ই-পেপার বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২

পহেলা বৈশাখে রাজধানীতে আজ কোথায় কী আয়োজন

আমার বার্তা অনলাইন:
১৪ এপ্রিল ২০২৫, ০৮:৪৮

বাঙালি যে উৎসবপ্রিয়, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। নিজেদের ধর্মীয়, জাতীয়, রাষ্ট্রীয় ও সংস্কৃতির উৎসবের পাশাপাশি ধারে নেওয়া উৎসবগুলোও মহানন্দে পালন করে থাকে। বাঙালি জাতিসত্তার একমাত্র পার্বণ হলো বাংলা নববর্ষ। আজ পহেলা বৈশাখ। শুরু বঙ্গাব্দ ১৪৩২। স্বাগত বাংলা নববর্ষ।

বাংলা নববর্ষকে কেন্দ্র করে রাজধানীও মেতে ওঠেছে বাহারি আয়োজনে। আজ রাজধানীতে যেসব আয়োজন রয়েছে তা হলো-

>> রবীন্দ্র সরোবর : পহেলা বৈশাখের সকালে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে সুরের ধারার আয়োজনে অনুষ্ঠিত হয় বর্ষবরণ অনুষ্ঠান, যেখানে পাহাড় ও সমতলের নানা জাতিগোষ্ঠীর সংস্কৃতিকে তুলে ধরা হয়। সকাল ৬টা থেকেই শুরু হওয়া এই আয়োজনে মুক্তমঞ্চে চলে নানা সাংস্কৃতিক পরিবেশনা। সরোবরের চারপাশে রয়েছে বাহারি বাঙালি খাবারের আসর।

>> ঢাকা বিশ্ববিদ্যালয় : ‘নববর্ষে ঐকতান, ফ্যাসিবাদের অবসান’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চব্বিশের চেতনায়, সমকাল, ইতিহাস ও ঐতিহ্যকে ধারণ করে নববর্ষ উদ্‌যাপন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। বর্ষবরণ উপলক্ষে সকাল ৯টায় চারুকলা প্রাঙ্গণ থেকে বের হবে ‘আনন্দ শোভাযাত্রা’।

এবারের বর্ষবরণ শোভাযাত্রায় থাকবে সাতটি বিশাল মোটিফ—ফ্যাসিবাদের বিকৃত মুখাকৃতি, কাঠের নির্মিত বাঘ, ইলিশ মাছ, ইসরায়েলের বর্বরতার প্রতিবাদে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে তরমুজের ফালি, শান্তির প্রতীক পায়রা, ঐতিহ্যবাহী পালকি এবং মীর মুগ্ধের স্মৃতিকে স্মরণ করে পানির বোতল।

এই মূল মোটিফের বাইরে শোভাযাত্রায় থাকছে আরও শিল্প-অবকাঠামো: সুলতানি আমলের ১০টি মুখোশ (মাঝারি আকারের), ২০টি রঙিন চরকি, আটটি তালপাতার সেপাই, পাঁচটি তুহিন পাখি, চারটি পাখা, ২০টি লোকজ ঘোড়া এবং ১০০ ফুট দীর্ঘ লোকজ চিত্রে সাজানো ক্যানভাস।

ছোট মোটিফগুলোর মধ্যে থাকছে—৮০টি ফ্যাসিবাদের মুখাকৃতি, ২০০টি বাঘের মাথা, ১০টি পলো, ছয়টি মাছ ধরার চাঁই, ২০টি মাথাল, পাঁচটি লাঙল ও পাঁচটি মাছের ডোলা।

চারুকলা অনুষদের সামনের সীমানা প্রাচীর ইতোমধ্যেই সেজেছে—হলুদ রঙের জমিনে রাজশাহীর শখের হাঁড়ির মোটিফে আঁকা ফুল, পাখি, লতা আর পাতার জীবন্ত শিল্পে।

>> জাতীয় সংসদ ভবন : নববর্ষ উদ্‌যাপন উপলক্ষে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে, শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায়, ঢাকাস্থ চীনা দূতাবাসের কারিগরি সহায়তায় এবং জাতীয় সংসদ ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের সহযোগিতায় অনুষ্ঠিত হবে বিশেষ ‘ড্রোন-শো’ ও ‘ব্যান্ড-শো’।

>> শাহবাগ : ‘ঐ নতুনের কেতন ওড়ে’ শিরোনামে বাংলা নববর্ষ উদ্‌যাপন উপলক্ষে দিনব্যাপী উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে সাংস্কৃতিক ঐক্যফ্রন্ট। সকাল ১০টা থেকে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে শুরু হবে এই আয়োজন। সেখানে পরিবেশিত হবে চিরায়ত বাংলা গান, দেশাত্মবোধক সুর, জারিসারি, পুঁথিপাঠ, গম্ভীরা এবং নাটিকা। এবারের উৎসবে অংশ নেবে ১৪টি শিল্পীগোষ্ঠী।

এ ছাড়াও রাজধানীর নানা প্রান্তেও বসছে বৈশাখী মেলা ও উৎসবের রঙিন আঙিনা। উল্লেখযোগ্য আয়োজন রয়েছে উত্তরার দিয়াবাড়ি, সুত্রাপুরের ধূপখোলা মাঠ, ওয়ারীর টিপু সুলতান রোড ও পূর্বাচলের তিনশ ফুট এলাকায়। এসব জায়গায় বছরজুড়েই কমবেশি মানুষের ভিড় লেগে থাকে, তবে উৎসবের দিনে সেই ভিড় নিঃসন্দেহে আরও ঘন ও জমকালো হবে।

আমার বার্তা/এমই

ধানমন্ডিতে গাড়ি থেকে চাঁদা আদায়, অভিযুক্ত সেই যুবক আটক

রাজধানীর ধানমন্ডি থানার জিগাতলা এলাকায় প্রাইভেটকার পার্কিং করায় চাঁদা নেওয়া সেই যুবককে আটক করেছে পুলিশ।

রাজধানীত ব্যবসায়িক দ্বন্দ্বে প্রতিপক্ষের গুলিতে ইন্টারনেট ব্যবসায়ী গুলিবিদ্ধ

রাজধানীর শাহ আলী থানার রাইনখোলা ঈদগাহ মাঠ এলাকায় ব্যবসায়িক দ্বন্দ্বে প্রতিপক্ষের গুলিতে সাজ্জাদ হোসেন রাব্বি(২৫)

রাজধানীতে ২০ জুলাইযোদ্ধার দৃষ্টিশক্তি ফেরালেন ব্রিটিশ চিকিৎসকরা

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আমন্ত্রণে বেশ কয়েকজন ব্রিটিশ শল্য চিকিৎসক ঢাকায় এসে চিকিৎসা দিয়েছেন। তাদের উদ্দেশ্য ছিল

বৈশাখে উইমেন্স ফ্যাশন ডিজাইনার্স সোসাইটির বর্ণিল আয়োজন

পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব, চেতনার উৎসব,  ইতিহাস-ঐতিহ্য ও সংস্কৃতির উৎসব। এতে মিশে আছে বাঙালির
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাজউদ্দিন ও আইভি রহমানের নামে থাকা দুটি জলযানের নাম পরিবর্তন

অবকাঠামো উন্নয়নে বাফুফেকে ২.৫ মিলিয়ন ডলার দিচ্ছে এএফসি

আফগানিস্তানে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল দিল্লিও

দুপুরে ৪ অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

খালেদা জিয়ার সঙ্গে জামায়াতের আমিরের সাক্ষাৎ

স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের সিদ্ধান্ত হয়েছে: প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক বিমানবন্দরের পাশেই ছিল ভয়ংকর গোপন বন্দিশালা

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অর্থায়ন বাতিলের সুপারিশ ট্রাম্প প্রশাসনের

নিষিদ্ধ ছাত্রলীগের দুগ্রুপের কথা কাটাকাটি, ছুরিকাঘাতে যুবক নিহত

আগামী বাজেট হতে পারে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার

দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বালুভর্তি ট্রাকের ধাক্কায় নিহত ২

পাকিস্তানের কাছে বাংলাদেশের পাওনা সম্পদ ফেরত আনার উদ্যোগ নিচ্ছে সরকার

ঈদের পরও ইতিবাচক রেমিট্যান্স, ১২ দিনে এলো ১২৮৩৮ কোটি টাকা

নির্বাচনকালীন আইনশৃঙ্খলা কোর কমিটিতে থাকবেন ইসি কর্মকর্তারাও

ইরাকে বালুঝড়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ৩ হাজার ৭ শতাধিক

ধানমন্ডিতে গাড়ি থেকে চাঁদা আদায়, অভিযুক্ত সেই যুবক আটক

বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে বাংলাদেশি জনগণ: যুক্তরাষ্ট্র

জেলেনস্কির ওপর ফের চটেছেন ডেনানাল্ড ট্রাম্প

রাজধানীত ব্যবসায়িক দ্বন্দ্বে প্রতিপক্ষের গুলিতে ইন্টারনেট ব্যবসায়ী গুলিবিদ্ধ

সাবেক সিআইডি প্রধানের বিরুদ্ধে ৪ কোটি টাকা জোর করে আদায়ের অভিযোগ