রাজধানীর গুলশানের দি ক্যাপিটাল রিক্রিয়েশন ক্লাব লিমিটেডের প্রেসিডেন্ট প্রার্থী মোহাম্মদ আবুল হোসেনের উদ্যোগে ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা থেকে মধ্য রাত পর্যন্ত ক্লাব মিলনায়তনে বর্ণাঢ্য মিউজিকাল নাইট, বিভিন্ন রকমের স্ন্যাকসসহ নৈশভোজের আয়োজন করা করা হয়।
এসময় ক্লাবের বর্তমান সফল প্রেসিডেন্ট বিশিষ্ট ব্যবসায়ী ও উদ্যোক্তা, সংস্কৃতিমনা মোহাম্মদ আবুল হোসেন উপস্থিত থেকে সদস্যদের বরণ করে সকল কার্যক্রম পরিচালনা করেন। এ সময় উপস্থিত থেকে ক্লাবের কার্যকরী কমিটির কর্মকর্তারাসহ সকল সদস্যবৃন্দকে বরণ করে শুভেচ্ছা জ্ঞাপন করেন।
ক্লাবের প্রেসিডেন্ট প্রার্থী মোহাম্মদ আবুল হোসেন বলেন, নানা বিনোদন কিংবা সাংস্কৃতিক পরিমণ্ডলে সদস্যদের ভরপুর করে আগামীতে এই ক্লাবকে আরো দৃষ্টিনন্দন করে রাখতে চাই। এমনকি রাজধানীর অন্যান্য ক্লাবের সাথে তার একটা ধারাবাহিকতাও ধরে রাখতে চাই এবং ক্লাবের উন্নয়নের জন্য বিগত দিনেও নিরলস প্রচেষ্টা নিয়ে আজকে পর্যন্ত আমাদের চেষ্টা অব্যহত রেখেছি।তাই নানা উন্নয়নের ধারাবাহিকতায় অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করে যেতেই এবারো সকলের আন্তরিক অনুপ্রেরণায় প্রার্থী হয়েছি। আমি।কথা দিলাম আগামীতেও ক্লাবের জন্য নিবেদিত থাকবো। তার জন্য আমাদের সকলকেই পাশে থেকে আন্তরিক সমর্থন করার জন্য বিনীত অনুরোধ জানান তিনি। রাতে ক্লাবের সদস্যরা মনোজ্ঞ সাংস্কৃতিক পর্ব নৈশভোজে অভিভূত হয়ে ক্লাবের প্রেসিডেন্ট সহ সকলকে অভিনন্দন জানান।
পরে দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পীরা মনোমুগ্ধকর সংগীত পরিবেশন করেন। উল্লেখ্য, ২২ ফেব্রুয়ারি ক্লাবের নির্বাচনকে কেন্দ্র করে জমজমাট হয়ে উঠেছে ক্লাব প্রাঙ্গণ। অন্য প্রার্থীরাও তাদের প্রচারণা চালাচ্ছে। জয়ের বিষয়ে এবারো শতভাগ আশাবাদী বিশিষ্ট এই ব্যাবসায়ী মোহাম্মদ আবুল হোসেন ও সকল প্রার্থী গন।