ই-পেপার মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১

৪৪, ৪৫ ও ৪৬তম বিসিএস নিয়ে পিএসসির কঠোর সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক:
১৮ নভেম্বর ২০২৪, ২১:১৭
আপডেট  : ১৮ নভেম্বর ২০২৪, ২১:১৯

প্রশ্নফাঁস, মন্ত্রীদের সুপারিশে ক্যাডার নিয়োগসহ বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগে গত জুলাইয়ে চরম সমালোচনার মুখে পড়ে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সোহরাব হোসাইনের নেতৃত্বাধীন কমিশন বিদায় নেওয়ার পর দায়িত্বগ্রহণ করেছে অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম কমিশন। এ কমিশন তাদের প্রথম সভাতেই আলোচিত ৪৪, ৪৫ ও ৪৬তম বিসিএস নিয়ে কঠোর সিদ্ধান্ত নিয়েছে।

পিএসসির সিদ্ধান্ত অনুযায়ী— ৪৪তম বিসিএসের অনুষ্ঠিত সব মৌখিক পরীক্ষা বাতিল করা হয়েছে। ৪৫তম বিসিএসের খাতা মূল্যায়ন শেষদিকে থাকলেও তা আবার তৃতীয় পরীক্ষকের কাছে পাঠানো হবে। তাছাড়া ৪৬তম বিসিএসের প্রিলিমিনারিতে বৈষম্যদূর করতে পুনরায় ফল প্রকাশ করবে পিএসসি।

পিএসসির কমিশন সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার (১৮ নভেম্বর) রাতে পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমানের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন নিয়োগপ্রাপ্ত সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান ও আটজন সদস্যবিশিষ্ট কমিশনের সভায় ৪৪, ৪৫ ও ৪৬তম বিসিএস পরীক্ষাসহ বিভিন্ন নন-ক্যাডার পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সন্দেহ সংক্রান্ত সকল বিষয় গুরুত্বসহকারে আলোচনা করা হয়। কমিশন উল্লিখিত পরীক্ষাসমূহের স্বচ্ছতা, ন্যায্যতা ও নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে নিম্নলিখিত সিদ্ধান্তসমূহ গ্রহণ করেছে।

>> ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা বাতিল

৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১১ হাজার ৭৩২ জন প্রার্থীর মধ্যে ৩ হাজার ৯৩০ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা গত ১৮ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল। গত ২৫ আগস্ট মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়। এরপর ৮ অক্টোবর তৎকালীন কমিশন পদত্যাগ করে।

মৌখিক পরীক্ষায় সমমান বজায় রাখার জন্য পূর্বের কমিশন কর্তৃক গৃহীত ৪৪তম বিসিএস-২০২১-এর আংশিক অর্থাৎ ৩ হাজার ৯৩০ জন প্রার্থীর গৃহীত মৌখিক পরীক্ষা বাতিল করে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সকল প্রার্থী অর্থাৎ ১১ হাজার ৭৩২ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা গ্রহণ করার সিদ্ধান্ত গৃহীত হয়। শিগগির মৌখিক পরীক্ষার তারিখ জানানো হবে।

>> ৪৬তম বিসিএসের ফল ‍পুনরায় প্রকাশ

পিএসসির সিদ্ধান্ত অনুযায়ী—৪৬তম বিসিএসের প্রিলিমিনারির ফল পুনরায় প্রকাশ করা হবে। তবে এক্ষেত্রে প্রথম দফায় যারা নির্বাচিত হয়েছেন, তারা বাদ পড়বেন না। তাদের সঙ্গে আরও ১০ হাজার ৬৩৮ জন প্রার্থীকে নির্বাচিত করে লিখিত পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে।

পিএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল গত ৯ মে প্রকাশিত হয়। এ পরীক্ষায় ১০ হাজার ৬৩৮ জন প্রার্থীকে লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়।

এক্ষেত্রে সম্ভাব্য বৈষম্য দূরীকরণের লক্ষ্যে ইতোমধ্যে নির্বাচিত প্রার্থীদের সঙ্গে আরও সমসংখ্যক প্রার্থী লিখিত পরীক্ষার জন্য যোগ্য বিবেচনা করে পুনরায় ফলাফল ঘোষণা করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে উল্লেখ করা হয়।

>> তৃতীয় পরীক্ষকের কাছে যাবে ৪৫ বিসিএসের সব খাতা

৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল গত জানুয়ারিতে। সেই হিসাবে প্রায় সব খাতা মূল্যায়ন শেষ দিকে। তবে স্বচ্ছতা ও ন্যায্যতা বজায় রাখার স্বার্থে নতুন কমিশন সব খাতা তৃতীয় পরীক্ষকের কাছে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।

এ প্রসঙ্গে পিএসসির বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের কাজ চলমান।দ্বিতীয় পরীক্ষক কর্তৃক মূল্যায়নের কাজও প্রায় সমাপ্তির পথে। লিখিত পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে স্বচ্ছতা ও ন্যায্যতা বজায় রাখার স্বার্থে নতুন কমিশন সকল উত্তরপত্র তৃতীয় পরীক্ষকের নিকট প্রেরণ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

তাছাড়া প্রশ্নফাঁসের অভিযোগ ওঠা বাংলাদেশ রেলওয়ের (উপ-সহকারী প্রকৌশলী) নন-ক্যাডার পদে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার বিষয়ে পিএসসি পরীক্ষা-নিরীক্ষা ও পর্যালোচনা করছে। খুব শিগগির এ পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

আমার বার্তা/এমই

৪৪তম বিসিএসের ৪ হাজার প্রার্থীর মৌখিক পরীক্ষা বাতিল

আওয়ামী লীগ সরকারের সময় অনুষ্ঠিত ৪৪তম বিসিএসের ৩ হাজার ৯৩০ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা বাতিল

চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করতে দুই সপ্তাহের আল্টিমেটাম

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর বাস্তবায়নের জন্য দুই সপ্তাহের আল্টিমেটাম দিয়েছেন আন্দোলনকারীরা। এছাড়া ২৪

ভাঙছে ‘প্রথা’, ৩০ নভেম্বরের আগেই ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি

টানা পাঁচ বছর ধরে ৩০ নভেম্বর বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে আসছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

বিসিএস পরীক্ষায় একজন প্রার্থী ৪ বার অংশ নিতে পারবেন

গত বৃহস্পতিবার (২৪ অক্টোবর) উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যারা সংস্কারের কথা বলেছেন সংগ্রামে তাদের অনেককে দেখি নাই

সরকার চেষ্টা করছে নির্ভুল পাঠ্যবই বের করার: গণশিক্ষা উপদেষ্টা

এক দফা দাবিতে স্মারকলিপি দিয়ে অবস্থান ছাড়ল সাদপন্থীরা

হাত হারানো শিশু নাঈমকে ৩০ লাখ টাকা ক্ষতিপূরণের রায় বহাল

সড়ক-রেলপথ অবরোধ নয়, ক্যাম্পাসেই অবস্থান নেবেন শিক্ষার্থীরা

আ.লীগসহ সব দলকে নির্বাচনে চেয়েছে বিএনপি: প্রধান উপদেষ্টা

কিছু ব্যাংক খুঁড়িয়ে চললেও কোনটি বন্ধ হবে না

রাশিয়ায় মার্কিন ক্ষেপণাস্ত্র আঘাত হানলে পাল্টা জবাব দেবে মস্কো

এই দিন দিন নয়, সামনে ভালো দিন আসবে: আদালতে কামরুল ইসলাম

গাজায় নিহত আরো ৭৬, প্রাণহানি ছাড়াল ৪৪ হাজার

শীতের সকালে আদা ও তুলসী পাতা খেলে কী হয়?

হাসিনাকে ফিরিয়ে দেওয়া নিয়ে ভারতকে হুঁশিয়ারি ড. ইউনূসের

তিতুমীর কলেজে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন

পর্তুগালকে রুখে দিয়ে কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়া, শেষ মুহূর্তে স্পেনের জয়

আরও ১৯ কোটি ডিম আমদানির অনুমতি পেল ৪৩ প্রতিষ্ঠান

প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে সাদপন্থীদের অবস্থান

অনিয়ম ঠেকাতে তৈরি ৫৭ লাখ স্মার্ট ফ্যামিলি কার্ড

ভারত থেকে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোটাই সমস্যা: ড. ইউনূস

বহুদলীয় গণতন্ত্র প্রবর্তক শহীদ জিয়াউর রহমান

চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর, অধ্যাদেশ জারি