সিডনির ঘাসে ঢাকা উইকেটে অস্ট্রেলিয়ার পেসারদের তোপ। বড় ইনিংস খেলতে পারেননি ভারতের কোনো ব্যাটার। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে দুইশোর আগেই গুটিয়ে যায় সফরকারীরা। জবাবে ব্যাট করতে নেমে ১ উইকেট হারিয়ে দিন শেষ করেছে অজিরা। ১৭৬ রানে পিছিয়ে আছে অস্ট্রেলিয়া।
শুক্রবার (৩ জানুয়ারি) বোর্ডার-গাভাস্কার সিরিজের শেষ টেস্টের প্রথম দীনে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। স্কট বোল্যান্ড, মিচেল স্টার্ক ও প্যাট কামিন্সের তোপে ১৮৫ রানে অলআউট হয় সফরকারীরা।
টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই জোড়া উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত। এ দিন ব্যর্থ হন ফর্মে থাকা ওপেনার যশস্বী জয়সওয়াল। তার সঙ্গে ব্যর্থ লোকেশ রাহুল। জয়সওয়াল ১০ ও রাহুল ৪ রান করে আউট হন।
এরপর বিরাট কোহলি ও শুভমান গিল মিলে শুরুর এই ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন। তবে থিতু হতে পারেননি তারা। গিল ২০ ও কোহলি ১৭ রানে ফিরলে বিপদ বাড়ে ভারতের।
এরপর ঋঝভ পন্থ ও রবীন্দ্র জাদেজা মিলে কিছুটা প্রতিরোধ গড়েন। ৪৮ রানের জুটি গড়েন তারা। তবে ৯৮ বলে ৪০ রান করে পন্থ আউট হলে আবারও ধস নামে ভারতের ব্যাটিং লাইনে।
জাদেজা ২৬ ও নীতিশ কুমার রেড্ডি রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৭২ ওভার ২ বলে ১৮৫ রান অলআউট হয় ভারত।
জবাবে দিনের শেষ বেলায় ব্যাট করতে নেমে উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। ১০ বলে ২ রান করে জসপ্রীত বুমরাহর বলে আউট হন অজি ওপেনার উসমান খাজা। ৩ ওভারে ১ উইকেট হারিয়ে ৯ রান সংগ্রহ করে দিন শেষ করেছে স্বাগতিকরা। ৮ বলে ৭ রানে অপরাজিত আছেন স্যাম কনস্টাস।