ই-পেপার শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ২ কার্তিক ১৪৩১

অলিম্পিকের পর টেনিস থেকে অবসর নেবেন অ্যাঞ্জেলিক কারবার

অনলাইন ডেস্ক:
২৬ জুলাই ২০২৪, ১৫:৪১

জার্মান টেনিস সুন্দরী অ্যাঞ্জেলিক কারবার বয়স ৩৬ বছর। এটিপির সাবেক নাম্বার ওয়ান ও তিন বারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন তিনি। তবে এবার নিজের ক্যারিয়ারের ইতি টানতে চলেছেন কারবার। চলমান প্যারিস অলিম্পিক দিয়েই র‍্যাকেট তুলে রাখতে চান তিনি। সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হয়ে জার্মান এই টেনিস সুন্দরী জানিয়েছেন এটাই তার ক্যারিয়ারের শেষ টুর্নামেন্ট।

গেল ২৪ জুলাই ফুটবল ও রাগবি ডিসিপ্লিন দিয়ে শুরু হয়েছে ৩৩তম অলিম্পিক গেমসের আসর। ইতিমধ্যে বিভিন্ন ডিসিপ্লিনের খেলা শুরু হয়ে গেলেও আজ সীন নদীর তীরে প্যারিসে 'গ্রেটেস্ট শো অন আর্থ' খ্যাত অলিম্পিকের এবারের আসরের মশাল জ্বলে উঠবে। জমকালো ভাবে উদ্বোধন হবে গেমসের। এই টুর্নামেন্টের টেনিসের ইভেন্ট শুরু আগামীকাল থেকে চলবে ৪ আগস্ট অবদি। আর এই টুর্নামেন্ট শেষেই টেনিসকে বিদায় বলবেন কারবার।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে কারবার বলেন, 'ফিনিশিং লাইন। অলিম্পিক শুরু হওয়ার আগে, আমি এখনই বলতে পারি যে আমি কখনই প্যারিস ২০২৪ ভুলব না, কারণ টেনিস খেলোয়াড় হিসেবে এটি আমার শেষ পেশাদার টুর্নামেন্ট হবে। হয়তো এটি সঠিক সিদ্ধান্ত হতে পারে, তবে এটি কখনোই সেভাবে আমাকে অনুতপ্ত করবে না। কারণ আমি আমার সমস্ত হৃদয় দিয়ে খেলাটিকে ভালোবাসি এবং এটি আমাকে যে স্মৃতি ও সুযোগ দিয়েছে তার জন্য আমি কৃতজ্ঞ।'

অতীতের স্মৃতিচারণ করে তিনি আরও বলেন, 'লন্ডন অলিম্পিক ২০১২ এমন এক সময়ে এসেছিলাম, যখন আমার ক্যারিয়ারে আমার ব্রেকথ্রু মৌসুম ছিল। আমি ক্রমাগত র‍্যাংকিংয়ে উঠছিলাম এবং প্রতিটি জয় আমাকে আমার সন্দেহ কাটিয়ে উঠতে এবং আমার আত্মবিশ্বাসকে শক্তিশালী করতে সহায়তা করেছিল। এটি নতুন সূচনার মতো অনুভূত হয়েছিল এবং আমি উত্তেজনা দ্বারা নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিলাম।

এ সময় তিনি তার জীবনের অন্ধকার সময়ের কথা উল্লেখ করেছিলেন যেখানে জানান ১৩ বছর আগে টেনিস ছেড়ে দেওয়ার কথা ভেবেছিলেন। তিনি বলেন 'লন্ডন অলিম্পিকের আগে ২০১১ সালে, আমি টেনিস থেকে প্রায় মুখ ফিরিয়ে নিয়েছিলাম, এবং আমার শৈশবের স্বপ্ন ছেড়ে দিয়েছিলাম।' এর আগে তিনি ২০২২ সালে টেনিস কোর্ট থেকে মাতৃত্বকালীন বিরতি নিয়েছিলেন, এরপর চলতি বছরের শুরুতে ফের খেলোয়াড় হিসেবে ফিরে আসেন। এই জার্মান তারকা ২০১৬ সালে অস্ট্রেলিয়ান ওপেন ও ইউএস ওপেনের শিরোপা জিতেছিলেন।

এছাড়া তিনি রিওতে ২০১৬ অলিম্পিকে অংশ নিয়েছিলেন। ঐ আসরে মহিলাদের এককে রৌপ্য জিতেছিলেন, ফাইনালে পুয়ের্তো রিকান মনিকা পুইগের কাছে পরাজিত হয়েছিলেন তবে ২০২০ সালে অনুষ্ঠিত হওয়া টোকিও অলিম্পিকে অংশ নেননি তিনি। এবারের আসর নিয়ে তিনি বলেন, 'প্যারিস ২০২৪ আমার হাতে একটি র‍্যাকেট নিয়ে বেড়ে ওঠার সবচেয়ে অবিশ্বাস্য যাত্রার সমাপ্তি রেখা চিহ্নিত করবে। আরও অনেক কিছু আছে যা আমি বলতে চাই এবং মানুষকে ধন্যবাদ জানাতে চাই, যা আমি আমার শেষ ম্যাচ শেষ করার পরে করব... তবে আপাতত, আমি সময় নেব এবং কোর্টে এই চূড়ান্ত পর্বের প্রতিটি সেকেন্ড উপভোগ করব। সমর্থনের জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।'

আমার বার্তা/জেএইচ

কোথায় যাব জানি না, তবে দেশে ফিরছি না: সাকিব

ঘরের মাটিতে দেশের মানুষের সামনে বিদায়ী টেস্ট খেলতে চেয়েছিলেন সাকিব আল হাসান। টাইগার অলরাউন্ডারের আগ্রহে

ক্রিকেট বোর্ড তো সাকিবকে আসতে না করেনি

সাকিব আল হাসানের দেশে আসা-না আসা নিয়ে ফের জটিলতা তৈরি হতেই জুমে জরুরি পরিচালনা পর্ষদের

সাকিববিরোধী স্লোগানে উত্তাল মিরপুর

সব ঠিক থাকলে আজ মিরপুর সাজতে পারত বিদায়ী টেস্টে সাকিবকে সংবর্ধনা দেওয়া নিয়ে। সাকিবের অর্জনগুলো

আমার নিরাপত্তার জন্যই আসছি না: সাকিব

সাকিব আল হাসানকে নিয়েই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঢাকা টেস্টের স্কোয়াড ঘোষণা করেছিল বিসিবি। বৃহস্পতিবার রাতে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্র সংস্কারে ৪ কমিশনে নেতৃত্বে যারা

পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে আহত ৩৩

জাস এক্সপ্রেস কুরিয়ার সার্ভিস এর পথচলা শুরু

৩০ লাখ টাকা করে পাবে ছাত্র আন্দোলনে শহীদদের পরিবার: মাহফুজ আলম

সরকারের তিন প্রতিষ্ঠানে নতুন ডিজি

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১১০০

আনুষ্ঠানিকভাবে এবার শেখ হাসিনার অবস্থান জানাল ভারত

ছাত্র আন্দোলনে রক্ত দিয়েও ন্যায়বিচার পাচ্ছে না জাতীয় পার্টি

স্বাস্থ্য-গণমাধ্যমসহ আরও চার খাত সংস্কারে কমিশন গঠন

কোথায় যাব জানি না, তবে দেশে ফিরছি না: সাকিব

জামায়াত ক্ষমতায় এলে নারীদের গৃহবন্দি করে রাখা হবে না: আমির

হিট অফিসার মেয়েকে ৮ লাখ টাকা বেতন দিতেন আতিক

বিশ্ব গণমাধ্যমে শেখ হাসিনার গ্রেপ্তারি পরোয়ানা

দাবি মানতে ১২ ঘণ্টার আল্টিমেটাম পল্লীবিদ্যুৎ কর্মীদের

ডিমলায় বৈষম্যবিরোধী ছাত্রদের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

শেখ হাসিনাকে ফেরাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার

সেন্টমার্টিনে রাতযাপন বন্ধ করার ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

রাজধানীর ডেমরায় পুকুরে ডুবে প্রাণ গেল নারীর

বালাইনাশক সিন্ডিকেটের হোতা সায়েদুজ্জামানের বিচারের দাবিতে মানববন্ধন

বিশ্বের সবচেয়ে বেশি দরিদ্র লোকের বাস ভারতে