ই-পেপার মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫, ১৮ ভাদ্র ১৪৩২

চবিতে সংঘর্ষ : বাদী ঠিক হয়নি, ৩ দিনেও হয়নি মামলা

আমার বার্তা অনলাইন
০২ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৮

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষের ঘটনায় তিনদিন পেরিয়ে গেলেও মামলা করতে পারেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বেলা ১১টা পর্যন্ত হাটহাজারী থানায় সংঘর্ষের কোনো মামলা রেকর্ড হয়নি।

পুলিশ জানিয়েছে, মামলার রেকর্ডের জন্য সোমবার রাতে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ একটি এজাহার জমা দেয়। তবে এতে বাদী হিসেবে সুনির্দিষ্ট কারও নাম উল্লেখ করা হয়নি৷ এজাহারে আবেদনকারী হিসেবে তারা প্রক্টরিয়াল বডির নাম উল্লেখ করেন।

থানা থেকে জানানো হয়েছে, সুনির্দিষ্ট কেউ বাদী না হলে মামলা রেকর্ড সম্ভব না৷ এ কারণে এজাহার সংশোধন করতে বলা হয়েছে। পরবর্তীতে আর এজাহার জমা দেয়নি বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ।

জেলা পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা ঢাকা পোস্টকে বলেন, বিশ্ববিদ্যালয় কতৃপক্ষকে অনুরোধ করা হয়েছে সুনির্দিষ্ট কাউকে বাদী হতে। কিন্তু আর এজাহার জমা দেয়নি। এজাহার সংশোধন করে বাদী হিসেবে ব্যক্তির নাম উল্লেখ করলে মামলা রেকর্ড হয়ে যাবে।

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তরের প্রধান (ভারপ্রাপ্ত) আবদুর রহিম বলেন, সোমবার আমরা হাটহাজারী থানায় মামলার সব প্রক্রিয়া সম্পন্ন করেছি। তবে এখানো মামলা করা হয়নি। আজকে (মঙ্গলবার) অভিযুক্তদের তথ্য প্রমাণ ও আহতদের মেডিকেল রিপোর্ট সংগ্রহ করে মামলা করা হবে।

জানা গেছে, গত শনিবার দিবাগত রাত সাড়ে ১২টা থেকে গতকাল বেলা ৪টা পর্যন্ত দফায় দফায় শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। এতে প্রায় ১৫০০ শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে।

চবি মেডিকেল সেন্টারের সিনিয়র অফিসার ডা. ফারহানা ইয়াসমিন বলেন, গত শনিবার থেকে প্রায় ১৫০০ শিক্ষার্থী আহত হয়েছেন। এরমধ্যে ৫০০ শিক্ষার্থীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আর গুরুতর আহত হয়েছেন ১০ জন।

তিনি বলেন, আহতদের অধিকাংশের শরীর ছিলে গেছে, কেটে গেছে এবং তাদের শরীরে গভীর ক্ষতও ছিল। স্ক্রিনের নিচে ব্লাড জমে কালো হয়ে গেছে এ ধরনের শিক্ষার্থীও ছিল। শিক্ষার্থীদের কপাল, মাথা, শরীরে ক্ষত ছিল।

জানা যায়, গত রোববার দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, প্রক্টর তানভীর মোহাম্মদ হায়দার আরিফসহ শিক্ষকরা দুপক্ষকে বোঝানোর চেষ্টা করেন। কিন্তু স্থানীয় বাসিন্দাদের মধ্যে থেকে ইটপাটকেল নিক্ষেপ করলে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুপক্ষ।

দুপক্ষের মধ্যে থেমে থেমে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। শিক্ষার্থীদের হাতে ছিল রড, পাইপ, কাঠের লাঠি ও পাথর। স্থানীয়দের হাতে ছিল রামদা, রড ও পাইপ। সংঘর্ষে ২ নম্বর গেট সংলগ্ন এলাকা রণক্ষেত্র হয়ে পড়ে।

একপর্যায়ে সংঘর্ষ গ্রামের অলিগলিতে ছড়িয়ে পড়ে। অনেক শিক্ষার্থী অলিগলিতে আটকে গেলে তাদের মারধর করা হয়। ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত অবস্থায় একের পর এক শিক্ষার্থীকে নিয়ে যাওয়া হয় চট্টগ্রাম মেডিকেল সেন্টারে। একপর্যায়ে গতকাল বেলা দুইটার দিকে বিশ্ববিদ্যালয় এলাকায় ১৪৪ ধারা জারি করে হাটহাজারী উপজেলা প্রশাসন। পরে আজ মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত এই সময় বাড়ানো হয়েছে।

সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত হয়ে দুই শিক্ষার্থী বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। একজনকে ঢাকায় রেফার করা হয়েছে।

এদিকে, সংঘর্ষের ঘটনায় চবির পার্শ্ববর্তী গ্রামে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ তুলেছে এলাকাবাসী। রোববার বিকেলে জোবরা গ্রামে একাধিক বাড়িঘর, দোকানপাট ও কয়েকটি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করা হয়েছে। এছাড়া কোথাও কোথাও অগ্নিসংযোগেরও খবর পাওয়া গেছে।

আমার বার্তা/জেএইচ

ডাকসু নির্বাচন: ছাত্রীকে গণধর্ষণের হুমকির ঘটনা তদন্তে দুই কমিটি

সামাজিক যোগাযোগমাধ্যমে ডাকসু নির্বাচনের এক নারী প্রার্থীকে ধর্ষণের হুমকি দেওয়ার ঘটনায় দুটি পৃথক কমিটি করেছে

বাকৃবিতে আন্দোলন-অবরোধ পরবর্তী ঘটনায় তদন্ত কমিটি গঠন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) একাডেমিক কাউন্সিলের সভা শেষে অডিটরিয়াম থেকে বের হওয়ার মুহূর্তে আন্দোলনরত শিক্ষার্থী

ধর্ষণ-অস্ত্র ও হল দখলের রাজনীতি চলবে না: ইবি ছাত্রদল আহ্বায়ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীকে ‘গণধর্ষণের’ হুমকির ঘটনাসহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেত্রীদের হেনস্তা ও দেশব্যাপী শিবিরের

ঢাবির আদলে গবেষণা নীতি প্রণয়নের দাবি ইবি ছাত্র ইউনিয়নের

ইসলামি বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিগত প্রশাসনের প্রণীত গবেষণা নীতি বাতিল ও নতুন নীতিমালা প্রণয়ন করে পুনরায়
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ হাসিনা দেশ থেকে পালালেও শয়তানি ছাড়েনি: মির্জা ফখরুল

বিশ্বে শত কোটির বেশি মানুষ মানসিক সমস্যায় আক্রান্ত: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ডাকসু নির্বাচন: ছাত্রীকে গণধর্ষণের হুমকির ঘটনা তদন্তে দুই কমিটি

আদালতে ৪০ লাখ বাণিজ্যিক মামলা, দীর্ঘসূত্রিতায় ব্যাহত বিদেশি বিনিয়োগ

বাকৃবিতে আন্দোলন-অবরোধ পরবর্তী ঘটনায় তদন্ত কমিটি গঠন

ফ্যাসিবাদের সমর্থকদের আইনের আওতায় আনা উচিত: রিজভী

সাবধান: ভুল মেইলে ক্লিক করলেই ফেসবুক গায়েব

আহত শিক্ষার্থীদের চিকিৎসার খোঁজ নিতে চমেক হাসপাতালে ধর্ম উপদেষ্টা

দেশে ডেঙ্গুজ্বরে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৭৩ জন

কুয়েতে ট্রাফিক আইন লঙ্ঘনে আটক ৩৫ জন

ফার্স্ট সিকিউরিটির ৩৮ হাজার কোটি টাকা লুটে নিয়েছে এস আলম

১১ ধারা-উপধারা সংশোধন করে অধ্যাদেশ জারি

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষকে লাল কার্ড, সড়কে ধানের চারা রোপণ

আগস্টে দেশের রফতানি আয় কমেছে ২.৯৩ শতাংশ

কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা পারভীন কারাগারে

ধর্ষণ-অস্ত্র ও হল দখলের রাজনীতি চলবে না: ইবি ছাত্রদল আহ্বায়ক

সাগরে লঘুচাপের প্রভাবে আগামী পাঁচদিন ভারি বৃষ্টি হতে পারে

ছাত্রলীগ নেতাকে পুলিশে দিল ছাত্রদলের নেতাকর্মীরা

রোহিঙ্গা ক্যাম্পে আসিয়ান এমপিদের প্রতিনিধি দল

সিঙ্গাপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত