চিলির সান্তিয়াগোতে ফুটে উঠল আফ্রিকার নতুন ইতিহাস। আর্জেন্টিনাকে ২-০ গোলে হারিয়ে প্রথমবার ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের শিরোপা জিতে নিলো মরক্কো।
ম্যাচের নায়ক ছিলেন ইয়াসির জাবিরি। ১২ আর ২৯ মিনিটে দলের হয়ে দুটি গোলই করেছেন এই তরুণ ফরোয়ার্ড, যিনি মরক্কোর ফুটবলে লিখে দিলেন নতুন অধ্যায়।
পুরো ম্যাচ জুড়ে বলের দখল ছিল আর্জেন্টিনার হাতে, কিন্তু মরক্কোর শৃঙ্খলাবদ্ধ রক্ষণভাগের সামনে একবারও জাল খুঁজে পাননি তারা। জিয়ানলুকা প্রেস্টিয়ানি ও মাহের কারিজোরা একাধিক সুযোগ তৈরি করলেও শেষ তৃতীয়াংশে যথাযথ নির্ভুলতা ছিল না। টুর্নামেন্টে এই প্রথমবার পিছিয়ে পড়ে আর্জেন্টিনা, আর সেই ভুলটাই তাদের শিরোপা হাতছাড়া করে দেয়।
অন্যদিকে, মরক্কো দেখিয়েছে অসাধারণ ধৈর্য ও কৌশলগত ভারসাম্য। গোলরক্ষক ইব্রাহিম গোমিস করেছেন কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ, আর ওথমান মাাম্মা ও ইয়াসির জাবিরি মিলে আর্জেন্টিনার প্রতিটি ভুলের সুযোগ নিয়েছেন নিখুঁতভাবে।
এটি শুধু একটি ট্রফি নয়, এটি মরক্কোর ফুটবলে এক নতুন যুগের সূচনা। প্রথমবারের মতো অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ জিতে আফ্রিকার দেশটি প্রমাণ করল তাদের যুব ফুটবলের অসাধারণ অগ্রগতি। এই সোনালি প্রজন্ম যেন মরক্কোর ফুটবলের গর্ব হয়ে বিশ্বমঞ্চে লিখে গেল ইতিহাসের নতুন পাতা।
আমার বার্তা/জেএইচ