রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে কুখ্যাত ছিনতাইকারী চক্র ‘পানি রুবেল গ্যাং’য়ের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
রোববার (১৩ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে সিটিটিসির স্পেশাল অ্যাকশন গ্রুপ মোহাম্মদপুরের জহুরি মহল্লা ও বাবর রোড এলাকায় সমন্বিত অভিযান চালিয়ে তাদের আটক করে।
গ্রেফতারকৃতরা হলেন- মো. লায়েছ (২৫), মো. শাহিন ওরফে অটো শাহীন (২০), মো. শুভ (১৯), মো. আব্দুল আলিম (২৮) ও মো. মিলন হোসেন (২৮)।
সিটিটিসি সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিরা রাস্তায় চলাচলরত সাধারণ মানুষকে চাপাতি ও ধারালো অস্ত্র দেখিয়ে জিম্মি করে ছিনতাই করতেন। তারা দীর্ঘদিন ধরে এলাকায় ছিনতাই, চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত ছিল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা এসব অপরাধের সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে বলেও জানিয়েছে সিটিটিসি। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
আমার বার্তা/জেএইচ