রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা মিনা বাজার এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে রাজন বর্মন (১৭) নামে এক যুবক গুরুতর আহত হয়েছে।
আহত রাজন নারায়ণগঞ্জ আড়াইহাজার উপজেলার দয়া কান্দি গ্রামের রমেশ বর্মনের ছেলে। বর্তমানে যাত্রাবাড়ীর কাজলা পেট্রোল পাম্পের পাশে ভাড়া থাকে।
বুধবার দিবাগত রাত পৌনে বারোটার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক জরুরি বিভাগের ১০২ নং ওয়ার্ডে ভর্তি দেন।
আহত যুবকের বাবা রমেশ বর্মন জানান, আমার ছেলে ধনিয়া কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী । গতরাত সাড়ে আটটার দিকে কাজলা মিনা বাজারের গলি দিয়ে পায়ে হেঁটে বাসায় ফিরছিল আমার ছেলে।
এ সময় অজ্ঞাত তিন ছিনতাইকারী আমার ছেলে কাছ থেকে মোবাইল ছিনিয়ে নিতে চাইলে বাধা দেয় সে। এটা ছিনতাইকারীরা আমার ছেলের বুকের বাম পাশে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
পরে আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে জরুরী বিভাগের চিকিৎসক হাসপাতালে ১০২ নং ওয়ার্ডে ভর্তি দেন তাকে।
অপরদিকে রাজধানীর খিলগাঁওয়ের গোড়ান আদর্শ গলির সামনের রাস্তায় ছিনতাইকারি ছুরিকাঘাতে মোঃ কাজল আহমেদ (৪৪) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছে।
আহত কাজল নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার নুর আহমেদ এর ছেলে।
আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) ভোর ছয়টার দিকে এই ঘটনাটি ঘটে। পরে আজ সকাল সাড়ে সাতটা নাগাদ তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে আনা হলে ৪ নং ওয়ার্ডে ভর্তি দেন জরুরি বিভাগের দায়িত্ব-রত চিকিৎসক।
আহতদের ভাগ্নি তন্নী জানান, আমার মামা অটো রিক্সায় করে যাওয়ার পথে গোড়ান আদর্শ গলির সামনে ৩ জন ছিনতাইকারী মোটরসাইকেলে করে এসে চাপাতি দিয়ে মামার পায়ের রানে আঘাত করে গুরুতর আহত করে। এ সময় ওই ছিনতাইকারীরা মামার কাছে থাকা একটি iphone -১১ প্রো ম্যাক্স, একটি টেকনো মোবাইলসহ নগদ পাঁচ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। পরে আমরা খবর পেয়ে মামাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে ৪ নং ওয়ার্ডে ভর্তি দেন চিকিৎসক।
আরেক ঘটনায় গাজীপুরের টঙ্গী পশ্চিম থানা এলাকায় ছিনতাইকারীর ছুড়িকাঘাতে মোঃ মোশারফ হোসেন নামে এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছে।
বৃহস্পতিবার(২ জানুয়ারি) সকাল সাড়ে আটটার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ ( ঢামেক) হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসা হয়।
তাকে হাসপাতালে নিয়ে আসা আরেক পুলিশ সদস্য নূর মোহাম্মদ জানান, আজ ভোর সাড়ে পাঁচটার দিকে টঙ্গীর সবুজবাগের বাসা থেকে পিকআপে করে বাসার মালপত্র টাঙ্গাইল নিয়ে যাওয়ার সময় ঘটনাস্থলে চার পাঁচ জন ছিনতাইকারী পাথর ছুঁড়ে উক্ত পিকাব ভ্যানের গতিরোধ করে। পরে ছিনতাইকারীরা পায়ের বাম পাশে রানে ছুরিকাঘাত করে পুলিশ সদস্য মোশারফ এর কাছে থাকা নগদ ২৫ হাজার টাকা ও একটি মোবাইল নিয়ে পালিয়ে যায় তারা। পরে আমরা খবর পেয়ে দ্রুততাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি।
নূর মোহাম্মদ আরো জানান সম্প্রতি কনস্টেবল মোশারফ এর বদলী হওয়ায় বাসার মালপত্র নিয়ে সে টঙ্গী থেকে টাঙ্গাইলের ধনবাড়ী থানায় তার নতুন কর্মস্থলে যাচ্ছিল। বর্তমানে জরুরী বিভাগের ৪ নং ওয়ার্ডের তার চিকিৎসা চলছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক জানান, গত রাত থেকে আজ সকাল পর্যন্ত কলেজ শিক্ষার্থী ও পুলিশ সদস্য সহ তিনজনকে রক্তাক্ত জঘন্য অবস্থায় হাসপাতালে জরুরি বিভাগে আনা হয়। পরে আমরা তাদের কাছে জানতে পারি ছিনতাইকারীর পাল্লায় পড়ে তারা দুর্ঘটনার স্বীকার হন। এদের মধ্যে দুজনকে ভর্তি দেয়া হয়েছে। অন্যজনের জরুরী বিভাগের চিকিৎসা চলছে। আমরা বিষয়গুলি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।
আমার বার্তা/জেএইচ/এমরানা