রাজধানীর রমনার কাকরাইল মোড়ে গাড়ির ধাক্কায় আহত মোঃ আরিফুল ইসলাম নামে এক পুলিশ সদস্যের ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
নিহত পুলিশ সদস্য আরিফুল কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বানিয়াপাড়া গ্রামের মোঃ খলিল মোল্লার ছেলে। সে বর্তমানে ঢাকা জেলায় নবাবগঞ্জ থানায় পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত ছিল বলে জানিয়েছেন স্বজনরা।
বুধবার(১ জানুয়ারি) বেলা আড়াইটার দিকে এই ঘটনাটি ঘটে। পরে বিকেল সোয়া চারটার দিকে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে এলে জরুরী বিভাগের দায়িত্বরত নিবিড় পরিচর্যা কেন্দ্রে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরের দিকে মারা যান তিনি।
নিহতের বোন মর্জিনা জানান, গতকাল বেলা আড়াইটার দিকে কাকরাইল মোড়ে মন্ত্রীর নামে পরিবহনের বাস থেকে নামার সময় পিছন দিক থেকে আরেকটি গাড়ি আমার ভাইকে ধাক্কা দিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। এতে গুরুতর আহত হলে প্রথমে আমার ভাইকে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ডিবির পরিচর্যা কেন্দ্রে (আই সি ইউ) ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর ৪টার দিকে মারা যায় আমার ভাই।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক জানান নিহত ওই পুলিশ সদস্যের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
আমার বার্তা/জেএইচ/এমরানা