিনের মতো তারও কোন বদলী নাই। চতুর্থ শ্রেণীর কর্মচারী টুটুলের মাসিক বেতন সর্বসাকুল্যে ২৫ হাজার ৪৬২:টাকা। অথচ এই চাকরি করেই মালিকানা বনে গেছে বাড়ি, গাড়ি, সহায় সম্পত্তি ব্যাংক ব্যালেন্স সহ অনেক কিছুর। যদিও সরকারি তেল প্রতিষ্ঠানে চাকরি করে ব্যবসা করার সুযোগ নেই, তবে গুলশান -২ নাম্বার ৪৯ নাম্বার রোডে বারো ভুইয়া হাউজে cwn(A)3B ফ্ল্যাট B-1 রয়েছে তার মালিকানাধীন Taifa sourcing নামক বানিজ্যিক প্রতিষ্ঠান। তেল পাচারের জন্য টুটুলের মালিকধানী আছে দুটো জাহাজ ও দুটো ট্যাংকলড়ি। ফতুল্লার লালপুরে আলোচিত ব্রাজিল বাড়ি হিসাবে পরিচিত ছয়তলা ভবনটির মালিক এই টুটুল। ডুপ্লেক্স অত্যাধুনিক এই বাড়ীটি নির্মাণ করা হয় ২০১৪। রাজিল বাড়ির পাশেই জয়নালের কেনা ৫ শতক জমিতে আরো একটি দ্বিতল বাড়ি আছে। এই বাড়িতে জয়নালের একটা ব্যক্তিগত অফিসও আসে। ঠিক এই বাড়ীটির সন্নিকটে কিনেছে আট শতক জমি , এছাড়া ফতুল্লার পিলকুনি মোজায় আছে আরও চার শতক জমি। নিজে ব্যবহার করছে একটা টয়োটা প্রিমিও কার যার নাম্বার ঢাকা মেট্রো গ - ৩৯৮৫৩৯। প্রিমিওটি তার স্ত্রী মাহিনুরের নামে ২০১৫ সালে জুলাইয়ে গাড়িটি নিবন্ধন করা হয়। নামে বেনামে কিংবা আত্মীয় স্বজনদের নামে কিনে রেখেছে শত কোটি টাকার সম্পত্তি । বসুন্ধরার রুপায়ন ডেভলপারে আছে টুটুলের ১৮০০ বর্গফুটের ফ্ল্যাট । নারায়ণগঞ্জ চাষার মোড়ে রিলায়েন্স ডেভলপার থেকে কিনেছে দুটো ফ্ল্যাট, ফ্ল্যাট নাম্বার তৃতীয় ও চতুর্থ তলায় ২৬১ ও ২৫৯/বি । একটি বালির জাহাজ ছাড়াও কেরানীগন্জ কাঠাইল নদীর পাড়ে আছে তার মালিকানাধীন একটি ডক ইয়ার্ডও। লালপুর এলাকায় তার বোন উষা আক্তারের নামে জমি কিনে ডুপ্লেক্স বাড়ি নির্মাণ করেছে । জমিটির খতিয়ান নং সিএস ৭৩ এস এ ৬০ আরএস ১২, নামজারী জমাভাড় ৯৫২ নং খতিয়ান ভুক্ত । যার জোত নং ৯৫১। একই এলাকায় খানকা শরিফের লাগোয়া পুর্বপাশে বোনের নামে কিনেছে আরও দশ শতক জমি যার দাগ নং সিএস ও এসএ ৫০ আর এস ৯০। একই দাগে খানকা শরিফের উত্তর পাশে ভায়রার ছেলে হাসানের নামে কিনে রেখেছে আরেকটি প্লট। জয়নাল আবেদীন টুটুলের প্রথম স্ত্রী মাহিনুর আক্তারের নামে পানগাও কেরানীগঞ্জে আছে ১৮ কাঠা জমি । ইউএস বাংলায় আছে দুটো প্লট। ফতুল্লার রুপালি ব্যাংক, সোসাল ইসলামি ব্যাংক, ব্যাংক এশিয়া এবং চাষারার ডাচ বাংলা ব্যাংক, ইউসিবিএল ব্যাংকে নিজ, স্ত্রী তার বোনের নামে একাউন্টে আছে কোটি কোটি টাকা ।

টুটুলের গ্রামের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মধ্য আবদুল্লাপুর এলাকায়। বাড়িতে আছে একটি একতলা পাকা ভবন। গ্রামে আসলে জয়নাল এখানেই থাকেন। তার জন্য আছে এসি রুম। ভবনের পাশেই বানানো হয়েছে গ্যারেজ ঘর। এক একর জমিতে নতুন করে পুকুর খনন করা হয়েছে । বাড়ির সামনে দেড় কোটি টাকা ব্যয়ে মসজিদ নির্মাণের কাজ চলছে। বাড়ির প্রবেশ পথে, বসত ঘরের আশেপাশে বসানো হয়েছে সি,সি, ক্যামেরা।

টাইপিষ্ট এয়াকুব মালিক শত কোটি টাকার

জয়নাল আবেদীন টুটুলের মতো বাবার কোঠায় চাকরী পান মুহাম্মদ এয়াকুবও। তার বাবা আবুল কাশেম ছিলেন যমুনা অয়েল কোম্পানির অফিস সহায়ক। তার মৃত্যুর পর চাকরী হয় এয়াকুবের। ১৯৯৪ সালে চুক্তি ভিত্তিক নিয়োগ এবং ১৯৯৭ সালের ফেব্রুয়ারিতে টাইপিষ্ট পদে স্থায়ী হয়। পদ মর্যাদা তৃতীয় শ্রেণির কর্মচারী। কর্মস্থান যমুনা অয়েল প্রধান কার্যালয় আগ্রাবাদ চট্টগ্রাম ।টানা সতের বছর ধরে যমুনা অয়েল শ্রমিক ইউনিয়ন পরিষদের সাধারণ সম্পাদক পদটি দখল করে রেখেছে। প্রতিষ্ঠানটিতে চাকরী করছে নুন্যতম তার ২০ আত্মীয়। সিন্ডিকেট প্রধান হেলাল উদ্দিন এবং টুটুলের মতো তারও চাকরি জীবনে তার কোন বদলী নাই । অবশ্য একবার বগুড়া বদলী করা হলেও আদালতের আদেশে সেটা স্থগিত হয়ে যায়৷ বেতন বর্তমানে সর্বসাকুল্যে প্রায় ৩৪ হাজার টাকা, তবে চাকরী জীবনে মালিক হয়েছে শত কোটি টাকার । দামী গাড়ি, বাড়ি, ফ্ল্যাট, ব্যাংক ব্যালেন্সে সবকিছুই হয়েছে এই চাকরি জীবনে। চট্টগ্রামের গুরুত্বপূর্ণ এলাকা লালখান বাজার ৩৩ হাইলেভেল রোডে ( মানারাত ইদ্রিস প্যালেস) এ চার হাজার তিশশ বর্গফুটের ফ্ল্যাটটির মালিক মুহাম্মদ এয়াকুব৷ যার বর্তমানে বাজার মুল্য সাড়ে তিন কোটি টাকা৷ আগ্রাবাদ এক্সেস রোডে তার স্ত্রী মরিয়মের নামে রয়েছে ছয় কাঠা জায়গা। সেখানে টিনশেড করে ঘর ভাড়া দিয়েছে৷ এই জমির বর্তমান মুল্য প্রায় দশ কোটি টাকা । এছাড়া পতেঙ্গার ডেইল পাড়ায় ৬ শতক জমির মালিক এয়াকুব। গ্রামের বাড়ি বোয়ালখালীতে তিনটি প্লটে ১৪ শতাংশ, সাড়ে ১১ সতাংশ ও ১২ শতক জমি কিনেছে এছাড়াও আছে ভিটে, পুকুর ও ঘানি জমি৷ নিজে চলার জন্য আছে আধুনিক মডেলের NoHA মাইক্রোবাস৷

আমার বার্তা/এমই

শ্রম রপ্তানির আড়ালে বাংলাদেশি তরুণদের যুদ্ধক্ষেত্রে রাশিয়ায় নিয়োগ

বিদেশে উচ্চ বেতনের চাকরির স্বপ্ন দেখিয়ে রাশিয়ায় পাঠানো হচ্ছে বাংলাদেশের তরুণদের। কিন্তু সেখানে পৌঁছে তাদের

সিন্ডিকেট প্রধান হেলালের দুই খলিফাকে বিএনপিতে পুর্নবাসন

যমুনা অয়েল কোম্পানি  লেবার ইউনিয়নের সাধারণ সম্পাদক সিবিএ নেতা মুহাম্মদ এয়াকুব ও কার্যকরী পরিষদের সভাপতি

একাধিক দপ্তরে সিন্ডিকেট-দুর্নীতি: অতিরিক্ত সচিব শাহজাহানের বিরুদ্ধে অভিযোগ

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ওয়াসা ও এলজিআরডি—তিন গুরুত্বপূর্ণ দপ্তরে দায়িত্ব পালন করতে গিয়ে অতিরিক্ত সচিব

শক্তিশালী সিন্ডিকেটের নেতৃত্বে ডিজিএম হেলাল উদ্দিন

বিগত ফ্যাসিস্ট সরকারের আমলেই যমুনা অয়েলে একটি শক্তিশালী তেল চুরির সিন্ডিকেট গড়ে উঠেছে।বর্তমানেও সেই সিন্ডিকেটের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আয়োজন দেখে মুমিনুল ভেবেছিলেন অবসরে যাচ্ছেন মুশফিক!

বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত: প্রণয় ভার্মা

ইসির কর্মকর্তাদের রিটার্নিং কর্মকর্তা করার প্রস্তাব বিএনপির

সিন্ডিকেট প্রধান হেলাল উদ্দিনের দুই খলিফার শত কোটি টাকার সম্পদ

ট্রাভেল এজেন্সি আইন সংশোধনের প্রস্তাবিত নতুন খসড়া বাতিলের দাবি আটাব সদস্যদের

বায়রার সাবেক যুগ্ম মহাসচিব ফখরুলের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদ

ন্যায়ভিত্তিক জলবায়ু কার্যক্রম বাস্তবায়নের আহ্বান বাংলাদেশের

বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করল ডেনমার্ক

ভারতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

নির্বাচন আয়োজনে বিভিন্ন বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা

২১০০ সালের মধ্যে তাপমাত্রা বাড়তে পারে সাড়ে ৪ ডিগ্রি সেলসিয়াস

লিবিয়ায় মাদারীপুরের ৩ যুবককে গুলি করে হত্যার পর সাগরে নিক্ষেপ!

গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ: সিইসি

বঙ্গভবনের আশপাশে মোবাইল কোর্ট : ১৭ মাদকসেবী আটক

অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাস গ্যাস কর্তৃক অভিযান ও জরিমানা আদায়

কুমিল্লা-২ আসনে মাহফুজুল ইসলামের গণসংযোগে উজ্জীবিত বিএনপি

গ্রহণযোগ্য নির্বাচনের নিশ্চয়তা চায় দলগুলো, বাস্তব পদক্ষেপের দাবি

দেশে ডেঙ্গুজ্বরে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৮৮ জন

বিএসটিআইয়ের সব সেবা এখন পাওয়া যাবে অনলাইনে

মিয়ানমারে অনলাইন প্রতারণা চক্র গ্রেপ্তার