ই-পেপার সোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

ওয়ানডে দলের নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ

আমার বার্তা অনলাইন:
১২ জুন ২০২৫, ২১:৫১
আপডেট  : ১২ জুন ২০২৫, ২১:৫৩
নাজমুল হোসেন শান্তর পরিবর্তে ওয়ানডে অধিনায়ক হলেন মিরাজ

জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে ফরম্যাটে নতুন অধিনায়কের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী এক বছরের জন্য নতুন ওয়ানডে অধিনায়ক হিসেবে মেহেদী হাসান মিরাজের নাম ঘোষণা করা হয়েছে। নাজমুল হোসেন শান্তর পরিবর্তে মিরাজকে ওয়ানডের দায়িত্ব দেয়া হয়েছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। আগামী মাসে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ থেকে পূর্ণকালীন নেতৃত্বের দায়িত্ব পালন শুরু করবেন নতুন অধিনায়ক মিরাজ।

এর আগে নাজমুল হোসেন শান্তর অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত হিসেবে চারটি ওয়ানডেতে দলকে নেতৃত্ব দিয়েছিলেন ২৭ বছর বয়সী এই অলরাউন্ডার। মিরাজকে ওয়ানডে দলের অধিনায়ক ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশ তিন ফরম্যাটে তিনজন অধিনায়কের পথে হাঁটলো। টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং টি-টোয়েন্টি দলের অধিনায়ক হলেন লিটন কুমার দাস।

বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম বলেন, ‘বোর্ড মনে করে, ব্যাট ও বল হাতে মিরাজের ধারাবাহিক পারফরম্যান্স, নিজে লড়াই করে দলকে অনুপ্রাণিত করার দারুণ ক্ষমতা রয়েছে তার। সে সঙ্গে মাঠে ও মাঠের বাইরে উদ্যমী উপস্থিতি তাকে এই অন্তর্বর্তীকালীন সময়ের জন্য ওয়ানডে দলের নেতৃত্ব দিতে একজন আদর্শ প্রার্থী হিসেবে গড়ে তুলেছে। আমরা বিশ্বাস করি যে, এই ফরম্যাটে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার মানসিকতা এবং পরিপক্কতা রয়েছে।’

ফাহিম আরও বলেন, ‘অধিনায়ক হিসেবে শান্ত যে ইতিবাচ মনোভাব এবং চারিত্রিক বৈশিষ্ট্য প্রদর্শন করেছে, তার জন্য আমরা তাকে ধন্যবাদ জানানোর সুযোগ নিতে চাই। দলে যে লিডারশিপ গ্রুপ রয়েছে, শান্ত তাদের একজন হিসেবেই থাকবেন এবং আমরা জানি তার ব্যাটিং দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ।’

মেহেদী হাসান মিরাজ এখনও পর্যন্ত ১০৫টি ওয়ানডেতে ১৬১৭ রান এবং ১১০টি উইকেট নিয়ে নিয়েছেন। বর্তমানে আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ে অলরাউন্ডারদের মধ্যে চতুর্থ অবস্থানে রয়েছেন তিনি। যা বর্তমান যে কোনো বাংলাদেশি খেলোয়াড়ের মধ্যে সর্বোচ্চ।

নিজের পারফরম্যান্স দিয়ে বাংলাদেশের ক্রিকেটারদের একটি অভিজাত ক্লাবে যুক্ত হলেন মিরাজ। যাদের মধ্যে রয়েছেন মোহাম্মদ রফিক, মাশরাফি বিন মুর্তজা এবং সাকিব আল হাসানের মত ক্রিকেটার। যাদের নামের পাশে ওয়ানডেতে অন্তত ১০০০ রান এবং ১০০টি উইকেট রয়েছে।

অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়ে মিরাজ বলেন, ‘বোর্ড কর্তৃক এ দায়িত্ব অর্পণ করা আমার জন্য একটি বিশাল সম্মানের। দেশকে নেতৃত্ব দেওয়া যে কোনো ক্রিকেটারের জন্য একটি স্বপ্ন এবং বোর্ড আমার প্রতি যে আস্থা দেখিয়েছে তার জন্য আমি কৃতজ্ঞ। এই দলটির প্রতি আমার পূর্ণ আস্থা আছে। আমাদের দলে দারুণ প্রতিভা রয়েছে। যারা নির্ভীক ক্রিকেট খেলে থাকেন। আমি চাই আমরা আত্মবিশ্বাসের সাথে পারফর্ম করবো, বাধা ছাড়াই খেলবো এবং দেশের জন্য আমাদের সেরাটা দিয়ে যাবো।’

আমার বার্তা/এমই

সাকিবকে জাতীয় দলে ফেরানোর বিষয়ে কোনো আলোচনা হয়নি: বুলবুল

তর্কাতীতভাবে বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। জাতীয় দলের হয়ে টাইগার এই

উড়ন্ত পিএসজিকে মাটিতে নামিয়ে চেলসির বিশ্বকাপ জয়

নতুন ফরম্যাটের প্রথম ক্লাব বিশ্বকাপ শিরোপা জয় করেছে ইংলিশ ক্লাব চেলসি। মেটলাইফ স্টেডিয়ামের ফাইনালে বর্তমান

বড় ব্যবধানে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে ঘুরে দাঁড়াল বাংলাদেশ

ব্যাটাররা যে দৃঢ়তা দেখালেন, তার ধারবাহিকতা ধরে রাখলেন বোলাররাও। তাদের সাঁড়াসি বোলিংয়ে মাত্র ৯৪ রানে

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পরিবর্তন

চলমান শ্রীলঙ্কা সফরে ওয়ানডের মতো টি-টোয়েন্টিতেও হার দিয়ে সিরিজ শুরু করেছে বাংলাদেশ। তাই সিরিজ বাঁচিয়ে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিবিরের গুপ্ত কর্মীরা ছাত্রদলের বিপক্ষে মব সৃষ্টি করছে: নাছির উদ্দিন

লক্ষ্মীপুরে সড়ক সংস্কারের দাবিতে নির্বাহী প্রকৌশলীর গায়েবানা জানাজা

খালি পেটে ঘি খাওয়া কতটা নিরাপদ, জেনে নিন

সংস্কারের নামে দেশে সার্কাস চলছে: জি এম কাদের

অন্তর্বর্তী সরকারের আমলেই হবে জুলাই হত্যাকাণ্ডের বিচার: আসিফ নজরুল

নারায়ণগঞ্জে নির্মিত হলো প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’

দুদক কর্মকর্তার পরিচয়ে প্রতারণা, সতর্ক করল কেন্দ্রীয় ব্যাংক

স্বৈরাচারের পতন হলেও সিস্টেমের পরিবর্তন হয়নি: নাহিদ

ক্ষ্যাপা চাঁদাবাজ

গণভবনে জুলাই স্মৃতি জাদুঘর ৫ আগস্ট উদ্বোধন: সংস্কৃতি উপদেষ্টা

ফরিদপুরে ‘ভূমি সেবা সহায়তা কেন্দ্র’ উদ্বোধন

বিএনপি এখন চাঁদাবাজদের দলে পরিণত হয়েছে: নাহিদ ইসলাম

দেশে ডেঙ্গুজ্বরে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৩০ জন

ইন্দোনেশিয়ায় তানিম্বার দ্বীপপুঞ্জে ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প

জামালপুরে শিশু ধর্ষণ মামলায় ১০ বছরের কারাদণ্ড

সোহাগের হত্যাকারীদের পক্ষে দাঁড়াবে না কোনো বিএনপিপন্থি আইনজীবী

শুধু বাহক নয়, মাদকের সঙ্গে জড়িত গডফাদারদের ধরতে হবে

সাতটি পদে জনবল নিয়োগ দেবে ডেসকো

মব ভায়োলেন্স বন্ধে জনগণই এখন সক্রিয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

সাকিবকে জাতীয় দলে ফেরানোর বিষয়ে কোনো আলোচনা হয়নি: বুলবুল