ই-পেপার শুক্রবার, ৩০ মে ২০২৫, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩২
চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে তাণ্ডব

আতঙ্কে হাসপাতাল ছেড়েছেন চিকিৎসক-সেবাপ্রার্থী

আমার বার্তা অনলাইন:
২৮ মে ২০২৫, ১৫:৩১
চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে আহত একজন।

রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের কর্মচারীদের সঙ্গে রোগীদের স্বজন ও জুলাই আহতদের মধ্যে মারামারি হয়েছে। এ সময় হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীদের পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে।

বুধবার (২৮ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত হাসপাতালে এ ঘটনা ঘটে। ঘটনার পর আতঙ্কে হাসপাতাল ছেড়েছেন চিকিৎসক, রোগী ও স্বজনরা। তাদের দিগ্বিদিক ছোটাছুটি করতে দেখা গেছে। পুলিশ মোতায়েন ছিল, তারা হুইসেল দিয়ে নিবৃত করার চেষ্টা করেও পারেননি।

হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সম্প্রতি জুলাই গণঅভ্যুত্থানের আহত চারজন রোগী হাসপাতালে বিষপান করে। এটিকে কেন্দ্র করে হাসপাতালের পরিচালক, চিকিৎসক ও কর্মকর্তাদের সঙ্গে বাকবিতণ্ডা, গায়ে হাত তোলা ও ভাঙচুরের মতো ঘটনা ঘটে। পরিচালকের কক্ষে পেট্রোল ঢেলে আগুন দেওয়ারও চেষ্টা করেন জুলাই আহতরা।

এ ঘটনার প্রতিবাদে হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা আজ সকাল থেকে কর্মবিরতি শুরু করেন। এতে হাসপাতালে আসা রোগীরা পড়েন বিপাকে। শিডিউল অনুযায়ী অস্ত্রোপচার করার কথা থাকলেও হয়নি। আউটডোরে লাইন থাকলেও টিকিট দেওয়ার লোক ছিল না। রুমের সামনে লোক থাকলেও চিকিৎসক ও কর্মচারীরা ছিলেন না। শুধু জরুরি বিভাগ খোলা ছিল।

বাবুল মিয়া নামের একজনের অস্ত্রোপচারের তারিখ ছিল আজ। তার স্বজনদের হাসপাতালে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে। সকালে সেবা প্রার্থীদের সঙ্গে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বাগবিতণ্ডা, ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে। এই উত্তাপ ছড়িয়ে পড়ে পুরো হাসপাতাল ও আশপাশে।

পরে হাসপাতালে অবস্থান করা জুলাই গণঅভ্যুত্থানে আহত রোগীরাও এতে যোগ দেন। তারা দেশীয় অস্ত্র নিয়ে দেদারসে মারধর শুরু করেন। বাদ যাননি চিকিৎসক থেকে শুরু করে কেউ। তাদের সঙ্গে যোগ দেন পাশে জাতীয় অর্থপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) থাকা জুলাই আহতরাও।

দুপুর সোয়া ১২টার দিকে মাথায় আঘাতপ্রাপ্ত চক্ষু হাসপাতালের কর্মকর্তা মিজানকে বের করে আনছিলেন কয়েকজন। মাথা থেকে অঝোরে রক্ত ঝরা অবস্থায় তাকে নিয়ে আসা একজন জাগো নিউজকে বলেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলনে আহতরা মিজানকে আঘাত করেছেন।’

ঠিক ওই সময় মিজানের মতো আরেকজনকে ভেতরে পেটানো হচ্ছিল। ততক্ষণে পুরো হাসপাতাল জুলাই গণঅভ্যুত্থানে আহতদের দখলে। চিকিৎসক, নার্স, কর্মকর্তা, কর্মচারী ও সেবাপ্রার্থী সবাইকেই দৌড়ে বের হয়ে যেতে দেখা যায়। এ সময় শহীদুল ইসলাম নামের একজন সহযোগী অধ্যাপক চিকিৎসককে হামলাকারীরা ঝাপটে ধরে ফেলেন এবং আঘাত করতে থাকেন। আবার তাদেরই কয়েকজনকে নিবৃত করতেও দেখা যায়।

ডা. জাহিদ, ডা. আরাফাত, ডা. তিষাদুরসহ কয়েকজনকে আঘাত করা হয়। হামলায় হাসপাতালের বেশ কয়েকজন কর্মীও আহত হয়েছেন।

জুলাই গণঅভ্যুত্থানে আহত সালমান বলেন, ‘মূলত কয়েকদিন যাবতই ঝামেলা চলছে। আমাদের কয়েকজন বিষ খাইছে। একজন হারপিক খাইছে। এসব বিষয়ে আলোচনা করতে গতকাল (মঙ্গলবার) পরিচালক স্যারের রুমে যাই। সেখানে বাগবিতণ্ডা হয়। পরে সেনাবাহিনী এসে পরিচালককে উদ্ধার করে।’

সালমান আরও বলেন, ‘আজ সকাল থেকে কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি পালন করেন। সেখান থেকে আমাদের ওপর হামলা করবে বলে শুনতে পারি। পরে আবার আমাদের ওয়ার্ডের কলাপসিবল গেটে তালা দেয়। আমরা তালা ভেঙে বের হইছি। গ্যাঞ্জাম হয়েছে। এখন সেনাবাহিনী আসছে।’

চিকিৎসকরা জানান, চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতির ফলে ভোগান্তিতে পড়া সেবাপ্রার্থীদের সঙ্গে হাসপাতালের কর্মীদের তর্কবিতর্ক এবং হাতাহাতি হয়েছে। এতে পরিস্থিতি একটু উত্তপ্ত হয়। তখন ভেতরের রোগীদের নিরাপত্তার স্বার্থে সব ওয়ার্ডের কলাপসিবল গেট লাগিয়ে দেওয়া হয়। জুলাই গণঅভ্যুত্থানের আহতদের ওয়ার্ডে একইভাবে তালা দেওয়া হয়। তারা বিষয়টিতে ভুল বুঝে তালা ভেঙে এসে চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী এবং সেবাপ্রার্থীদের গণপিটুনি শুরু করেন। তাদের সঙ্গে এসে যোগ দেন পঙ্গু হাসপাতালের জুলাই আহতরা।

দুপুর দেড়টার দিকে হাসপাতালের সব সেবা কার্যক্রম বন্ধ দেখা গেছে। এমনকি হাসপাতালের প্রধান গেটও বন্ধ দেখা গেছে।

এ বিষয়ে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাউল হক বলেন, ‘এ মুহূর্তে চক্ষু বিজ্ঞান হাসপাতালের পরিস্থিতি নিয়ন্ত্রণে। অবরুদ্ধ চিকিৎসক-নার্সরা মুক্ত হয়েছেন। জুলাই আহত শিক্ষার্থীরা হাসপাতালে রয়েছেন।’

আমার বার্তা/এমই

গজারিয়ার বাউসিয়ায় ২ কোটি ২৭ লাখ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা

"হোক না আমার কুঁড়েঘর, আমিও দিব নির্ধারিত কর" — এই স্লোগানকে সামনে রেখে মুন্সিগঞ্জের গজারিয়া

আজও চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে সেবা বন্ধ

চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীদের মারধরের ঘটনায় সেবা বন্ধ রয়েছে রাজধানীর জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে। বুধবারের মতো

মগবাজারে ছিনতাই : ভাইরাল ভিডিওর সূত্র ধরে গ্রেপ্তার ৩

রাজধানীর মগবাজারে চাপাতি দিয়ে কুপিয়ে শিক্ষার্থীর কাছ থেকে মানিব্যাগ, মোবাইলসহ ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় চারজনকে গ্রেপ্তার

তুমুল বৃষ্টিতেও স্লোগানে স্লোগানে নগর ভবনের সামনে অবস্থান ঢাকাবাসীর

সকাল থেকেই তুমুল বৃষ্টি উপেক্ষা করে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে অবস্থান কর্মসূচি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের সাথে নিবিড় সম্পর্ক গড়ে তুলতে হবে : এটিএম আজহারুল ইসলাম

৪ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

দেশের সার্বভৌমত্বের প্রশ্নে বিন্দুমাত্র আপস নয়: সারজিস আলম

ফ্যাসিবাদের দোসর আখ্যা দিয়ে বিভক্তি করা হচ্ছে: জিএম কাদের

সংস্কার শেষ করে ডিসেম্বরের আগেই নির্বা|চন দেয়া সম্ভব: তারেক রহমান

চলতি অর্থবছরের ১০ মাসে বিদেশি ঋণ শোধ ৩৫০ কোটি ডলার

গণতন্ত্রের নিরবচ্ছিন্ন যাত্রা পদে পদে বাধাগ্রস্ত হচ্ছে: খালেদা জিয়া

আপনার উপদেষ্টা পরিষদ নিরপেক্ষ নয়: সালাহউদ্দিন আহমেদ

বিসিবি সভাপতির প্রতি অনাস্থা জানিয়ে ৮ পরিচালকের চিঠি

প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি স্থগিত, ক্লাসে ফিরছেন রোববার

রায়ের কপি হাতে পেলেই আমাদের সিদ্ধান্ত: ইশরাক ইস্যুতে সিইসি

শনিবারের বোর্ড মিটিং বাতিল করল বিসিবি

চারটি গুলির পর নিরস্ত্র মেজর সিনহাকে গলায় পাড়া দিয়ে মৃত্যু নিশ্চিত করা হয়

আন্তর্জাতিক শিক্ষার্থীদের নতুন গন্তব্য আলজেরিয়া

রাঙ্গুনিয়ায় অবৈধ বালু উত্তোলন বন্ধে ৭ জনের কারাদণ্ড

সুন্দরবনে ভেসে যাচ্ছিল হরিণের শাবক, বনকর্মীদের বীরত্বে প্রাণে রক্ষা

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের লিখিত পরীক্ষা ৩১ মে

বৈরী আবহাওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ

ভোলায় তারুণ্যের উৎসব উপলক্ষে কোস্ট গার্ডের পরিচ্ছন্নতা অভিযান ও র‌্যালি

নির্মাণাধীন বেড়িবাঁধের মাঝেই ঘূর্ণিঝড় ;আতঙ্কে মনপুরার উপকূলবাসী