
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে অধিকতর উন্নয়ন প্রকল্পের অর্থায়নে বুধবার (৭জানুয়ারি) সকাল ০৯.৩০টায় ৪র্থ শ্রেণীর কর্মচারীদের জন্য লিফট ও অন্যান্য আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন একটি ১০তলা ভবন ১৬ কোটি ০১ লক্ষ ৮০ হাজার ৫৬০ টাকা চুক্তি মূল্যে নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।
এসময়ে অন্যান্যের মাঝে ভেটেরিনারি অনুষদের ডিন প্রফেসর ড. মো: বাহানুর রহমান, কৃষি অনুষদের ভারপ্রাপ্ত ডিন প্রফেসর ড. মাসুম আহমাদ, মাৎসবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো: রফিকুল ইসলাম সরদার, ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো: শহীদুল হক, পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক প্রফেসর ড. মো: মোশাররফ উদ্দীন ভূঞা, প্রক্টর প্রফেসর ড. আব্দুল আলীম, প্রধান প্রকৌশলী মোহাম্মদ আতিকুর রহমান, কৃষি মিউজিয়াম পরিচালক কৃষিবিদ মো: মনির আহম্মেদ, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মুহঃ এনামুল হকসহ অন্যান্য আমন্ত্রিত শিক্ষক-কর্মকর্তা, কর্মচারী উপস্থিত ছিলেন।
আমার বার্তা/জয় মন্ডল/এমই

