পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দল পেলেও পুরো টুর্নামেন্টে খেলা হচ্ছে না বাংলাদেশের দুই ক্রিকেটার লিটন কুমার দাস ও নাহিদ রানার। তাই তাদের কিছু ম্যাচের জন্য বিকল্প খুঁজছে টুর্নামেন্ট আয়োজকরা।
অনলাইনে প্লেয়ার্স ড্রাফটের মাধ্যমে সোমবার লিটন-নাহিদসহ ছয় ক্রিকেটারের বদলি নির্ধারণ করবে পিএসএলের দলগুলো। এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
আগামী ১১ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া পিএসএলের দশম আসরের প্লেয়ার্স ড্রাফটে বাংলাদেশের তিন ক্রিকেটার লিটন, নাহিদ ও রিশাদ হোসেন দল পান। করাচি কিংস লিটনকে দলে নেয়, পেশাওয়ার জালমিতে ডাক পান নাহিদ, আর লাহোর কালান্দার্সে সুযোগ পান রিশাদ।
তবে লিটন ও নাহিদ পুরো মৌসুম খেলতে পারবেন না, কারণ তারা জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের অন্তত একটি ম্যাচ খেলবেন বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি এখনও আনুষ্ঠানিকভাবে অনাপত্তিপত্র (এনওসি) না দিলেও, এই দুই ক্রিকেটার শুরুর কয়েকটি ম্যাচ খেলতে পারবেন না বলে জানা গেছে।
তবে রিশাদের ক্ষেত্রে কোনো জটিলতা নেই, কারণ তার টেস্ট অভিষেক হয়নি। ফলে তিনি পুরো টুর্নামেন্টেই খেলতে পারবেন বলে ধারণা করা হচ্ছে। সোমবার বিসিবির সাধারণ সভার পর এই বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত পাওয়া যেতে পারে।
লিটন-নাহিদের মতোই পিএসএলে দক্ষিণ আফ্রিকার রাসি ফন ডার ডাসেন এবং নিউ জিল্যান্ডের কেন উইলিয়ামসন ও মার্ক চ্যাপম্যানেরও কিছু ম্যাচ মিস করার সম্ভাবনা রয়েছে। তাই তাদেরও বদলি খেলোয়াড় খুঁজবে ফ্র্যাঞ্চাইজিগুলো।
পুরো টুর্নামেন্টেই খেলা হবে না দক্ষিণ আফ্রিকার করবিন বশের, যিনি আইপিএলে সুযোগ পেয়েছেন। তার পরিবর্তে পুরো আসরের জন্য নতুন খেলোয়াড় নেওয়ার পরিকল্পনা করছে পেশাওয়ার জালমি।
আমার বার্তা/জেএইচ