ই-পেপার বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১

উইন্ডিজ সফরে নেই বাংলাদেশের কোচিং স্টাফের দুই সদস্য

আমার বার্তা অনলাইন
২০ নভেম্বর ২০২৪, ১১:৫৮

চন্ডিকা হাথুরুসিংহেকে বিদায় করা হয়েছে সবার আগে। এবার হাত দেওয়া হয়েছে তাঁর রেখে যাওয়া কোচিং প্যানেলে। পারফরম্যান্স অ্যানালিস্ট মহসিন শেখের নিয়োগ বাতিল করে ওয়েস্ট ইন্ডিজ সফরে খণ্ডকালীন নিয়োগ দেওয়া হয়েছে ভারতের অক্ষয় হিরমাথকে। টিম ম্যানেজমেন্টের পছন্দ হলে চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত নিয়োগ দেওয়া হতে পারে তাঁকে। ব্যাটিং কোচ ডেভিড হেম্পকেও জাতীয় দল থেকে প্রত্যাহার করা হয়েছে। বাংলাদেশ টাইগার্স বা এইচপিতে কাজ দেওয়া হতে পারে তাঁকে। গতকাল বিসিবির একটি সূত্র জানায়, জাতীয় দলের কোচিং স্টাফে আরও পরিবর্তন আসতে পারে।

মহসিন শেখ পারফরম্যান্স অ্যানালিস্ট কোচ হিসেবে আফগানিস্তান, পাকিস্তান, ক্রিকেট অস্ট্রেলিয়ায় কাজ করেছেন। বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি লিগেও কাজ করার অভিজ্ঞতা আছে তাঁর। ওয়ানডে বিশ্বকাপে ছিলেন আফগান দলে। অস্ট্রেলিয়া প্রবাসী এ পাকিস্তানি বিসিবির চাকরিতে নিয়োগ পেয়েছিলেন হাথুরুসিংহের মাধ্যমে।

২০২৩ সালের বিশ্বকাপের পর শ্রীনিবাসন চন্দ্রশেখরের সঙ্গে চুক্তি নবায়ন না করায় নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে দেশি শাওন জাহান পারফরম্যান্স অ্যানালিস্টের দায়িত্ব পালন করেন। গত বছর ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরের জন্য খণ্ডকালীন নিয়োগ দেওয়া হয় মহসিন শেখকে। তাঁকে পরখ করে দেখার সিরিজ ছিল সেটি। হাথুরুসিংহে চাওয়ায় এ বছর এপ্রিলে দুই বছর মেয়াদে নিয়োগ দেওয়া হয় মহসিনকে। আট মাসের মাথায় চাকরি হারালেন তিনি। মহসিনকে বাদ দেওয়ার কারণ জানার জন্য বিসিবি সভাপতি ফারুক আহমেদকে ফোন দিয়ে পাওয়া যায়নি। সিইও নিজামউদ্দিন চৌধুরীও কোনো কিছু বলতে রাজি হননি।

ডেভিড হেম্প ছিলেন এইচপির প্রধান কোচ। সেখান থেকে তাঁকে জাতীয় দলে নেওয়া হয় সাবেক প্রধান কোচের পছন্দে। সহকারী কোচ হিসেবে নিয়োগ পাওয়া নিক পোথাস ব্যাটিং কোচের ভূমিকায় ছিলেন। নিউজিল্যান্ড সফর থেকে তাঁকে ফিল্ডিং কোচ করা হয়। সফরে হেম্প ছিলেন ব্যাটিং কোচের ভূমিকায়। মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজ দিয়ে দুই বছর মেয়াদে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয় তাঁকে। যদিও তাঁর কাজে খুব সন্তুষ্ট ছিলেন না ব্যাটাররা।

পাকিস্তান সফর বাদ দিলে টেস্ট, ওয়ানডে, টি২০ কোনো সংস্করণেই ব্যাটাররা ভালো করতে পারেননি। আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজেও চোখে পড়েছে ব্যাটিং ব্যর্থতা। ফলে তাঁর কাজে খুশি ছিলেন না বর্তমান প্রধান কোচ ফিল সিমন্স। সে কারণে জাতীয় দল থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে তাঁকে। বিসিবির একজন কর্মকর্তা বলেন, ‘কোচদের চাকরি হয় বিসিবিতে। বোর্ড চাইলে যে কোনো জায়গায় তাঁকে কাজে লাগাতে পারে। হেম্পকে বাদ দেওয়া না হলে অন্য কোনো দলের সঙ্গে যুক্ত করা হবে।’ যদিও বিসিবিতে গুঞ্জন আছে, হেম্পকে চাকরি থেকে বাদ দেওয়া হবে।

মোহাম্মদ সালাউদ্দিনকে ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ নিয়োগ দেওয়া হয়। ক্রিকেটারদের ব্যাটিংটা দেখবেন তিনি। এ ছাড়া প্রধান কোচের সঙ্গে সমন্বয় করবেন। ফিল্ডিং কোচ দক্ষিণ আফ্রিকান নিক পোথাস, পেস বোলিং কোচ আন্দ্রে অ্যাডামসের ব্যাপারেও সিদ্ধান্ত নেওয়া হতে পারে। প্রধান কোচ ফিল সিমন্স মূলত কোচিং প্যানেল গোছাতে শুরু করেছেন বলে জানান বিসিবির একাধিক কর্মকর্তা।

চ্যাম্পিয়ন্স ট্রফির পর দীর্ঘ মেয়াদে নিয়োগ পেতে পারেন তিনি। সে ক্ষেত্রে দেশি-বিদেশি মিলিয়ে হতে পারে জাতীয় দলের কোচিং প্যানেল। ফিজিও বায়েজিদুল ইসলাম লম্বা সময় ধরে কাজ করছেন। ফিল্ডিং কোচও নেওয়া হতে পারে দেশের ভেতর থেকে। ফিটনেস ট্রেনার, পেস বোলিং ও স্পিন কোচ নিয়োগ দেওয়া হতে পারে বিদেশ থেকে। তবে প্রশ্ন উঠেছে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এভাবে কোচিং প্যানেলে ব্যাপক রদবদল করার যৌক্তিকতা নিয়ে।

আমার বার্তা/জেএইচ

প্রথমবার নারী দলের সিরিজে স্পন্সর পেল বিসিবি

প্রথমবারের মতো তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ সফরে আসছে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল।

পাকিস্তানের টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার ভারতের

চ্যাম্পিয়নস ট্রফি খেলতে রোহিত-কোহলিদের পাকিস্তানে পাঠাবে না এই কথা আগেই জানিয়ে দিয়েছে ভারত। এদিকে পিসিবিও

কষ্টার্জিত জয়ে বছর শেষ করলো আর্জেন্টিনা

২০২৪ সালে আর্জেন্টিনার সবচেয়ে বড় জয়ের নায়ক ছিলেন লাউতারো মার্টিনেজ। কোপা আমেরিকায় কলম্বিয়ার বিপক্ষে ১১২

ফের হতাশার ড্র-য়ে বছর শেষ হচ্ছে ব্রাজিলের

ব্রাজিলের ফুটবলে সময়টা ভালো যাচ্ছে না বেশ অনেকটা দিন ধরেই। পুরো দলে একপ্রকার পরিবর্তনের হাওয়া
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০২৬ সালের মাঝামাঝি নির্বাচন হতে পারে: উপদেষ্টা সাখাওয়াত

আইজিপি হিসেবে দায়িত্ব নিলেন বাহারুল আলম

মহাখালীতে অটোরিকশা চালকদের ধাওয়া দিলো সেনাবাহিনী

শাহজাহান ওমরের গাড়িতে হামলা, মামলা করতে গিয়ে গ্রেপ্তার

জয়ের নামও উচ্চারণ করতে চাই না: শফিক রেহমান

শেখ হাসিনার পক্ষে ট্রাইব্যুনালে দাঁড়াতে চান জেড আই খান পান্না

ড. ইউনূসের বিরুদ্ধে করা ৬ মামলা বাতিল

মহাখালীতে রিকশা চালকদের অবরোধ, ট্রেন চলাচল বন্ধ

বিদায় বেলায় ঢাকায় আসছে বাইডেনের বিশেষ প্রতিনিধি

ধর্মের কারণে কাউকে শত্রু মনে না করার আহ্বান প্রধান উপদেষ্টার

বেতনের দাবিতে ৬ষ্ঠ দিনের মতো সড়ক অবরোধে বেক্সিমকোর শ্রমিকরা

সিরিয়ার ঐতিহ্যবাহী শহরে ইসরায়েলি হামলায় নিহত ৩৬

অংশীজনদের নিয়ে আগামী বছর জাতিসংঘের কনফারেন্স

শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী, এ কথা বলেননি ট্রাম্প

বিচারের শুদ্ধতার জন্য ট্রাইব্যুনালে আপিলের বিধান রাখা হয়েছে

ঢাকার বিভিন্ন স্থানে ব্যাটারিচালিত রিকশাচালকদের সড়ক অবরোধ

রাজধানীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত 

জনগণই সকল ক্ষমতার উৎস হয় এমন বাংলাদেশ গড়তে চাই

যুক্তরাষ্ট্রে গৌতম আদানির বিরুদ্ধে ঘুস-জালিয়াতির অভিযোগ

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধান উপদেষ্টার শ্রদ্ধা