ই-পেপার বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২ আশ্বিন ১৪৩২

মেধাবী ও ভদ্র প্রকৃতির মেয়ে ছিলেন কুবি শিক্ষার্থী সুমাইয়া

কুবি প্রতিনিধি
১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৪৯

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের মেধাবী শিক্ষার্থী সুমাইয়া আফরিন। কুমিল্লার নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়ে মাধ্যমিক ও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে জিপিএ-৫ পেয়ে উচ্চ মাধ্যমিক পাশ করেন তিনি।

এরপর বিশ্ববিদ্যালয় ভর্তিযুদ্ধেও তিনি রেখেছেন সফলতার স্বাক্ষর। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চান্স পান তিনি। পরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হন। মানিয়ে নিতে না পেরে নোবিপ্রবি ছেড়ে চলে আসেন তিনি।

দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দিয়ে তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগে ভর্তি হন। নগরীর কালিয়াজুরির একটি ভাড়া বাসায় থাকতেন তিনি। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সুনীতি-শান্তি হলেও তার আবাসিকতা ছিল।

ব্যক্তিগত জীবনে সুমাইয়া অনেক শান্ত ও ভদ্র প্রকৃতির মেয়ে ছিল। প্রতিবেশীরা জানান, এই যুগে এমন নম্র ভদ্র মেয়ে পাওয়া দুষ্কর।

সুমাইয়ার পরিবার যে বাসায় ভাড়া থাকতেন ওই বিল্ডিংয়ের নিচতলায় হাতেখড়ি আনন্দ পাঠশালা নামে একটি কিন্ডারগার্টেন স্কুল ছিল। ওই স্কুলের প্রধান শিক্ষিকা কামরুন নাহার পলিন বলেন, ওরা আমাদের স্কুল ভবনের দোতলায় ভাড়া থাকতো। অনেক ভালো মেয়ে ছিল সুমাইয়া। নিচের দিকে তাকিয়ে যে হেঁটে যেত কোনোদিন স্কুলের দিকে তাকায়নি। আমাদেরকে দেখলেই সালাম দিত।

প্রতিবেশী আনিসুল ইসলাম রানা বলেন, ওরা অনেক ভালো মানুষ। ওদের কারো সাথে কোন শত্রুতা ছিলো না। ওরা অনেক চুপচাপ স্বভাবের। ছেলেগুলোও নম্র ভদ্র।

বাসার সামনের হেলাল স্টোরের মালিক বলেন, ওদের বাবা বেঁচে থাকার সময় কোনোদিন ওরা আমার দোকানে আসেনি। বাবা মারা যাওয়ার পর মা- মেয়ে আসতো। মেয়েটা অনেক ভদ্র ছিল। কোনদিন বোরকা আর হিজাব ছাড়া আমার দোকানে আসেনি। মারা যাওয়ার কিছুদিন আগেও আমার দোকান থেকে আইসক্রিম নিয়ে গিয়েছিলো।

সুমাইয়াদের বাসার পিছনে একটি গরুর খামার রয়েছে। সেখানকার একজন পরিচর্যাকারী বলেন, এই বাসার ওরা অনেক ভালো মানুষ। কোনদিন তাদেরকে উচ্চস্বরে কথা বলতে শুনিনি।

সুমাইয়াকে প্রায় তিন বছর বাসায় গিয়ে পড়িয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং ১৪ তম আবর্তনের শিক্ষার্থী অভিজিৎ রায়। তিনি বলেন, সুমাইয়া অনেক ভালো মেয়ে ছিলো। ওর মৃত্যু আমি কোনভাবেই মেনে নিতে পারছি না। সে দুনিয়ায় নেই এটা চিন্তা করলেই আমি মানসিকভাবে ভেঙে পড়ি।

এর আগে গত ৮ সেপ্টেম্বর কুমিল্লার কালিয়াজুরি এলাকায় ভাড়া বাসা থেকে কুবি শিক্ষার্থী ও তার মায়ের মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই দিন সন্ধ্যায় মোবারক হোসেন নামের একজন কবিরাজকে গ্রেফতার করে পুলিশ। ধর্ষণের সময় দেখে ফেলায় সুমাইয়ার মাকে এবং ধর্ষণের পর সুমাইয়াকে হত্যা করেছেন বলে ১৬৪ ধারায় জবানবন্দি দেন মোবারক। গতকাল এই হত্যাকাণ্ডের বিচার ও ধর্ষকের ফাঁসি নিশ্চিতের দাবিতে নগরীর পূবালী চত্ত্বরে বিক্ষোভ মিছিল করে কুবি শিক্ষার্থীরা। এরপর তারা বিক্ষোভ মিছিল নিয়ে আদালত প্রাঙ্গনে যায়। সেখানে প্রায় দুই ঘন্টা অবস্থান নেওয়ার পর জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপি দেয় তারা।

আমার বার্তা/জেএইচ

পর্যটকবাহী জিপ খাদে পড়ে খুবি ছাত্রী নিহত, আহত ১২

খাগড়াছড়ি থেকে রাঙ্গামাটির সাজেক যাওয়ার পথে পর্যটকবাহী জিপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের এক

চাকসু নির্বাচনের মনোনয়ন জমার সময় বাড়ল আরও একদিন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন। বুধবার

সর্বজনীন শিক্ষার্থী সংসদ প্যানেলের ১২ দফা ইশতেহার ঘোষণা

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ‘সর্বজনীন

চাকসু নির্বাচন: শেষ দিনে মনোনয়ন ফরম সংগ্রহের হিড়িক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণের শেষ দিনে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসিনার অগ্রণী ব্যাংকে থাকা দুটি লকার জব্দ করেছেন কর গোয়েন্দারা

দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি কারিগরি শিক্ষার্থীদের

খুলনায় পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ

কঠিন ও অস্বস্তিকর প্রশ্ন করা সাংবাদিকদের দায়িত্ব: শফিকুল আলম

পর্যটকবাহী জিপ খাদে পড়ে খুবি ছাত্রী নিহত, আহত ১২

রাঙ্গামাটি জেলা পরিষদে দুর্নীতির অভিযোগে দুদকের অভিযান

প্রকল্প বাস্তবায়নে অনিয়ম ও দুর্নীতি বন্ধ করেছি: পরিকল্পনা উপদেষ্টা

এখন আন্দোলন ডাকা আলোচনার টেবিলকে অসম্মান করা: খসরু

পাঁচ ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশে আসছে আফগানিস্তান

যাত্রাবাড়ীতে দরজা ভেঙে ভেতর থেকে মরদেহ উদ্ধার

খেলাপিদের ঋণমুক্ত হওয়ার সুবিধায় থাকছে আরও ছাড়

শিশু সুরক্ষায় ‘প্রজেক্ট সুরক্ষা’ চালু করল আইজেএম

সাতরাস্তা মোড়ে সড়ক অবরোধ প্রত্যাহার কারিগরি শিক্ষার্থীদের

একনেকে ৮৩৩৩ কোটি টাকা ব্যয়ে ১৩ প্রকল্প অনুমোদন

শেখ পরিবারের বিরুদ্ধে তিন মামলায় সাক্ষ্য দিলেন ৫ জন

মেধাবী ও ভদ্র প্রকৃতির মেয়ে ছিলেন কুবি শিক্ষার্থী সুমাইয়া

ডেমু ট্রেন ক্রয়ে ক্ষতি ৬০০ কোটি টাকা, আসামি রেলওয়ের সাবেক ডিজিসহ ৭

আইফোনের আদলে অ্যান্ড্রয়েডেও আসছে ইমার্জেন্সি লাইভ ভিডিও–সুবিধা

বর্ধিত মেয়াদের আগেই জুলাই সনদ বাস্তবায়ন চায় কমিশন

হবিগঞ্জে আত্মীয়র বাড়িতে যাওয়ার পথে বাসচাপায় মা-ছেলে নিহত